A পৃষ্ঠা ৫৯
- English Word astronomy Bengali definition [আস্ট্রানামি] [Uncountable noun] জ্যোতির্বিদ্যা; জ্যোতির্বিজ্ঞান; জ্যোতিঃশাস্ত্র; খগোলবিদ্যা। astronomer (noun) জ্যোতির্বিজ্ঞানী; জ্যোতির্বেত্তা; জ্যোতির্বিদ; জ্যোতিঃশাস্ত্রজ্ঞ। astronomical [অ্যাস্ট্রানমিক্ল্] (adjective) জ্যোতির্বিদ্যাবিষয়ক; জ্যোতিঃশাস্ত্রীয়; (কথ্য; সংখ্যা) অতিবৃহৎ: an astronomy amount.
- English Word astrophysics Bengali definition [অ্যাস্টোফিজিক্স্] (noun) (singular verb) নক্ষত্রের রাসায়নিক ও ভৌত অবস্থাবিষয়ক বিজ্ঞান; জ্যোতির্বস্তুবিদ্যা।
- English Word astute Bengali definition [আস্টিঊট্ America(n) আস্টূট্] (adjective) (১) প্রাধান্য বা সুবিধা অর্জনের ব্যাপারে তীক্ষ্ণদৃষ্টি। (২) বিচক্ষণ; চতুর: an astute lawyer/politician. astutely (adverb) চতুরভাবে; বিচক্ষণতার সঙ্গে। astuteness (noun) বিচক্ষণতা; চাতুর্য।
- English Word asunder Bengali definition [আসান্ডা(র্)] (adverb) (সাহিত্যিক) (১) পৃথক হয়ে; বিচ্ছিন্ন হয়ে: Families were driven asunder by the political upheaval. (২) খণ্ডবিখণ্ড করে: tear something asunder.
- English Word asylum Bengali definition [আসাইলাম্] (noun) (১) [Uncountable noun] আশ্রয়; নিরাপত্তা: ask for political asylum; [Countable noun] যে স্থলে এ রকম আশ্রয় বা নিরাপত্তা দেওয়া হয়। (২) [Countable noun] (সাবেক) পাগলাগারদ।
- English Word asymmetric, asymmetrical Bengali definition [এইসিমেট্রিক্, এইসিমেট্রিক্ল্] (adjective(s)) একটি বিভাজন রেখার দুদিকের অংশগুলো ঠিক সদৃশ নয় এমন; অপ্রতিসম: an asymmetric building.
- English Word at Bengali definition [আট্; জোরালো রূপ: অ্যাট্] (preposition) (১) (স্থান বা দিক) (ক) (কোনো স্থানে বা স্থানের নিকটে কোনো বস্তু বা ব্যক্তি আছে, ছিল বা থাকবে নির্দেশ করে)-এ, -তে, -য়: at home; at the post office. (খ) দিকে; প্রতি; অভিমুখে: look at something/somebody; point/aim at something/somebody; throw something at somebody, অর্থাৎ আঘাত করার উদ্দেশ্যে, দ্রষ্টব্যthrow 2 (১) ভুক্তিতে throw to, laugh at something/somebody; talk at somebody, পরোক্ষে আক্রমণ করা, দ্রষ্টব্যtalk 1 (১) ভুক্তিতে talk to. (গ) কোনো কিছু পাওয়ার বা ধরার চেষ্টা কিংবা অসম্পূর্ণ বা অসমাপ্ত কর্ম নির্দেশ করে: grab or snatch at the apple; Try to guess at the meaning. (ঘ) (দূরত্বনির্দেশক) –এ, থেকে: hold something at arm’s length; at a distance. (ঙ) (প্রবেশ বা নিষ্ক্রমণ বিন্দু নির্দেশ করা) মধ্য দিয়ে; ভিতর দিয়ে: enter at the side door. (২) (সময় ও ক্রম নির্দেশ করে) (ক) (সময়ের কোনো নির্দিষ্ট বিন্দু): at 1 O’clock; at midnight; at Christmas; at this moment; at this (point), এমন সময়। (খ) (বয়স সম্বন্ধে): at (the age of) 1 6. (গ) (ক্রমনির্দেশক): at first; at last; at the second attempt. (ঘ) (পৌনঃপুনিকতা নির্দেশক): at (all) times; at regular intervals. (৩) (কর্মকাণ্ড, অবস্থা, রীতি) (ক) (কোনো কিছুতে নিয়োজিত থাকা নির্দেশ করে): at work, at play. hard at it কঠোর পরিশ্রমরত। (খ) (adjective(s)–এর পরে): better at swimming than running; angry at. (গ) (অবস্থা বা হালচাল): at the point