A পৃষ্ঠা ৫৬
- English Word aspirate 1 Bengali definition [অ্যাস্পারাট্] (noun) (ধ্বনিবিজ্ঞান) মহাপ্রাণ ধ্বনি।
- English Word aspirate 2 Bengali definition [অ্যাস্পারেইট্] (verb transitive) (ধ্বনিবিজ্ঞান) মহাপ্রাণরুপে উচ্চারণ করা: The ‘h’ in ‘heir’ is not aspirated.
- English Word aspiration Bengali definition [অ্যাস্পারেইশ্ন্] (noun) (১) [Countable noun, Uncountable noun] aspiration (for/after); aspiration (to do/be) আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা: aspirations for fame; his aspiration to be writer. (২) মহাপ্রাণতা।
- English Word aspire Bengali definition [আস্পাইআ(র্)] (verb intransitive) উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া; অভিকাঙ্ক্ষী হওয়া: aspire after knowledge; aspire to fame; aspire to become an artist.
- English Word aspirin Bengali definition [অ্যাস্প্রিন্ America(n) অ্যাস্পারিন্] [Uncountable noun] (Proprietary name) বেদনার উপশম ও জ্বর কমানোর ওষুধ; [Countable noun] ঐ ওষুধের বড়ি; অ্যাসপ্রিন।
- English Word asquint Bengali definition [আস্কোয়িন্ট্] (adjective), (adverb) অপাঙ্গে; বক্রদৃষ্টিতে; তির্যকভাবে।
- English Word ass 1 Bengali definition [অ্যাস্] (noun) (১) গর্দভ; গাধা; রাসভ; আহাম্মক; বেকুব; নির্বোধ। (২) make an ass of oneself বোকামি/আহম্মকি/ বেকুবি করা; নিজেকে হাস্যাস্পদ করা।
- English Word ass 2 Bengali definition [অ্যাস্] (noun) (America(n) অশিষ্ট) =arse, পাছা; পোঁদ।
- English Word assail Bengali definition [আসেইল্] (verb transitive) assail (with) প্রচণ্ড শক্তিতে আক্রমণ বা আঘাত হানা; জর্জরিত করা: assail somebody with questions/insults: be assailed with doubts. assailable [অ্যাসেইলাবল্] (adjective) আক্রমণীয়। assailant [অ্যাসেইলান্ট্] (noun) হামলাকারী; আক্রমণকারী।
- English Word assamese Bengali definition [অ্যাসামীজ্] (noun) (plural) (১) (the Assamese) আসামের অধিবাসী। (২) [Uncountable noun] অহমিয়া ভাষা। □ (adjective) আসাম, অহমিয়া ভাষা বা অহমিয়া জাতিবিষয়ক।
- English Word assassin Bengali definition [আস্যাসিন্ America(n) আস্যাস্ন্] (noun) (অনেক সময় অন্যের দ্বারা নিযুক্ত) গুপ্তঘাতক; আততায়ী। assassinate [আস্যাসিনেইট্ America(n) আসানেইট্] (verb transitive) রাজনৈতিক কারণে কাউকে (বিশেষত গুরুত্বপূর্ণ রাজনীতিক বা শাসককে) বিশ্বাসঘাতকতাপূর্বক নির্মমভাবে হত্যা করা; গোপনে হত্যা করা। assassination [আসাসিনেইশ্ন্ America(n) আস্যাসানেইশ্ন্] [Countable noun, Uncountable noun] গুপ্তহত্যা।
- English Word assault Bengali definition [আসোল্ট্] (noun) assault (on/upon) প্রচণ্ড; আকস্মিক আঘাত; অভ্যাঘাত; হামলা: The enemy’s first assault has been successfully repulsed. His speech is a treacherous assault on our reputation. assault and battery (আইন সম্বন্ধীয়) প্রহার বা আঘাত। assault craft (noun) নদীপথে আক্রমণের জন্য মোটরযুক্ত বহনযোগ্য নৌকাবিশেষ; অভিগ্রহযান।
