A পৃষ্ঠা ৩০
- English Word ambition Bengali definition [অ্যাম্বিশ্ন্] (noun) (১) [Uncountable noun] (কোনো কিছুর জন্য, কোনো কিছু হওয়া বা করার জন্য) তীব্র আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা: His only ambition now is to become chairman of the up. (২) [Countable noun] এ রকম নির্দিষ্ট কোনো আকাঙ্ক্ষা: I have no great ambitions. (৩) [Countable noun] আকাঙ্ক্ষিত বস্তু বা আকাঙ্ক্ষিত লক্ষ্য: He is working hard to achieve his ambition(s).
- English Word ambitious Bengali definition [অ্যাম্বিশাস্] (adjective) (১) উচ্চাকাঙ্ক্ষী: an ambitious man. (২) উচ্চাভিলাষী: This is an ambitious plan. ambitiously (adverb)
- English Word ambivalent Bengali definition [অ্যাম্বিভালান্ট্] (adjective) পরস্পরের বিপরীত বা সদৃশ দুটি মূল্য, অর্থ ইত্যাদির যেকোনো একটি বা উভয়টি বিদ্যমান এমন। ambivalence [অ্যাম্বিভালান্স্] (noun)
- English Word amble Bengali definition [অ্যাম্ব্ল্] (verb intransitive) (ঘোড়া সম্বন্ধে) স্বচ্ছন্দ গতিতে চলা; (ব্যক্তি সম্বন্ধে) স্বচ্ছন্দ গতিতে চড়ে যাওয়া বা হেঁটে যাওয়া। □ (noun) ধীর; স্বচ্ছন্দ গতি।
- English Word ambrosia Bengali definition [অ্যাম্ব্রোউজিআ America(n) অ্যাম্ব্রোওউজা] [Uncountable noun] (গ্রিকপুরাণ) দেবতাদের খাদ্য ও পানীয়; অমৃত; মনোহর স্বাদ বা গন্ধযুক্ত যেকোনো বস্তু।
- English Word ambulance Bengali definition [অ্যাম্বিউআলান্স্] (noun) অসুস্থ ও আহতদের পরিবহনের গাড়ি; অ্যাম্বুলেন্স।
- English Word ambuscade Bengali definition [অ্যাম্বাস্কেইড্] (noun), (verb transitive) =ambush.
- English Word ambush Bengali definition [অ্যাম্বুশ্] [Countable noun, Uncountable noun] অতর্কিত আক্রমণের জন্য ওত পেতে থাকা সেনাদল; এ রকম সেনাদলের সমাবেশ: The convoy fell into an ambush. lie/wait in ambush (for) অতর্কিত আক্রমণের জন্য ওত পেতে থাকা। o (verb intransitive) অতর্কিতে আক্রমণ করা।
- English Word ambush marketing Bengali definition [অ্যাম্বুশ্ মাকি:টিং] [Uncountable noun], ছদ্ম বিপণন; এমন একটি বিপণন কর্মকৌশল, যখন কোনো বড় অনুষ্ঠান বিশেষত ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে অফিসিয়াল স্পন্সর থাকার পরও প্রতিযোগী ব্রান্ডগুলো আয়োজক প্রতিষ্ঠানকে কোনো স্পন্সর ফি না দিয়ে অথবা চুক্তি ছাড়াই ব্রান্ডের বিজ্ঞাপন ছড়িয়ে দেয়: It is impossible to completely stop ambush marketing. ambush marketing [Countable noun] যিনি ছদ্মবিপণন করেন।
- English Word ameba Bengali definition [আমীবা] (noun) =amoeba.
- English Word ameer Bengali definition [আমিআ(র্)] (noun) =amir.
- English Word ameliorate Bengali definition [আমীলিআরেইট্] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক) অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা। amelioration [আমীলিআরেইশ্ন] (noun).
- English Word amen Bengali definition [আ:মেন America(n) এইমেন্] (interjection) (যাজকীয়) প্রার্থনা বা স্তবগানের শেষে উচ্চারিত শব্দ: এর অর্থ ‘যেন এমনটি হয়’; আমীন।
- English Word amenable Bengali definition [আমীনাব্ল্] (adjective) amenable (to) (১) (ব্যক্তি) সংবেদনশীল; চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন; বাধ্য; অনুগত: amenable to reason, যুক্তি মেনে চলে এমন। (২) (আইন সম্বন্ধীয়) (ব্যক্তি) দায়ী; কতিপয় অবশ্যকরণীয় কাজ সম্পাদনে ব্যর্থ হলে শাস্তি পেতে হবে এমন অবস্থানগত: We are all amenable to the law. (৩) (মামলা, পরিস্থিতি) পরীক্ষাযোগ্য বা নিষ্পত্তিযোগ্য: The case is not amenable to ordinary rules.
- English Word amend Bengali definition [আমেন্ড্] (verb transitive), (verb intransitive) (১) অপেক্ষাকৃত ভালো হওয়া বা করা; উন্নত হওয়া; উন্নতিসাধন করা; ভুল বা ত্রুটিমুক্ত করা: She didn’t care to amend her style of living. (২) সংশোধন করা: amend a law. amendable [আমেন্ড্আব্ল্] (adjective) amendment [Uncountable noun] উন্নতিসাধন; ভুল সংশোধন; [Countable noun] (আইন, বিধি ইত্যাদির প্রস্তাবিত বা পাসকৃত) সংশোধনী।
- English Word amends Bengali definition [আমেন্ড্জ্] (noun) (plural) make amends/all possible amends (to somebody) (for something) ক্ষতিপূরণ দান করা: The owner of the factory offered to make amends for the injury two of the hands had suffered during work.
- English Word amenity Bengali definition [আমীনাটি] (noun) (১) (plural) যেসব বস্তু কিংবা সুযোগ–সুবিধা জীবনকে সহজ বা মনোরম করে তোলে: The amenities of a well-planned district town, যেমন উদ্যান, সাধারণ পাঠাগার, খেলার মাঠ। (২) (singular) রম্যতা; সুখকরতা: the amenity of the climate.
- English Word America Bengali definition [আমিরেকা] (noun) মার্কিন যুক্তরাষ্ট্র।
- English Word American Bengali definition [আমেরিকান্] (adjective) উত্তর বা দক্ষিণ আমেরিকা সম্বন্ধীয়, বিশেষত মার্কিনি। American organ এক ধরণের ছোট অরগ্যান। American plan (হোটেলে) কক্ষভাড়া, খাবার ও সেবামূল্যসহ হোটেল–ব্যয় নির্ধারণের পদ্ধতি। □ (noun) আমেরিকার অধিবাসী; যুক্তরাষ্ট্রের নাগরিক। Americanism [আমেরিকান্ইজাম্] [Countable noun] যুক্তরাষ্ট্রীয় ইংরেজিতে প্রচলিত শব্দ বা বাগ্ধারা।
- English Word americium Bengali definition [আমেরিকিআম্] [Uncountable noun] (রসায়ন) ইউরেনিয়ম থেকে কৃত্রিমভাবে প্রস্তুত মৌলিক পদার্থ (প্রতীক Am)।