A পৃষ্ঠা ৫৮
- English Word astatine Bengali definition [অ্যাস্টাটীন্] [Uncountable noun] তেজস্ক্রিয় মৌলবিশেষ (প্রতীক At); অ্যাস্টাটিন।
- English Word asteism Bengali definition [অ্যাস্টীইজা্ম্] (noun) মার্জিত শ্লেষ।
- English Word aster Bengali definition [অ্যাস্টা(র্)] (noun) হলুদ কেন্দ্রের সাদা, গোলাপি বা নীললোহিত দলযুক্ত ফুলের উদ্যান–উদ্ভিদবিশেষ; গুলে মিনা।
- English Word asterisk Bengali definition [অ্যাস্টারিস্ক্] (noun) তারকাচিহ্ন (*)।
- English Word astern Bengali definition [আস্টান্] (adverb) (১) (জাহাজের) পশ্চাদ্ভাগে। (২) পিছনে; পিছনের দিকে: Full speed astern! (৩) fall astern (of) (অন্য জাহাজ থেকে) পিছিয়ে পড়া।
- English Word asteroid Bengali definition [অ্যাস্টারয়্ড্] [Countable noun] মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মাঝখানে অগণিত ছোট গ্রহাণুর যেকোনো একটি; গ্রহাণু। asteroids গ্রহাণুপুঞ্জ।
- English Word asthenia Bengali definition [অ্যাস্থিনীআ:] (noun) বলহীনতা; দৌর্বল্য; ক্লৈব্য।
- English Word asthma Bengali definition [অ্যাস্মা America(n) অ্যাজমা] [Uncountable noun] হাঁপানি; শ্বাসরোগ। asthmatic [অ্যাস্ম্যাটিক্ America(n) অ্যাজম্যাটিক] (adjective) শ্বাসরোগপীড়িত; হাঁপানিজনিত; শ্বাসরোগবিষয়ক।
- English Word astigmatism Bengali definition [আস্টিগ্মাটিজম্] [Uncountable noun] চোখ, আয়না বা পরকলার যে ত্রুটির জন্য আলোকরশ্মির যথাযথ বিন্দুতে সন্নিপাত বাধাগ্রস্ত হয়; বিষমকেন্দ্রিকতা। astigmatic [অ্যাস্টিগ্ম্যাটিক্] (adjective) বিষমকেন্দ্রিক।
- English Word astir Bengali definition [আস্টা(র্)] (adverb), (predicatively adjective) (১) সচকিত বা চঞ্চল (অবস্থায়); উত্তেজিত (অবস্থায়): The whole audience was astir, as the arrival of the maestro was announced. (২) (প্রাচীন) শয্যাত্যাগ করে কাজে লেগে যাওয়া অর্থে: He was astir as the day was just dawning.
- English Word astonish Bengali definition [আস্টনিশ্] (verb transitive) বিস্ময়বিহ্বল করা; চমৎকৃত করা; তাক লাগানো: astonished everyone. astonishing (participial adjective) বিস্ময়কর; অদ্ভুত: Is it not astonishing that a child should sing so well? astonishment [Uncountable noun] মহাবিস্ময়; বিস্ময়বিহ্বলতা: To the astonishment of all of us, the plan succeeded.
- English Word astound Bengali definition [আস্টাউন্ড্] (verb transitive) বিস্ময়ে অভিভূত বা স্তম্ভিত করা।
- English Word astrakhan Bengali definition [অ্যাস্টআক্যান্ America(n) অ্যাস্ট্রাকান্] [Uncountable noun] (মূলত মধ্যএশিয়ার) মেষশাবকের ঈষৎকুঞ্চিত লোমযুক্ত চামড়া; আস্ট্রাখান: (attributive(ly) প্রয়োগ) an astrakhan coat/cap.
- English Word astral Bengali definition [অ্যাস্ট্রাল্] (adjective) নাক্ষত্র; নাক্ষত্রিক।
- English Word astray Bengali definition [আস্ট্রেই] (adverb), (predicatively adjective) বিপথে: The young girl was led astray by her associates, বিপথগামী করেছে।
- English Word astrictive Bengali definition [আস্ট্রিক্টিভ্] (adjective) সংকোচক।
- English Word astride Bengali definition [আসট্রাইড্] (adverb), (predicatively adjective), (preposition) দুই পা দুপাশে ঝুলিয়ে: riding astride; sitting astride his father’s shoulders.
- English Word astringent Bengali definition [আস্ট্রিন্জান্ট্] (noun) পদার্থ, যা দেহজ কলা ও রক্তনালিকাসমূহ সংকুচিত করে রক্তক্ষরণ বন্ধ করে; সংকোচক (ওষুধ)। □ (adjective) কষায়; সংকোচক; (লাক্ষণিক) রুক্ষ; কঠোর। astringency [আস্ট্রিন্জান্সি] (noun) সংকোচকতা।
- English Word astrolabe Bengali definition [অ্যাস্ট্রালেইব্] (noun) গ্রহনক্ষত্রের উন্নতি নির্ণয়ের জন্য মধ্যযুগীয় যন্ত্রবিশেষ; অ্যাস্ট্রোলেইব। দ্রষ্টব্যsextant.
- English Word astronaut Bengali definition [অ্যাস্ট্রানোট্] (noun) নভোচারী; নভশ্চর। astronautics [অ্যাস্ট্রানোটিক্স্] (noun) (singular verb) নভশ্চরণবিজ্ঞান; মহাকাশবিজ্ঞান।