- English Word assay Bengali definition [আসেই] [Countable noun] assay of (মহার্ঘ ধাতু, খনিজ দ্রব্য ইত্যাদির) উৎকৃষ্টতা, বিশুদ্ধতা বা গুণ পরীক্ষণ; কষ্টি: make an assay of an ore. □ (verb transitive) (১) ধাতু ইত্যাদির বিশুদ্ধতা পরীক্ষা করা; খনিজ দ্রব্যাদি বিশ্লেষণ করা। (২) assay (to do something) (প্রাচীন প্রয়োগ) প্রযত্ন করা।
- English Word assemblage Bengali definition [আসেম্ব্লিজ্] (noun) (১) [Uncountable noun] সমবায়; সমাহার; সন্নিপাত; সমাগম: the assemblage of parts of a watch/car. (২) [Countable noun] বস্তু বা (কৌতুকাত্মক) ব্যক্তির সমাহার।
- English Word assemble Bengali definition [আসেম্ব্ল্] (verb transitive), (verb intransitive) (১) সমাগত/সমবেত হওয়া; একত্র জোটপাট হওয়া; মিলিত হওয়া: The members of the society assembled in the conference room. (২) একত্র করা; (যন্ত্রাদির) বিভিন্ন অংশ জোড়া দেওয়া; সন্নিহিত করা; সন্নিবিষ্ট করা: assemble a TV set/an aircraft.
- English Word assembly Bengali definition [আসেম্ব্লি] (noun) (plural assemblies) (১) [Countable noun] সভা; সম্মেলন; সমাগম; সমাবেশ: the Legislative Assembly, বিধানসভা; the school assembly, (ছাত্র-শিক্ষকদের) প্রাত্যহিক সমাবেশ। assembly room(s) সভাকক্ষ। assembly hall (ক) যে কক্ষে ছাত্রশিক্ষকরা প্রার্থনা ইত্যাদির জন্য সমবেত হন; সম্মেলনশালা। (খ) যে বৃহৎ কারখানায় উড়োজাহাজ প্রভৃতি বড় বড় যন্ত্রের অংশসমূহ জোড়া লাগানো হয়; সন্নিবেশশালা। assemblyline সামুদয়িক উৎপাদন ব্যবস্থার পর্যায়বিশেষ, যেখানে ভারী যন্ত্র, যানবাহন ইত্যাদির অংশসমূহ আনুক্রমিক সংযোজনের জন্য একের পর এক এগিয়ে যেতে থাকে; সংযোজন প্রক্রম। (2) সৈনিকদের সমবেত করার জন্য তুর্য বা দুন্দুভি-নিনাদ দ্বারা আহ্বান; সমাবেশের আহ্বান।
- English Word assent Bengali definition [আসেন্ট্] (noun) assent (to) সম্মতি; সংসদে গৃহীত কোনো বিলের প্রতি রাষ্ট্রপতির অনুমোদন; প্রতিগ্রহ। by common assent ঐকমত্যক্রমে। with one assent সর্বসম্মতিক্রমে। □ (verb intransitive) assent (to) সম্মতি দেওয়া; অনুমোদন করা; সম্মত হওয়া।
- English Word assert Bengali definition [আসাট্] (verb transitive) (১) (অধিকার) দাবি করা; দৃঢ়ভাবে ঘোষণা করা। (২) ঘোষণা করা: assert one’s innocence; assert that something is true. assert oneself কর্তৃত্ব/আত্মবিশ্বাস প্রদর্শন করা।
- English Word assertion Bengali definition [আসাশ্ন্] (noun) (১) [Uncountable noun] নিজ অধিকারের স্বীকৃতির জন্য নির্বন্ধ; অধিকার-জ্ঞাপন: self assertion, স্বাধিকার-জ্ঞাপন। (২) [Countable noun] জোরালো উক্তি; দৃঢ়োক্তি; দাবি: make an assertion.
- English Word assertive Bengali definition [আসাটিভ্] (adjective) দৃঢ়প্রত্যয়ী; দৃঢ়প্রত্যয়সূচক: speaking in an assertive tone. assertively (adverb) দৃঢ় প্রত্যয়ের সঙ্গে।