A পৃষ্ঠা ২৬
- English Word alliteration Bengali definition [আলিটারেইশ্ন্] [Uncountable noun] (ব্যাকরণ) অনুপ্রাস: safe and sound; rough and ready, kith and kin. alliterative [আলিট্রাটিভ্ America(n) আলিটারেইটিভ্] (adjective) অনুপ্রাসযুক্ত। alliteratively (adverb)
- English Word allocate Bengali definition [অ্যালাকেইট্] (verb transitive) allocate (to/for) ভাগ করে দেওয়া। allocation [অ্যালাকেইশ্ন] (noun) (১) [Uncountable noun] বণ্টন। (২) [Countable noun] allocate (to/for) কোনো কাজের জন্য বা কোনো ব্যক্তিকে বণ্টন।
- English Word allot Bengali definition [আলট্] (verb transitive) allot something (to) অংশ বণ্টন করে দেওয়া; দায়িত্ব ইত্যাদি ন্যস্ত করা: allot rooms to all the students. allotment ১ [Uncountable noun] বিভাজন; অংশ বণ্টন। (২) [Countable noun] অংশ, বিশেষত (British/Britain-তে) সবজি বাগান হিসেবে ইজারা দেওয়া ক্ষুদ্র আয়তনের সরকারি জমি। allot tee (noun) বণ্টিত অংশের প্রাপক।
- English Word allotropy Bengali definition [আলাট্রাপি] (noun) কোনো রাসায়নিক দ্রব্যের দুই বা ততোধিক দৈহিক রূপের অস্তিত্ব; বহুরূপতা; রূপবৈচিত্র্য। allotropic (adjective) বহুরূপী; বিচিত্ররূপী।
- English Word allow Bengali definition [আলাউ] (verb transitive), (verb intransitive) (১) অনুমতি দেওয়া: Please allow me to say a few words. (২) দেওয়া; প্রদান করা: He allows his son Tk 50 every month for books. (৩) (আইন সম্বন্ধীয়) কোনো কিছু বিধিসম্মত বা ন্যায়সঙ্গত বলে গ্রহণ করা: The judge allowed the claim. (৪) স্বীকার করা (বর্তমানে প্রচলিত শব্দ admit): I allow that for lack of time we couldn’t pay attention to all the aspects of the problem. (৫) allow for বিবেচনা করা: He ran quite fast, allowing for his recent illness. allow of মেনে নেওয়া; গ্রহণ করা: The situation allows of no delay (admit of এক্ষেত্রে অধিক প্রচলিত)।
- English Word allowance Bengali definition [আলাউআন্স্] (noun) (১) [Countable noun] ভাতা: a book allowance of Tk 1200 a year. (২) [Countable noun] রিবেট; ছাড়; ডিসকাউন্ট। (৩) (singular বা plural) make allowance(s) for বিবেচনা করা: We ought to make allowance(s) for his physical disabilities.
- English Word alloy Bengali definition [অ্যালয়] [Countable noun, Uncountable noun] ধাতব সংমিশ্রণ; খাদ: alloy steel. □ (verb transitive) [আলয়] খাদ মেশানো; (লাক্ষণিক) নষ্ট করা; দুর্বল করা।
- English Word allude Bengali definition [আলূড্] (verb intransitive) allude to পরোক্ষভাবে উল্লেখ করা; ইঙ্গিত করা: In his speech he alluded to Mr. Karim’s speech without naming him.
- English Word allure Bengali definition [আলুআ(র্)] (verb transitive) প্রলুব্ধ করা; মুগ্ধ করা। □(Countable noun, Uncountable noun] (সাহিত্যিক) মুগ্ধ বা প্রলুব্ধ করার মতো ক্ষমতা; সম্মোহন। alluring (participial adjective) মুগ্ধকর; জাদুকরী।
- English Word allusion Bengali definition [আলূজ্ন্] [Countable noun] allusion to পরোক্ষ উল্লেখ: Eliot’s Waste Land is difficult because it is full of allusions to past beliefs and ideas. allusive [আলূসিভ্] (adjective) পরোক্ষ উল্লেখসংবলিত।
- English Word alluvial Bengali definition [আলূভিআল্] (adjective) পাললিক; পলিমাটিজাত: alluvial soil/deposits.
- English Word ally Bengali definition [আলাই] (verb transitive) (১) ally (oneself) to চুক্তিসূত্রে বা বিবাহ দ্বারা মৈত্রীসম্পর্ক স্থাপন করা: Great Britain was allied with the United States in both the World Wars; এই অর্থে The Allied Powers, মিত্রশক্তি: দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মৈত্রী জোট। (২) allied to (বস্তু) সম্বন্ধযুক্ত; সম্পর্কিত: Turkey is trying to allied herself to the EU. ally (noun) [অ্যালাই] সহযোগী; মিত্র; সহায়তা বা সমর্থনদানকারী ব্যক্তি।
- English Word Alma Mater Bengali definition [অ্যালমা মা:টা(র্)] (noun) (লাক্ষণিক) গুরুসদন; যে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ছাত্র শিক্ষালাভ করে কৃতবিদ্য হয়ে উঠেছে সেই প্রতিষ্ঠান; (America(n)) স্কুলে ব্যবহৃত বিদ্যালয়গীতি।
- English Word almanac Bengali definition [ওল্মান্যাক্] (noun) বর্ষপঞ্জি; পঞ্জিকা।
- English Word almighty Bengali definition [ওল্মাইটি] (adjective) সর্বশক্তিমান; বিশেষত সর্বশক্তিমান ঈশ্বর: Almighty God. almighty (noun) the Almighty, আল্লাহ; পরমেশ্বর।
- English Word almirah, almira Bengali definition [আল্মীরা:] (noun) জিনিসপত্র রাখার জন্য কপাট ও তাকযুক্ত আধারবিশেষ; আলমারি।
- English Word almond Bengali definition [আ:মান্ড্] (noun) কাঠবাদাম; খুবানি। ground almonds ভেঙ্গে গুঁড়া করা বাদাম। shelled almonds খোসা ছাড়ানো বাদাম। almond-eyed (adjective) পটোলচেরা চোখের অধিকারী। almond-oil (noun) বাদাম তেল।
- English Word almoner Bengali definition [আ:মানা(র্) America(n) অ্যাল্মানা(র্)] (noun) (১) (পূর্বে প্রচলিত) যে কর্মচারী দরিদ্রদের মধ্যে অর্থ ও অন্যান্য সাহায্য বিতরণ করত। (২) (Grate British/Britain) রোগীদের জন্য সমাজসেবামূলক কাজের দায়িত্বে নিয়োজিত হাসপাতালকর্মী।
- English Word almost Bengali definition [ওল্মোউস্ট্] (adverb) (১) (verb’s, adverb’s, adjective’s–সহ) প্রায়: Please wait, we’ve almost finished. (২) (no, none, nothing, never- সহ) প্রায় কিছুই; প্রায় কেউই: He is known as a scholar, though he has contributed almost nothing to his branch of knowledge.
- English Word alms Bengali definition [আ:ম্জ্] (noun) (singular বা' plural) ভিক্ষা: give alms to somebody; ask/beg (an) alms of somebody. alms-box (noun) দানবাক্স। alms-giving (noun) ভিক্ষাদান। alms-house (noun) (প্রাচীন প্রয়োগ) সেবাশ্রম; মুসাফিরখানা।