G পৃষ্ঠা ২
- English Word gage 1 Bengali definition [গেইজ] দ্রষ্টব্য gauge.
- English Word gage 2 Bengali definition [গেইজ] (noun) (১) জামানত হিসেবে প্রদত্ত প্রতিশ্রুতি; বন্ধকি ইত্যাদি। (২) দ্বন্দ্বযুদ্ধের আহ্বান; ঐরূপ আহ্বানের প্রতীকস্বরূপ ভূতলে নিক্ষিপ্ত দস্তানা ইত্যাদি।
- English Word gaggle Bengali definition [গ্যাগ্ল্] (noun) (হাঁসের) ঝাঁক; (হাস্যরসাত্মক) (অতিভাষী মেয়েদের) দল বা ঝাঁক।
- English Word gaiety Bengali definition [গেইআটি] (noun) (১) [uncountable noun] প্রফুল্লতা; আনন্দমুখরতা; আনন্দউল্লাস; প্রহর্ষ; ঔজ্জ্বল্য। (২) (plural gaieties) আমোদউৎসব; আনন্দউল্লাস; আমোদপ্রমোদ; উৎসবআনন্দ: the gaieties of the Christmas season.
- English Word gaily Bengali definition [গেইলি] (adverb) দ্রষ্টব্য gay
- English Word gain 1 Bengali definition [গেইন] (noun) (১) [uncountable noun] বিত্তসঞ্চয়; লাভ; মুনাফা; প্রাপ্তি; বিষয়বৃদ্ধি; the love of gain. (২) (plural) capital gains, দ্রষ্টব্যcapital. ill-gotten gains অসদুপায়ে অর্জিত সম্পদ। (৩) [countable noun] পরিমাণ বা শক্তির বৃদ্ধি; লাভ; উৎকর্ষ: a gain in weight/health. gainful [গেইনফ্ল্] (adjective) অর্থপ্রদ; অর্থকর; অর্থজনক; লাভজনক: gainful occupations. gainfully [গেইনফালি] (adverb) অর্থপ্রদভাবে ইত্যাদি: gainfully employed.
- English Word gain 2 Bengali definition [গেইন্] (verb transitive), (verb intransitive) (১) অর্জন করা; যোগ করা; বাড়ানো; উপচয় করা: gain experience/ momentum/weight. gain ground উন্নতি/অত্যুন্নতি করা; অগ্রসর হওয়া। gain time (নিজের সম্ভাবনা বাড়াতে) কালক্ষেপণ/দীর্ঘসূত্রতা করা। gain the upper hand জয়ী হওয়া; প্রাধান্য অর্জন করা। (২) gain (from) লাভবান/উপকৃত হওয়া; উন্নতি/বৃদ্ধি করা: gain from an experience. (৩) (ঘড়ি) দ্রুত চলা; এগিয়ে যাওয়া: My watch gains five minutes a day. (৪) gain on/upon (ক) নাগাল ধরা/পাওয়া: gain on the other runners in a race.(খ) কারো চেয়ে দ্রুততর বেগে ধাবিত হওয়া; আরো পিছনে ফেলে যাওয়া: gain on one’s pursuers. (গ) (সাগর) ক্রমশ এগিয়ে আসা ও ভূমি গ্রাস করা। (৫) (বিশেষত কঠিন প্রয়াসে কাঙ্ক্ষিত স্থানে) উপনীত হওয়া; পৌঁছা: gain the top of a summit.
- English Word gainsay Bengali definition [গেইনসেই] (verb transitive) (past tense, past participle gainsaid [গেইনসেড্] (সাহিত্যিক) প্রধানত' negative(ly) ও 'inter) অপলাপ/অস্বীকার/অপহ্নব করা; There is no gainsaying his skill as a negotiator.
- English Word gait Bengali definition [গেইট্] (noun) হাঁটা বা দৌড়ানোর ভঙ্গি; গমন; চলন; চলার ধাঁচ বা ঢং; an awkward gait.