of death: at war/peace; at rest. (ঘ) (রীতি): at one blow; drink at one draught. (৪) (হার বা মান, মূল্য, ব্যয়) (ক) (হার): at full speed. (খ) (মূল্য, ব্যয় ইত্যাদি): at my expense; at a low price; at half-price. (গ) (superlative–সহ): at its/his/her best, at least; at (the) worst. (৫) (কারণ, হেতু) (ক) (verb(s)–এর পরে): receive at his hand. We marvelled at the young boy’s skill. (খ) (adjective(s) ও past participle–এর পরে): surprised at the news; delighted at finding the shop open. অপিচ দ্রষ্টব্যat hand, দ্রষ্টব্যat last, দ্রষ্টব্যat the death ইত্যাদি অভিব্যক্তির জন্য সংশ্লিষ্ট (noun) ভুক্তি।
- English Word Atabrine Bengali definition [অ্যাটাব্রীন্] [Uncountable noun] ম্যালেরিয়া রোগের তিক্তস্বাদযুক্ত ওষুধবিশেষ; অ্যাটব্রিন।
- English Word atavism Bengali definition [অ্যাটাভিজম্] (noun) কয়েক বা বহু প্রজন্ম ধরে পরিলক্ষিত হয়নি, কোনো ব্যক্তিতে এমন চারিত্রিক বৈশিষ্ট্য বা দোষগুণের পুনরাবির্ভাব; আদিম বৈশিষ্ট্য। দ্রষ্টব্যreversion, দ্রষ্টব্যthrowback. atavistic [অ্যাটাভিস্টিক্] (adjective) অধিসঞ্চারী।
- English Word ate Bengali definition [এট্ America(n) এইট্] eat–এর past tense
- English Word atelier Bengali definition [অ্যাটেলিএই America(n) অ্যাট্লি্এই] (noun) (ফরাসী) শিল্পশালা; শিল্পগৃহ।
- English Word atheism Bengali definition [এইথিইজাম্] [Uncountable noun] নিরীশ্বরবাদ; অনীশ্বরবাদ; নাস্তিক্য। atheist [এইথিইস্ট্] (noun) নিরীশ্বরবাদী; নাস্তিক। atheistic [এইথিসটিক্] (adjective) নিরীশ্বরবাদী; নাস্তিক্যবাদী।
- English Word Athenaeum Bengali definition [অ্যাথানিআম্] (noun) আথেনি দেবীর মন্দির; প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়বিশেষ; বিদ্যামন্দির।
- English Word athlete Bengali definition [অ্যাথলীট্] (noun) শরীরচর্চা এবং দ্বারবহিঃস্থ খেলাধুলায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি; মল্ল; ক্রীড়াবিদ।
- English Word athletic Bengali definition [আথ্লেটিক্] (adjective) (১) মল্লক্রীড়া বা মল্লক্রীড়াবিদ সম্বন্ধীয়; মল্ল-: an athletic competition, মল্ল প্রতিযোগিতা। (২) শরীরকাণ্ড ও অঙ্গসমূহের সুষম অনুপাতসহ দৈহিকভাবে শক্তিমান; মল্লবীরসুলভ: an athletic-looking young man.
- English Word athletics Bengali definition [অ্যাথলেটিক্স্] (noun) (plural) (সাধারণত singular verb–সহ) শরীরচর্চা ও খেলাধুলা, বিশেষত দৌড়ঝাঁপ ইত্যাদির অনুশীলন; মল্লক্রীড়া।
- English Word athome Bengali definition [আটহোম্] দ্রষ্টব্য home 1 (১).
- English Word athwart Bengali definition [আথোয়োট্] (adverb), (preposition) athwart (of) (নৌচালনবিদ্যা) এক পাশ থেকে অন্য পাশে; আড়াআড়ি (ভাবে)।
- English Word atishoo Bengali definition [অটিশূ] (interjection) (হাস্যরসাত্মক) হ্যাঁচ্চো!
- English Word Atlantic Ocean Bengali definition [অ্যাটলান্টিক ওউশন্] (noun) আটলান্টিক মহাসাগর। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এর আয়তন ১০৬.৪ মিলিয়ন বর্গকিলোমিটার বা ৪১.১ মিলিয়ন বর্গমাইল: The river stretches from the Andes to the Atlantic and takes eight days to paddle.