A পৃষ্ঠা ২৯
- English Word amalgam Bengali definition [আমাল্গাম্] (noun) (১) পারদমিশ্র। (২) পোকায় খাওয়া দাঁতের গর্ত ভরাট করতে যে নরম উপাদান লাগে।
- English Word amalgamate Bengali definition [আম্যাল্গামেইট্] (verb transitive), (verb intransitive) (শ্রেণী, সমাজ, জাতি, ব্যবসায়িক প্রতিষ্ঠান) মেশানো; যুক্ত করা; মিলিত করা। amalgamation [আমাল্গামেইশ্ন্] [Uncountable noun] একত্রীকরণ; সংযুক্তিকরণ। [Countable noun] সংযোগ; মিলন।
- English Word amanuensis Bengali definition [আম্যানিউএনসিস্] (noun) লিপিকার; শ্রুতিলেখক বা অনুলেখক; কলমচি।
- English Word amaranth Bengali definition [অ্যামার্যান্থ্] (noun) যে ফুল কখনো শুকায় না; পারিজাত। amaranthine [অ্যামার্যান্থান্/অ্যামার্যান্থিন্] (adjective) চিরঅম্লান; রক্তবর্ণ।
- English Word amaryllis Bengali definition [অ্যামারিলিস্] (noun) রজনীগন্ধা–গোত্রীয় বৃক্ষলতাদি।
- English Word amass Bengali definition [আম্যাস্] (verb transitive) রাশীকৃত করা; পুঞ্জীভূত করা।
- English Word amateur Bengali definition [অ্যামটা(র্)] (noun) শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ: an amateur singer. amateurish [অ্যামটারিশ্] (adjective) আনাড়ি; ত্রুটিপূর্ণ। amateurism [অ্যামটার্ইজাম্] (noun)
- English Word amatory Bengali definition [অ্যামাটারি America(n) অ্যামাটোরি] (adjective) (আনুষ্ঠানিক) (বিশেষত যৌন) প্রেমঘটিত বা (যৌন) প্রেমউদ্দীপক; প্রণয়ীবিষয়ক; যৌনমিলনঘটিত।
- English Word amaze Bengali definition [আমেইজ্] (verb transitive) বিস্ময়াভিভূত করা: You amaze me; I was amazed to hear that … . amazing (participial adjective) বিস্ময়বিহ্বল করে তোলে এমন। amazingly (adverb) বিস্ময়করভাবে: The picture is amazingly life-like. amazement [Uncountable noun] প্রচণ্ড বিস্ময়: caused amazement among his friends.
- English Word amaze-balls Bengali definition [অ্যামেজবল্স্] (adjective) (অশিষ্ট) চমৎকার; উপভোগ্য; আকর্ষণীয়; বিস্ময়কর: The atmosphere was nothing special but the food was amaze-ball.
- English Word Amazon Bengali definition [অ্যামাজান্ America(n) অ্যামাজন্] (noun) (১) (প্রাচীন গ্রিক উপকথায়) নারী যোদ্ধা। (২) (amazon) তেজোদ্দীপ্ত দীর্ঘাঙ্গী রমণী।
- English Word ambassador Bengali definition [অ্যাম্ব্যাসাডা(র্)] (noun) (১) রাজদূত; রাষ্ট্রদূত। (২) (প্রায়ই Ambassador Extraordinary) কোনো দেশের সরকার কর্তৃক বিশেষ দূত হিসেবে প্রেরিত মন্ত্রী। (৩) ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি। ambassadress [অ্যাম্ব্যাসাড্রিস্] (noun) মহিলা রাষ্ট্রদূত। ambassadorial [অ্যাম্ব্যাসাডোরিআল্] (adjective) দ্রষ্টব্যdiplomat, দ্রষ্টব্যembassy.
- English Word amber Bengali definition [অ্যাম্বা(র্)] [Uncountable noun] অলংকারে ব্যবহৃত এক প্রকার স্বচ্ছ হলুদাভ বাদামি পাথর; এই পাথরের রং।
- English Word ambergris Bengali definition [অ্যাম্বাগ্রীস্ America(n) [অ্যাম্বাগ্রিস্] [Uncountable noun] তিমি মাছের অন্ত্রে বর্তমান মোমতুল্য পদার্থবিশেষ, গন্ধদ্রব্যে ব্যবহৃত এই পদার্থ গ্রীষ্মমণ্ডলীয় সমুদ্রে ভাসমান দেখা যায়।
- English Word ambidextrous Bengali definition [অ্যাম্বিডেক্স্ট্রাস্] (adjective) বাম অথবা ডান যেকোনো হাত সমান দক্ষতায় ব্যবহারে সক্ষম; সব্যসাচীর গুণবিশিষ্ট।
- English Word ambience Bengali definition [অ্যাম্বিআন্স্] (noun) পরিবেশ; আবহমণ্ডল।
- English Word ambient Bengali definition [অ্যাম্বিআন্ট্] (adjective) (আনুষ্ঠানিক) (বাতাস, ইত্যাদি) চতুর্দিকে বিদ্যমান; পরিবেষ্টনকারী।
- English Word ambiguity Bengali definition [অ্যাম্বিগিউআটি] (noun) (১) [Uncountable noun] দ্ব্যর্থকতা; অর্থ বা অভিপ্রায়ের অস্পষ্টতা বা অনিশ্চয়তা। (২) [Countable noun] দ্ব্যর্থক কথা, বক্তব্য ইত্যাদি।
- English Word ambiguous Bengali definition [অ্যাম্বিগিউআস্] (adjective) (১) দ্ব্যর্থক। (২) অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট: an ambiguous smile. ambiguously (adverb)
- English Word ambit Bengali definition [অ্যামবিট্] (noun) (প্রায়ই plural) চৌহদ্দি; ব্যাপ্তি; ক্ষমতা বা কর্তৃত্বের পরিধি।