G পৃষ্ঠা ১১
- English Word genre Bengali definition [জা:নরা] (noun) (১) (ফরাসি) প্রকার, রকম, ধরন; (বিশেষত কাব্য, নাটক, উপন্যাস) বিভাগ বা শাখা। (২) (অপিচ genre-painting) (চিত্রাঙ্কনে) সাধারণ জীবনের ছবি।
- English Word gent Bengali definition [জেন্ট্] (noun) gentleman-এর কথা সংক্ষেপ; ভদ্রলোক। the/a Gents (noun) (British/Britain কথ্য) পুরুষদের সাধারণ শৌচাগার।
- English Word genteel Bengali definition [জেনটীল্] (adjective) (আধুনিক প্রয়োগে সাধারণত বিদ্রূপাত্মক, যদিও ইতিপূর্বে ঐকান্তিকভাবে ব্যবহৃত হতো) ভদ্র ও পরিশীলিত; কেতাদুরস্ত; সমাজের উপর তলার বৈশিষ্ট্যবাহী; উপর তলায় মানায় এমন: living in genteel poverty, অভাব সত্ত্বেও উপর তলার ধাঁচে চলার প্রয়াস করেছে এমন। genteelly (adverb)
- English Word gentian Bengali definition [জেন্শ্ন্] (noun) একধরনের নীল পাহাড়ি ফুলগাছ।
- English Word gentile Bengali definition [জেন্টাইল্] (noun), (adjective) ইহুদি নয় এমন (ব্যক্তি)।
- English Word gentility Bengali definition [জেন্টিলইটি] (noun) [uncountable noun] ভদ্রতা; পরিশীলতা।
- English Word gentle Bengali definition [জেন্ট্ল্] (adjective) (১) অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক: a gentle nature/touch; a gentle breeze. (২) (পরিবার) সুপ্রতিষ্ঠিত: a woman of gentle birth. gentlefolk (noun) (plural) ভদ্র সম্প্রদায়; ভদ্রসমাজ। gentleness (noun)
- English Word gentleman Bengali definition [জেন্ট্ল্মান্] (noun) (১) সজ্জন ও অমায়িক ব্যক্তি; ভদ্রলোক। gentleman’s agreement যে চুক্তি পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধের উপর প্রতিষ্ঠিত, কিন্তু যার আইনগত ভিত্তি নেই। (২) (ইতিহাস) রাজদরবার বা রাজপরিবারের সঙ্গে সংযুক্ত সদ্বংশীয় ব্যক্তি: one of the king’s gentleman. gentleman-at-armsসার্বভৌম রাজা বা রানির দেহরক্ষী।
- English Word gentlewoman Bengali definition [জেন্ট্ল্উওমান্] (noun) ভদ্রমহিলা।
- English Word gently Bengali definition [জেন্ট্লি] (adverb) আলতোভাবে; ধীরে: The nurse held the baby gently in her arms.
- English Word gentry Bengali definition [জেন্ট্রি] (noun) রাজনবর্গের পরবর্তী অভিজাত সম্প্রদায়। gentrify [জেনট্রিফাই] (verb transitive) (কথ্য) আধুনিক রূপ দেওয়া; ফ্যাশান-দুরস্ত বা ফিটফাট করা; (ঘরবাড়ি; এলাকা ইত্যাদিকে) মধ্যবিত্তের বাসোপযোগী করে তোলা। gentrification [জেন্ট্রিফিকেশ্ন্] (noun) বিত্তবান ব্যক্তিদের বসতি স্থাপনের ফলে শহরের দরিদ্র এলাকার উন্নয়ন সাধন।
- English Word genuflect Bengali definition [জেনিউফ্লেক্ট্] (verb intransitive) (বিশেষত উপাসনা) নতজানু হওয়া। genuflection, genuflexion [জেনিউফ্লেক্শ্ন্] (noun(s))
- English Word genuine Bengali definition [জেনিউইন্] (adjective) প্রকৃত; খাঁটি; অকৃত্রিম: genuine love; a genuine signature. genuinely (adverb) genuineness (noun)
- English Word genus Bengali definition [জীনাস্] (noun) (১) (জীববিদ্যা) প্রাণী বা উদ্ভিদের গণ। genus Homo [হোউমোউ] মানব। (২) প্রকার, জাত; শ্রেণি।
- English Word geo- Bengali definition [জীঔ] (prefix) (পৃথিবীবোধক গ্রিক শব্দবিশেষ, বিভিন্ন শব্দের আগে যুক্ত হয়ে ব্যবহৃত হয়)। ভূ- geocentric [জীঔউসেনট্রিক্] (adjective) ভূকেন্দ্রিক। geophysics [জীঔউফিজিক্স্] (noun) (plural) (sign verb) পৃথিবীর মাধ্যাকার্ষণ, জলবায়ু ইত্যাদি বিষয়ক বিদ্যা; ভূবিদ্যা। geophysical [জীঔফিজিক্ল্] (adjective) geopolitics [জীঔউপলাটিক্স্] (noun) (plural) কোনো দেশের ভৌগোলিক অবস্থান দ্বারা নির্ধারিত রাজনীতি।
- English Word geography Bengali definition [জিঅগ্রাফি] (noun) [uncountable noun] ভূগোলবিদ্যা বা ভূবিজ্ঞান। geographer [জিঅগ্রাফা(র্)] (noun) ভূগোলবিদ বা ভূবিজ্ঞানী। geographical [জিঅগ্রাফিক্ল্] (adjective) ভৌগোলিক। geographically [জিঅগ্রাফিক্লি] (adverb)
- English Word geology Bengali definition [জিঅলাজি] (noun) [uncountable noun] ভূস্তর, শিলা ইত্যাদি ভিত্তিক পৃথিবীর সম্পর্কিত বিজ্ঞান; ভূতত্ত্ব। geologist [জিঅলাজিস্ট্] (noun) ভূতত্ত্ববিদ; ভূতাত্ত্বিক। geological [জিআলজিক্ল্] (adjective) ভূতত্ত্ববিষয়ক; ভূতাত্ত্বিক। geologically [জিআলজিক্লি] (adverb)
- English Word geometry Bengali definition [জিঅমেট্রি] (noun) [uncountable noun] জ্যামিতি। geometric, geometrical [জিআমেট্রিক(ল্)] (adjective) জ্যামিতিসংক্রান্ত; জ্যামিতিক। geometrical progression গুণোত্তর প্রগতি (১:৩:৯:২৭:৮১)। geometrically [জিঅমেট্রিক্লি] (adverb)
- English Word George Bengali definition [জোজ্] (noun) (১) St George ইংল্যান্ডের রক্ষক সাধুপুরুষ; St George’s day, ২৩ এপ্রিল; St. Georges Cross, কেন্দ্রবিন্দুতে পরস্পরকে ছেদকারী লম্বমান ও অনুভূমিক লাল দণ্ড। (২) (অপশব্দ) বিমানের স্বয়ংক্রিয় চালক। □ (interjection) by George! (প্রাচীন প্রয়োগ) বিস্ময়; সংকল্প ইত্যাদি জ্ঞাপক উক্তি।
- English Word georgette Bengali definition [জোজেট্] (noun) [uncountable noun] পাতলা রেশমি কাপড়।