A পৃষ্ঠা ১৪
- English Word administration Bengali definition [আড্মিনিস্ট্রেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] প্রশাসন; পরিচালনা; ব্যবস্থাপনা। (২) [Countable noun] (প্রায়ই Administration) (বিশেষত America(n)) সরকারের যে অংশ লোকহিতকর কর্মকাণ্ড পরিচালনা করে; প্রশাসন। (৩) [Uncountable noun] বিচার পরিচালনা; শপথ পাঠ করানো; ত্রাণকার্য পরিচালনা; প্রতিকার বিধান; দণ্ডবিধান। দ্রষ্টব্যministration.
- English Word administrative Bengali definition [আড্মিনিস্ট্রাটিভ্ America(n) আড্মিনিস্ট্রেইটিভ্] (adjective) প্রশাসনিক।
- English Word administrator Bengali definition [আড্মিনিস্ট্রেইটা(র্)] [Uncountable noun] প্রশাসক; (আইন সম্বন্ধীয়) অন্যের সম্পত্তি ব্যবস্থাপনা, কোনো এস্টেটের দায়িত্বগ্রহণ প্রভৃতিতে সরকারিভাবে নিযুক্ত ব্যক্তি।
- English Word admirable Bengali definition [অ্যাড্মারাব্ল্] (adjective) শ্লাঘ্য; চমৎকার; প্রশংসনীয়; শ্লাঘনীয়; চিত্তচমৎকারী। admirably [অ্যাড্মাআব্লি] (adverb) শ্লাঘনীয়ভাবে ইত্যাদি।
- English Word admiral Bengali definition [অ্যাড্মারাল্] (noun) কোনো দেশের রণতরিসমূহ, নৌবহর বা স্কোয়াড্রনের আজ্ঞাকারী কর্মকর্তা; নৌসেনাপতি; নৌবাহিনীতে vice-admiral-এর উপরের এবং নৌবহরের সেনাপতির নিচের পদমর্যাদা। admiralty [অ্যড্মারাল্টি] (noun) (১) নৌসেনাপতির দফতর। (২) সরকারের যে বিভাগ নৌবাহিনীকে নিয়ন্ত্রণ করে। the Admiralty (British/Britain) নৌপ্রশাসনের সদর দফতর। Court of Admiralty নৌচলাচলবিষয়ক আইনগত প্রশ্নের মীমাংসার জন্য আদালত; নৌআদালত।
- English Word admiration Bengali definition [অ্যাডমারেইশ্ন্] (noun) (১) [Uncountable noun] প্রশস্তিবোধ; শ্রদ্ধাবোধ; সন্তুষ্টিবোধ; (প্রাচীন প্রয়োগ) বিস্ময়বোধ। (২) (indefinite article–সহ ing) প্রশস্তি, শ্রদ্ধা, সন্তোষ বা বিস্ময় উদ্রেগকারী বস্তু।
- English Word admire Bengali definition [আড্মাইআ(র্)] (verb transitive) (১) মুগ্ধদৃষ্টিতে তাকানো; বিস্ময়বিমুগ্ধ হওয়া; শ্রদ্ধা করা: I admire your great skill. (২) প্রশস্তি/প্রশংসা করা: The guests admired the baby. admirer (noun) গুণগ্রাহী; গুণমুগ্ধ; ভক্ত; অনুরাগী; রূপমুগ্ধ। admiring (adjective) বিমুগ্ধ; বিস্ময়বিমুগ্ধ; সপ্রশংস। admiringly (adverb) বিমুগ্ধভাবে।
- English Word admissible Bengali definition [আড্মিসাব্ল্] (adjective) (১) (আইনসম্বন্ধীয়) আদালতে প্রমাণ হিসাবে গ্রাহ্য; গ্রহণীয়: admissible evidence. (২) (আনুষ্ঠানিক) বিবেচনাযোগ্য; অনুমত; অনুমোদনযোগ্য; অনুজ্ঞেয়। admissibility [আড্মিসাবিলাটি] [Uncountable noun] গ্রাহ্যতা; গ্রহণযোগ্যতা; অনুমোদনীয়তা।
- English Word admission Bengali definition [আড্মিশ্ন্] (noun) (১) [Uncountable noun] ভর্তি; প্রবেশ; প্রবেশমূল্য; ভিতরে ঢুকতে দেওয়া। (২) [Countable noun] কিছু স্বীকারপূর্বক বিবৃতি; স্বীকারোক্তি; স্বীকার: by/on his own admission.