- English Word gaiter Bengali definition [গেইটই(র্)] (noun) হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত অংশে পরিহিত পটিবিশেষ।
- English Word gal Bengali definition [গ্যাল্] (noun) (প্রাচীন কথ্য) মেয়ে; বালিকা।
- English Word gala Bengali definition [গা:লা America(n) গেইলা] পর্ব; পরব; পার্বণ; আনন্দোৎসব: (attributive(ly)) a gala night, বিশেষ সমারোহপূর্ণ উৎসবমুখর রাত (যেমন রঙ্গমঞ্চে বিশেষ অনুষ্ঠানমালাসংবলিত)।
- English Word galactic Bengali definition [গাল্যাক্টিক] (adjective) ছায়াপথসংক্রান্ত; ছায়াপথবর্তীর: extra-galactic systems, আমাদের সৌরমণ্ডল যে ছায়াপথের অন্তর্গত; তার বাইরের সংশ্রয়সমূহ; ছায়াপথবহির্ভূত সংশ্রয়সমূহ।
- English Word galantine Bengali definition [গ্যালান্টীন্] (noun) হাড়ছাড়ানো; মসলাযুক্ত; ও বেলনাকারে রান্না করা সাদা (হাঁসমুরগি, বাছুর বা শূকরের) মাংস, যা ঠাণ্ডা পরিবেশন করা হয়।
- English Word galaxy Bengali definition [গ্যালাক্সি] (noun) (১) (plural galaxies) মহাকাশে নক্ষত্রপুঞ্জ বা নীহারিকাসৃষ্ট সুদীর্ঘ জ্যোতির্ময় বেষ্টনী; ছায়াপথ। the Galaxy সৌরমণ্ডল যে ছায়াপথের অন্তর্গত; ছায়াপথ (the ‘Milky way’ নামে পরিচিত)। (২) (লাক্ষণিক) উজ্জ্বল/দেদীপ্যমান সমাবেশ; নক্ষত্রমণ্ডল; তারার হাট: a galaxy of talent/beautiful women.
- English Word gale Bengali definition [গেইল্] (noun) (১) প্রবল বায়ু; দমকা; বাত্যা; ঝড়। (২) কোলাহলপূর্ণ আকস্মিক বিস্ফোরণ; দমকা: gales of laughter.
- English Word galilee Bengali definition [গ্যালিলী] (noun) গির্জার প্রবেশপথে অবস্থিত অলিন্দ বা প্রার্থনাগৃহ।
- English Word galingale Bengali definition [গ্যালিঙ্গেইল্] (noun) (১) আগেকার দিনে রান্না ও ওষুধে বহুলব্যবহৃত, পূর্ব এশিয়া-জাত আদাজাতীয় কন্দবিশেষ; আম-আদা। (২) ইংল্যান্ডের জলাভূমি বা জলের ধারে উৎপন্ন ঘাসজাতীয় উদ্ভিদবিশেষ।
- English Word gall 1 Bengali definition [গোল্] (noun) [uncountable noun] (১) পিত্ত। gall-bladder (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) পিত্তাশয়; পিত্তকোষ। gall-stone (noun) পিত্তের পাথরি। (২) তিক্ত অনুভূতি; বিদ্বেষ; কটূতা; গরল: with a pen dipped in gall.ও (কথা) ধৃষ্টতা।
- English Word gall 2 Bengali definition [গোল্] (noun) [countable noun] (অশ্বসজ্জা ইত্যাদি) ঘর্ষণের দরুন প্রাণীর বিশেষত ঘোড়ার শরীরে কষ্টদায়ক স্ফীতি; ঘষার ফলে অনাবৃত স্থান; ঘষটানি। □ (verb transitive) (১) ঘষে ছাল তোলা। (২) (লাক্ষণিক) মনঃপীড়া দেওয়া; ছোট করা; অবমাননা করা: gall somebody with one’s remarks.