A পৃষ্ঠা ৩২
- English Word amortize Bengali definition [আমোটাইজ্ America(n) অ্যামার্টাইজ্] (verb transitive) (আইন সম্বন্ধীয়) ভবিষ্যৎ পাওনা প্রদানের জন্য নিয়মিতভাবে অর্থ গচ্ছিত রেখে (ঋণ) মুক্ত হওয়া বা (ঋণ) পরিশোধ করা। amortization [আমোটাইজেইশ্ন্ America(n) অ্যামার্টাইজেইশ্ন্] (noun)
- English Word amount Bengali definition [আমাউন্ট্] (verb intransitive) amount to মোট (এই) পরিমাণ হওয়া; সমপরিমাণ হওয়া; সমার্থক হওয়া: His debts amount to Tk 25,000; What he said amounted to defying his old guru. amount (noun) (১) মোট পরিমাণ: He has been able so far to pay only half that amount. (২) [Countable noun] পরিমাণ: She spent a large amount of money on her daughter’s wedding. any amount of বিপুল পরিমাণ: People say he has any amount of money, তার প্রচুর টাকা আছে। in large/small, etc amounts (একবারে) বেশি/অল্প ইত্যাদি পরিমাণে।
- English Word amour Bengali definition [আমুআ(র্)] [Countable noun] (ফরাসি) প্রণয়ঘটিত ব্যাপার: He bored me with accounts of his amours.
- English Word amour-propre Bengali definition [আমুআ প্রপ্রা] (noun) (ফরাসী) আত্মসম্মান; আত্মমর্যাদা।
- English Word amp Bengali definition [অ্যামপ্] (noun) (সংক্ষেপ) =ampere.
- English Word ampere Bengali definition [অ্যাম্পেআ(র্) America(n) অ্যাম্পিআর্] (noun) বিদ্যুৎপ্রবাহ পরিমাপের একক।
- English Word amphetamine Bengali definition [অ্যাম্ফেটামীন্] [Countable noun, Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) (বাণিজ্যিক নাম 'Benzedrine') (দেহের মেদ কমানোর মতো প্রয়োজনে) চিকিৎসামতে ব্যবহৃত মাদকদ্রব্য, বিশেষত মোহাবেশ সৃষ্টির জন্য মাদকাসক্তরা এটি ব্যবহার করে।
- English Word amphibian Bengali definition [অ্যাম্ফিবিআন্] (noun) (১) জলে ও স্থলে বাস করতে সক্ষম প্রাণী; উভচর প্রাণী, যথা ব্যাঙ। (২) জলে ও স্থলে উড্ডয়ন ও অবতারণে সক্ষম বিমান। (৩) উভচর যান: (attributive(ly)) amphibian tank.
- English Word amphibious Bengali definition [অ্যাম্ফিবিআস্] (adjective) উভচর: amphibious vehicles; amphibious operations, যে সামরিক অভিযানে স্থলবাহিনী সমুদ্রপথে আক্রমণ পরিচালনায় উভচর যান ব্যবহার করে।
- English Word amphitheatre Bengali definition (America(n) = amphitheater) [অ্যাম্ফিথিআটা(র্)] (noun) (১) গোলাকার বা ডিম্বাকৃতি ছাদহীন পরিবেষ্টনী, এর অভ্যন্তরে ক্রমোন্নত আসনশ্রেণির দ্বারা পরিবেষ্টিত উন্মুক্ত স্থান থাকে যেখানে খেলাধুলা ও অন্যান্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। (২) (America(n)– এ নয়) কোনো রঙ্গমঞ্চে অর্ধবৃত্তাকারে এবং একইভাবে (এক সারির পিছনে ও উপরে) সাজানো আসনের সারি। (৩) (natural amphitheatre) চতুর্দিকে পাহাড় পরিবেষ্টিত সমতল স্থান।
- English Word ample Bengali definition [অ্যাম্প্ল্] (adjective) (১) বড় আকারের; প্রশস্ত: There’s ample room for the two of you on the back seat. (২) প্রচুর: a man of ample resources, ধনী। (৩) যথেষ্ট; পর্যাপ্ত: The money left by your father should be ample for your needs. amply [অ্যাম্প্লি] (adverb) amply rewarded, ভালোভাবে পুরস্কৃত।
- English Word amplify Bengali definition [অ্যাম্প্লিফাই] (verb transitive) (১) প্রশস্ততর বা পূর্ণতর করা; বিশেষত অধিকতর তথ্য ও খুঁটিনাটি বিষয়ের চিত্র প্রদান করা: Would you kindly amplify the statement? (২) (বিদ্যুৎপ্রবাহ ধ্বনিপ্রবাহ ইত্যাদির) শক্তি বৃদ্ধি করা। amplification [অ্যাম্প্লিফিকেইশ্ন্] (noun) amplifier [অ্যামপ্লিফাইআ(র্)] (noun) সম্প্রসারক যন্ত্র; ধ্বনিবিবর্ধক যন্ত্র।
- English Word amplitude Bengali definition [অ্যাম্প্লিটিঊড্ America(n) অ্যামপ্লিটিঊটূড্] [Uncountable noun] (আনুষ্ঠানিক) বিস্তার; ব্যাপকতা; বিশালতা; প্রাচুর্য।
- English Word ampoule Bengali definition (America(n) অপিচ 'ampule') [অ্যাম্পূল্] (noun) ইনজেকশনের ওষুধ ধারণকারী কাচের ছোট আধারবিশেষ।
- English Word amputate Bengali definition [অ্যাম্পিউটেইট্] (verb transitive) শল্যচিকিৎসা দ্বারা (প্রধানত অঙ্গ-প্রত্যঙ্গ) কেটে ফেলা বা ব্যবচ্ছেদ করা। amputation [অ্যাম্পিউটেইশ্ন্] (noun)
- English Word amrita Bengali definition [অম্রিত্] (noun) (হিন্দুপুরাণ) এমন পানীয়, যা পান করলে চিরকাল জীবিত থাকা যায়; অমৃত।
- English Word amuck Bengali definition [আমাক্] (adverb) দ্রষ্টব্য amok.
- English Word amulet Bengali definition [অ্যামিউলিট্] (noun) মন্ত্রপূত কবচ।
- English Word amuse Bengali definition [আমিঊজ্] (verb transitive) (১) মজা করে সময় কাটানো: The kids amused themselves playing many games in the park. (২) (কাউকে) হাসানো: His jokes amused all of us. amusing (participial adjective) মজার; মজাদার: an amusing story. amusement (noun) (১) [Uncountable noun] হাস্যকৌতুক; কৌতুকানুভূতি; কৌতুকাবিষ্টতা: The circus bear danced a waltz with its trainer to the great amusement of the children. (২) মজাদার বস্তু: The magician’s tricks were an endless source of amusement to us. amusement arcade বিশেষত বড় শহর, অবকাশ যাপনকেন্দ্র ইত্যাদিতে পিন-টেবিল, জুয়ার মেশিন প্রভৃতি প্রমোদ-উপকরণসংবলিত কক্ষ বা হলঘর। amusement park/grounds প্রমোদউদ্যান। places of amusement সিনেমা, থিয়েটার ইত্যাদি। do something for amusement গুরুভার কোনো উদ্দেশ্যে নয়, হাসিখুশিতে সময় কাটানোর জন্য কোনো কিছু করা।
- English Word an Bengali definition [আন্; strong form: অ্যান্] (indefinite article) দ্রষ্টব্য a 2.