- English Word admit Bengali definition [আড্মিট্] (verb transitive, verb intransitive) (admitted, admitting, admits) (১) admit somebody/something (into/in) (কাউকে বা কিছু) প্রবেশ করতে দেওয়া; ভিতরে আসতে/ঢুকতে দেওয়া; ভর্তি করা। (২) (বদ্ধ স্থান) ধরা; স্থান হওয়া; সামানো; আঁটা: The auditorium admits only 200 people. (৩) সত্য বা বৈধ বলে গ্রহণ করা: I must admit I have doubts about the feasibility of your plan. (৪) (সত্যতা, দোষ) স্বীকার করা; স্বীকারোক্তি করা: He admitted his responsibility; You must admit that the sum is difficult. (৫) admit (of) (আনুষ্ঠানিক) অবকাশ থাকা: The clause admits of no other interpretation. admit to স্বীকার করা; স্বীকারোক্তি করা: admit to feeling ashamed of one’s conduct. admittedly [আড্মিটিড্লি] (adverb) (১) স্বীকারোক্তি অনুযায়ী; সর্বজনস্বীকৃতভাবে: admittedly, his performance was of poor quality. (২) (সাধারণত বাক্যের আদিতে) = ‘স্বীকার করছি’: Admittedly I was not with them.
- English Word admittance Bengali definition [আড্মিট্ন্স্] [Uncountable noun] (বিশেষত সরকারি বা সর্বজনীন নয় এমন স্থানে) প্রবেশাধিকার; প্রবেশ: No admittance except on business.
- English Word admix Bengali definition [অ্যাড্মিক্স্] (verb transitive, verb intransitive) মেশা বা মেশানো; মিশ্রিত করা বা হওয়া; উপকরণ হিসাবে যোগ করা।
- English Word admixture Bengali definition [অ্যাড্মিক্স্চা(র্)] (noun) (আনুষ্ঠানিক) =mixture.
- English Word admonish Bengali definition [আড্মনিশ্] (verb transitive) (আনুষ্ঠানিক) মৃদু ভর্ৎসনা/তিরস্কার করা; সতর্ক করে দেওয়া: The workers were repeatedly admonished for being late. admonition [অ্যাড্মানিশ্ন্] [Uncountable noun] মৃদু তিরস্কার; ভর্ৎসনা; হুঁশিয়ারি; সতর্কীকরণ। admonitory [অ্যাড্মনিট্রি America(n) অ্যাড্মনিটোরি] (adjective) মৃদু ভর্ৎসনাপূর্ণ; সদুপদেশপূর্ণ: an admonitory letter.
- English Word ado Bengali definition [আডূ] [Uncountable noun] (পুরাতনী) অকারণ হৈচৈ; উত্তেজনা; অস্থিরতা: much ado about nothing.
- English Word adobe Bengali definition [আডাউবি] [Uncountable noun] কাদা ও খড়কুটামিশ্রিত রোদে পোড়ানো ইট: (attributive(ly)) an adobe house.
- English Word adolescence Bengali definition [অ্যাডালেস্ন্স্] [Uncountable noun] শৈশব ও যৌবনের মধ্যবর্তী কাল; বয়ঃসন্ধি; কৈশোর; এই সময়কার প্রবৃদ্ধি। adolescent [অ্যাডালেস্ন্ট্] (adjective), (noun) যৌবনে পদার্পনোদ্যত; প্রাপ্তকৈশোর; কিশোর; সদ্যোযুবক।
- English Word adopt Bengali definition [আডপ্ট্] (verb transitive) (১) পোষ্যগ্রহণ করা; দত্তক নেওয়া। দ্রষ্টব্যfooter. (২) (ভাব বা প্রথা) নিজের বলে গ্রহণ ও ব্যবহার করা; পরিগ্রহণ/ অবলম্বন করা: to adopt a foreign custom. (৩) (প্রতিবেদন বা সুপারিশ) গ্রহণ করা। adoption [আডপ্শ্ন্] (noun) গ্রহণ; পোষ্যগ্রহণ; পোষ্যকরণ; অবলম্বন; পরিগ্রহণ: country of one’s adoption. নিজের নির্বাচিত দেশ। adoptive (adjective) দত্তক; পোষ্যকারক; পোষ্যক: his adoptive parents, পালক মাতাপিতা।
- English Word adore Bengali definition [আডো(র্)] (verb transitive) (১) পূজা/উপাসনা/ভজনা করা; গভীরভাবে ভালোবাসা ও শ্রদ্ধা করা; ভক্তি করা। (২) (কথ্য; ঘটমানকালে ব্যবহার নেই) অত্যন্ত পছন্দ করা: Latifa adores her father. adorable [আডোর্আবল্] (adjective) ভালোবাসার যোগ্য; প্রীতিকর; মনোমোহন; স্নেহার্হ। adorably [আডোর্আব্লি] (adverb) মনোমোহনরূপে ইত্যাদি। adoration [অ্যাডারেইশ্ন্] [Uncountable noun] পূজা; উপাসনা; আরাধনা; ভক্তি; প্রেম: her adoration for her husband. adorer (noun) (কোনো ব্যক্তির) আরাধক; উপাসক; পূজারি। adoring (adjective) প্রেমময়; প্রেমপরিপূর্ণ। adoringly (adverb) প্রেমপরিপূর্ণভাবে।
- English Word adorn Bengali definition [আডোন্] (verb transitive) শ্রীমণ্ডিত/অলংকৃত/ভূষিত করা; সাজানো; অলংকার পরা; বৈশিষ্ট্যমণ্ডিত করা। adornment [Uncountable noun] অলংকরণ; প্রসাধন; [Countable noun] অলংকার; আভরণ; ভূষণ।