A পৃষ্ঠা ১৩
- English Word adept Bengali definition [আডেপ্ট্] (adjective) adept in something; adept in/at doing something সুদক্ষ, কুশলী। □ (noun) বিশেষজ্ঞ: He is an adept in gardening.
- English Word adequate Bengali definition [অ্যাডিকোআট্] (adjective) পর্যাপ্ত, যথেষ্ট; সন্তোষজনক। adequately (adverb) পর্যাপ্তরূপে ইত্যাদি। adequacy [অ্যাডিকোআসি] [Uncountable noun] পর্যাপ্ততা।
- English Word adhere Bengali definition [অ্যাড্হিআ(র্)] (verb intransitive) adhere (to) (আনুষ্ঠানিক) (১) দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা। (২) বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা: adhere to an opinion. adherence [অ্যাডহিআরান্স্] (noun) বিশ্বস্ততা, আনুগত্য; আসঙ্গ; আসঞ্জন: adherence to a political party.
- English Word adherent Bengali definition [আড্হিআরান্ট্] (noun) (দল ইত্যাদির) সমর্থক (তবে আবশ্যিকভাবে সদস্য নয়); অনুগামী।
- English Word adhesion Bengali definition [আড্হীজ্ন্] (noun) (১) [Uncountable noun] সংযুক্ত বা সংশ্লিষ্ট হওয়া; আসঞ্জন; অনুলগ্নতা; সংসক্তি। (২) সমর্থন: give one’s adhesion to a plan. (৩) [Uncountable noun, Countable noun] (প্যাথলজি) (আঘাত ইত্যাদির পরে) দেহকলার সংযোজন, আসঞ্জন।
- English Word adhesive Bengali definition [আড্হীসিভ্] (adjective) সেঁটে ধরে রাখে এমন; আঠালো। □ [Countable noun, Uncountable noun] আঠালো পদার্থ, যেমন গঁদ।
- English Word adieu Bengali definition [আডিঊ America(n) আডূ] (noun), (interjection) (plural 'adieus' বা' adieux') [আডিঊফজ্ America(n) আডূজ্] (ফরাসী) বিদায়; খোদা হাফেজ।
- English Word adipose Bengali definition [অ্যাডিপাউস্] (adjective) চর্বি বা মেদঘটিত; মেদময়; মেদবহুল: adipose tissue.
- English Word adjacent Bengali definition [আজেইস্ন্ট্] (adjective) সন্নিহিত; সন্নিকৃষ্ট; নিকটবর্তী: adjacent rooms; adjacent angles.
- English Word adjective Bengali definition [অ্যাজিক্টিভ্] (noun) (ব্যাকরণ) বিশেষণ। adjectival [অ্যাজিক্টাইভ্ল্] (adjective) বিশেষণীয়।
- English Word adjoin Bengali definition [অ্যাজইন্] (verb transitive, verb intransitive) adjoin (to) সংলগ্ন/লাগোয়া/সন্নিহিত হওয়া: The hospital adjoins the medical college. Some young men at adjoining tables began to tease her. adjoining (participial adjective) সংলগ্ন; সন্নিহিত; পরষ্পর সংলগ্ন: adjoining rooms.
- English Word adjourn Bengali definition [আজান্] (verb transitive, verb intransitive) (১) স্থগিত/মুলতবি রাখা/ করা: adjourned for the summer. (২) (সভা ইত্যাদি) মুলতবি হওয়া। (৩) (কথ্য, এক স্থানে সমবেত ব্যক্তিদের সম্বন্ধে) (ক) কার্যক্রম শেষ করে পৃথক হয়ে যাওয়া; (খ) অন্যত্র চলে যাওয়া: The host suggested that the party should adjourn to the garden. adjournment (noun) মুলতবিকরণ; স্থগিতকরণ।
- English Word adjudge Bengali definition [আজাজ্] (verb transitive) (১) আইনের বলে সরকারিভাবে স্থির করা; সাব্যস্ত করা: A politician who is adjudged an extremist. (২) = award; প্রদান/মঞ্জুর করা: adjudge legal damages to somebody; adjudge a prize.
