G পৃষ্ঠা ১৪
- English Word gift Bengali definition [গিফট্] (noun) (১) [countable noun] উপহার; দান। (২) সহজাত ক্ষমতা বা গুণ: a gift for music. (৩) দেওয়ার অধিকার বা ক্ষমতা: The Vice-Chancellorship of our Universities is in the gift of the President, তারই উপাচার্য পদ প্রদানের ক্ষমতা আছে। □ (verb transitive) কাউকে দান করা। gifted (adjective) প্রভূত সহজাত গুণসম্পন্ন: a gifted dancer/writer.
- English Word gig Bengali definition [গিগ্] (noun) (১) (ইতিহাস) দুই চাকাওয়ালা ঘোড়ার গাড়ি। (২) (নৌচালনবিদ্যা) দাঁড় বা পাল রাখতে জাহাজের সঙ্গে লাগানো ছোট নৌকা। (৩) (কথ্য.) (পপ বা জ্যাজ) বাজনার জন্য চুক্তি।
- English Word gigantic Bengali definition [জাইগ্যান্টিক্] (adjective) বিশালাকার; প্রকাণ্ড; দানবীয়: a gigantic appetite.
- English Word giggle Bengali definition [গিগল্] (verb intransitive) ফিকফিক করে হাসা; ফিকফিক শব্দে হেসে প্রকাশ করা: giggle one’s appreciation of a silly joke. □ (noun) ফিকফিকে হাসি।
- English Word gigolo Bengali definition [জিগালোউ] (noun) বিত্তশালী মহিলারা ভাড়া করতে পারে এমন পেশাদার পুরুষ নৃত্যসহচর; অপেক্ষাকৃত বয়স্কা বিত্তবতী মহিলাদের বেতনপুষ্ট পুরুষসঙ্গী।
- English Word gild 1 Bengali definition [গিল্ড্] (verb transitive) সোনার পাত বা সোনালি রং দিয়ে গিলটি করা; সোনার মতো উজ্জ্বল করা: gild a picture-frame. gild the lily অনাবশ্যক অলংকার ব্যবহার করে কোনোকিছুর স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করা। gild the pill অপ্রীতিকর প্রয়োজনকে প্রীতিকর রূপ দেওয়া। gilded youth শৌখিন ও বিত্তবান যুবসম্প্রদায়। gilder (noun) যে ব্যক্তি গিলটি করে। gilding (noun) [uncountable noun] যে বস্তু দ্বারা গিলটি করা হয়।
- English Word gild 2 Bengali definition দ্রষ্টব্যguild.
- English Word gill 1 Bengali definition [গিল্] (noun) (সাধারণত plural) (১) মাছের শ্বাসযন্ত্র। (২) ছত্রাক বা ব্যাঙের ছাতার উলটাদিকের পাতলা খাড়া পাত। (৩) (plural) কর্ণমূল ও চোয়ালের নিচের মাংস। be green/white about the gills অসুস্থ/ ভীত হওয়া।
- English Word gill 2 Bengali definition [জিল্] (noun) তরল পদার্থের ওজনবিশেষ; পাইনটের এক-চতুর্থাংশ (২. (৫) আউন্স) দ্রষ্টব্য পরি. ৫।
- English Word gilt Bengali definition [গিল্ট্] (noun) [uncountable noun] যে বস্তু দ্বারা গিলটি করা হয়। দ্রষ্টব্যgild. take the gilt off the gingerberad (প্রবাদ) সবচেয়ে আকর্ষণীয় গুণ বা বৈশিষ্ট্য হরণ করা। gilt-edged stocks/securities নিরাপদ বিনিয়োগ।
- English Word gimbals Bengali definition [জিম্ব্ল্জ] (noun) (সাধারণত plural) সমুদ্রবক্ষে জাহাজের কম্পাস ইত্যাদি যন্ত্রকে অনুভূমিক রাখার কলকবজাবিশেষ।
- English Word gimcrack Bengali definition [গিম্ক্র্যাক্] (adjective) তুচ্ছ ও বাজেভাবে তৈরি।
- English Word gimlet Bengali definition [গিম্লিট্] (noun) কাঠ ইত্যাদি ছিদ্র করতে ব্যবহৃত ছোট তুরপুনবিশেষ। gimlet eye তীক্ষ্ণ দৃষ্টি।
- English Word gimmick Bengali definition [গিমিক্] (noun) (কথ্য) জনপ্রিয়তা বা দৃষ্টি আকর্ষণের উপায় বা কৌশল।
- English Word gin 1 Bengali definition [জিন্] (noun) (১) জীবজন্তু ধরার ফাঁদ বা জাল। (cotton) gin তুলা থেকে বীজ ছাড়ানোর যন্ত্র। □ (verb transitive) (২) জালে বা ফাঁদে আটকানো। (৩) তুলা থেকে বীজ ছাড়ানো।
- English Word gin 2 Bengali definition [জিন্] (noun) [uncountable noun] এক প্রকার মদ।
- English Word ginger Bengali definition [জিন্জা(র্)] (noun) [uncountable noun] (১) আদা। (২) সজীবতা; উদ্দীপনা; শক্তি; তেজস্বিতা: a gingergroup, (সংসদে) সরকারকে আরো সক্রিয় হতে উদ্বুদ্ধকারী সংসদ-সদস্যদের গোষ্ঠী। (৩) (অপিচ adverb) হালকা লালচে হলুদ রং: ginger hair. (৪) ginger beer/ale আদামেশানো পানীয়। gingerbread (noun) আদামেশানো গাঢ়রঙের কেক বা বিস্কুট। gingernut আদামিশানো বিস্কুট। □ (verb transitive) ginger (up) আরো প্রাণবন্ত করা।
- English Word gingerly Bengali definition [জিন্জালি] (adverb) কোনো ক্ষতি বা গোলমাল না-হয় এমন; সতর্কতার সঙ্গে; নিঃশব্দচরণে: go about something gingerly. □ (adjective) সতর্ক: in a gingerly fashion.
- English Word gingivitis Bengali definition [জিনজিভাইটিস্] (noun) (চিকিৎসাশাস্ত্র) মাড়ি ফোলা।
- English Word gingko Bengali definition [গিঙ্কো্উ] (noun) তালপাতার মতো পাতাযুক্ত এক জাতের চীনা বা জাপানি গাছ।