A পৃষ্ঠা ৩১
- English Word amethyst Bengali definition [অ্যামিথিস্ট্] (noun) পান্নাজাতীয় মূল্যবান পাথরবিশেষ; নীলকান্তমণি; নীলা।
- English Word amiable Bengali definition [এইমিআব্ল্] (adjective) খোশমেজাজি; সদাশয়; নম্র: an amiable man. amiability [এইমিআবিলাটি] (১) [Uncountable noun] ও সৌহার্দ্যপূর্ণতা; বন্ধুভাবাপন্নতা। (২) সৌহার্দ্যপূর্ণ উক্তি: They exchanged amiabilities. amiably [এইমিআব্লি] (adverb)
- English Word amicable Bengali definition [অ্যামিকাব্ল] (adjective) শান্তিপ্রবণ; শান্তিপূর্ণ; বন্ধুত্বপূর্ণ বা শান্তিপূর্ণভাবে সাধিত: We demand an amicable settlement of the issues. amicability [অ্যামিকাবিলাটি] (noun) amicably [অ্যামিকাআব্লি] (adverb) শান্তি ও সৌহার্দ্যপূর্ণভাবে: live together amicably.
- English Word amid Bengali definition [আমিড্], amidst [আমিড্স্ট্] (preposition(al)’s) (কাব্যিক) মধ্যে; ভিতরে; মাঝখানে।
- English Word amidships Bengali definition [আমিড্শিপ্স্] (adverb) (নৌচালনবিদ্যা) জাহাজের মাঝ বরাবর: Their cabin was amidships.
- English Word amir, ameer, emir Bengali definition [আমিআ(র্)] (noun) কতিপয় মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান বা শাসক; আমির।
- English Word Amiss Bengali definition [আমিস্] (predicatively adjective), (adverb) ভুল বা ভুলভাবে; অচল; বেঠিক: Nothing comes amiss to him, (কথ্য) তার কাছে কোনো কিছুই অচল নয়; সে যেকোনো কিছুই গ্রহণ করতে পারে, কাজে লাগাতে পারে। take something amiss কোনো কিছুতে ক্ষুণ্ণ বা ক্ষুব্ধ হওয়া।
- English Word amity Bengali definition [অ্যামাটি] [Uncountable noun] বন্ধুতা; (বিশেষত এক দেশের সঙ্গে অন্যে দেশের) বন্ধুতাপূর্ণ সম্পর্ক: The two countries should live in amity.
- English Word ammeter Bengali definition [অ্যামিটা(র্)] (noun) বিদ্যুৎপ্রবাহ পরিমাপের যন্ত্র।
- English Word ammonia Bengali definition [আমোউনিআ] [Uncountable noun] তীব্র গন্ধযুক্ত শক্তিশালী বর্ণহীন গ্যাস (NH 3), হিমায়ন এবং বিস্ফোরক ও সার তৈরিতে এই গ্যাস ব্যবহৃত হয়; অ্যামোনিয়া; এই গ্যাসের দ্রব। ammoniated [আমোউনিএইটিড্] (adjective) অ্যামোনিয়াযুক্ত।
- English Word ammonite Bengali definition [অ্যামানাইট্] (noun) অধুনালুপ্ত একজাতীয় শামুকের কুণ্ডলী পাকানো খোলা।
- English Word ammunition Bengali definition [অ্যামিউনিশ্ন] (noun) (১) [Uncountable noun] গোলাবারুদ ইত্যাদির সরবরাহ। (২) যুক্তিতর্কে ব্যবহৃত বা ব্যবহারযোগ্য তথ্য: The recent atomic explosion gave a powerful ammunition to the advocates of green peace.
- English Word amnesia Bengali definition [অ্যাম্নীজিআ America(n) অ্যাম্নীজা্] [Uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) আংশিক বা সম্পূর্ণ স্মৃতিবিলোপ।
- English Word amnesty Bengali definition [অ্যাম্নাস্টি] [Countable noun] বিশেষত রাষ্ট্রবিরোধী অপরাধের ক্ষেত্রে প্রদর্শিত সাধারণ ক্ষমা।
- English Word amoeba Bengali definition [আমীবা] (noun) (প্রাণীবিদ্যা) ক্ষুদ্রতম এককোষী প্রাণী: অ্যামিবা। amoebic [আমীবিক্] (adjective) অ্যামিবাসংক্রান্ত বা অ্যামিবাঘটিত: amoebic dysentery.
- English Word amok Bengali definition [আমক্] (adverb) (অপিচ amuck) run amok প্রচণ্ড ক্রোধে উন্মত্তের মতো ছোটাছুটি করা।
- English Word among Bengali definition [আমাঙ্], amongst [আমাঙস্ট্] (preposition(al)’s) (১) (অবস্থান নির্দেশ করে) পরিবেষ্টিত; মাঝখানে: He looked like a giant among pygmies. (among–এর পরবর্তী noun বা pronoun অবশ্যই plural হবে)। (২) (plural noun বা pronoun কিংবা collective noun সহযোগে অন্তর্ভুক্তি, সংযোগ বা সম্বন্ধ বোঝাতে): He was only one among many who had been affected by the change of government. It was difficult to see him clearly among the crowd. (৩) (superlative দ্বারা অনুসৃত হয়ে) অন্যতম: Which is among the largest business houses of Bangladesh? (৪) (দুইয়ের অধিক ব্যক্তিসংশ্লিষ্ট বিভাজন, বিতরণ, অধিকারিতা বা কর্মকাণ্ড নির্দেশ করে): She divided the money among her sons. We had less than a hundred takas among us, আমাদের সবার মিলে একশ টাকাও ছিল না। (৫) (preposition(al)–এর পরে): Please choose one from among these.
- English Word amoral Bengali definition [এইমরাল্ America(n) এইমোরাল্] (adjective) নৈতিকতার সঙ্গে সম্পর্কহীন; অনৈতিক।
- English Word amorous Bengali definition [অ্যামারাস্] (adjective) প্রণয়শীল; প্রণয়াকুল; কামার্ত; প্রণয়ঘটিত: amorous looks; an amorous woman. amorously (adverb)
- English Word amorphous Bengali definition [আমোফাস্] (adjective) নির্দিষ্ট আকারহীন; অনিয়তাকার।