- English Word adjudicate Bengali definition [আজূডিকেইট্] (verb transitive, verb intransitive) (১) (বিচারক বা আদালত) রায়/সিদ্ধান্ত দেওয়া। (২) বিচার বা সিদ্ধান্ত নিতে বসা; মীমাংসা করা: adjudicate (up) on a question. (৩) (কাউকে) ঘোষণা করা: adjudicate somebody bankrupt, দেউলিয়া বলে ঘোষণা করা। adjudication [আজূডিকেইশ্ন্] (noun) রায়দান; মীমাংসা; বিচারপূর্বক সিদ্ধান্ত। adjudicator [আজূডিকেইটা(র্)] (noun) বিচারক; কোনো জুরির (যেমন সংগীত প্রতিযোগিতার) সদস্য।
- English Word adjunct Bengali definition [অ্যাজাঙ্ক্ট্] (noun) এমন কোনো বস্তু যা অতিরিক্ত হলেও অধীন; অনুবন্ধ। (২) (ব্যাকরণ) বাক্যস্থিত অন্য শব্দকে গুণান্বিত বা সংজ্ঞায়িত করার জন্য যুক্ত শব্দ (সমূহ) বা বাক্যাংশ; সম্প্রসারক।
- English Word adjure Bengali definition [আজুআ(র্)] (verb transitive) (আনুষ্ঠানিক) দিব্য দিয়ে বলা; সনির্বন্ধ অনুরোধ করা; শপথ বা শাস্তির ভয় দেখিয়ে কিছু করতে বলা। □(noun) adjuration [আজুআরেইশ্ন্] [Uncountable noun, Countable noun] সনির্বন্ধ অনুরোধ; নির্বন্ধ; শপথ।
- English Word adjust Bengali definition [আজাস্ট্] (verb transitive) adjust oneself/something (to) বিন্যস্ত করা; নিয়ন্ত্রিত করা; উপযোজিত করা; সমন্বিত করা; ব্যবহারোপযোগী করা; খাপ খাওয়ানো; মানিয়ে নেওয়া: to adjust oneself to new conditions. well- adjusted (মনোবিজ্ঞান) অন্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে এমন; সুসমন্বিত: a well adjusted child. adjustable (আজাস্ট্আব্ল্) (adjective) সমন্বয়যোগ্য; উপযোজ্য। adjuster (noun) (বাণিজ্য.) বিমা কোম্পানির কর্মকর্তাবিশেষ, ক্ষতি ইত্যাদির দাবি নিষ্পত্তি করা যার কাজ; উপযোজক। adjustment ১ [Uncountable noun, Countable noun] উপযোজন; (বিমা ইত্যাদির) দাবি নিষ্পত্তি; সমন্বয়। (২) [Countable noun] উপযোজনের উপায়; উপযোজনের জন্য কোনো যন্ত্রের অংশবিশেষ।
- English Word adjutant Bengali definition [অ্যাজুটান্ট্] (noun) (১) (সামরিক) একটি ব্যাটালিয়নের সামগ্রিক প্রশাসন ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা; অ্যাডজুটান্ট। (২) (অপিচ adjutant bird) হাড়গিলা পাখি।
- English Word adman Bengali definition [অ্যাড্ম্যান্] (noun) (কথ্য) বাণিজ্যিক বিজ্ঞাপন রচয়িতা; বিজ্ঞাপন–নবিস।
- English Word administer Bengali definition [আড্মিনিসটা(র্)] (১) (verb transitive, verb intransitive) শাসন করা; পরিচালনা করা। (২) প্রয়োগ/বিধান/চালু করা; ব্যবস্থা করা; প্রদান করা; হানা: administer law, administer relief/help; administer a blow; administer punishment. (৩) গ্রহণ করানো; পাঠ করানো; administer an oath/the last sacraments. (৪) administer to, দ্রষ্টব্যminister (২).