য পৃষ্ঠা ৮
- Bengali Word যাদব English definition [জাদোব্] (বিশেষ্য) কৃষ্ণ; যদুনন্দন। □ (বিশেষণ) যদুবংশীয়। ২ যদুবংশ সম্বন্ধীয়। যাদবী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ হিন্দদেবী দুর্গা। ২ কুট্টিনী। ৩ সুরা; মদিরা। {(তৎসম বা সংস্কৃত) যদু+অ(অণ্)}
- Bengali Word যাদু ১, জাদু English definition [জাদু] (বিশেষ্য) তন্ত্রমন্ত্র; কুহক; মায়া; আকর্ষণ। যাদুকর, জাদুকর (বিশেষ্য) যে যাদু দেখায়; মেজিশিয়ান। যাদুবিদ্যা, জাদুবিদ্যা (বিশেষ্য) ভোজবাজি; যাদু বিষয়ক কলা। {(ফারসি) জাদু}
- Bengali Word যাদু ২ English definition [জাদু] (বিশেষ্য) বৎস; আদরের খোকা (আমার যাদুরে); বিদ্রূপে- বাছাধন (এবার টের পাবে যাদু)। {(ফারসি) জাদু}
- Bengali Word যাদু, যাদুকর, যাদুঘর English definition ⇒ জাদু২
- Bengali Word যাদৃচ্ছিক English definition [জাদৃচ্ছিক্] (বিশেষণ) যথেচ্ছ; ইচ্ছামতো। {(তৎসম বা সংস্কৃত) যদৃচ্ছা+ইক(ঠক্)}
- Bengali Word যাদৃশ, যাদৃক (শ্) English definition [জাদৃশো, জাদৃক্] (বিশেষণ) যেমন; যে প্রকার; যে রকম। যাদৃশী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) যদ্+√দৃশ্+ক্বিন্}
- Bengali Word যান English definition [জান্] (বিশেষ্য) যার সাহায্যে স্থানান্তরে যাওয়া যায়; বাহন; অশ্ব, হস্তী, নৌকা, শকট, গাড়ি ইত্যাদি। যানজট (বিশেষ্য) যানবাহনের অতিরিক্ত ভিড়ের জন্য সাময়িকভাবে যানচলাচল বন্ধ থাকা। যানবাহ, যানবাহক (বিশেষণ) গাড়ি টানে এমন। যানবাহন (বিশেষ্য) গাড়ি, বাস, ট্রাম ইত্যাদি যা বহন করে বা যাতায়াতের জন্যে ব্যবহৃত হয়। অর্ণবযান (বিশেষ্য) সমুদ্রগামী জাহাজ, স্টিমার ইত্যাদি। অশ্বযান (বিশেষ্য) ঘোড়ার গাড়ি; ঘোড়গাড়ি। আকাশযান, ব্যোমযান, বায়ুযান (বিশেষ্য) আকাশে উড্ডয়নক্ষম বেলুন বিমান উড়োজাহাজ ইত্যাদি। বাষ্পযান (বিশেষ্য) বাষ্পচালিত গাড়ি। {(তৎসম বা সংস্কৃত) √যা+অন(ল্যুট্)}
- Bengali Word যানা (মধ্যযুগীয় বাংলা) English definition [জানা] জানা (এ তীরু ভূবনে যানে-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা>}
- Bengali Word যান্ত্রিক English definition [জান্ত্রিক্] (বিশেষণ) ১ যন্ত্র চালনে দক্ষ; যন্ত্রবিশারদ; যন্ত্রসয়ক্রান্ত; mechanic; যন্ত্র নির্মাণ করে এমন। ২ যন্ত্রের মতো ছক-বাঁধা; নিষ্প্রাণ। যান্ত্রিকতা (বিশেষ্য)। যান্ত্রিকী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) যন্ত্র+ইক(ঠক্)}
- Bengali Word যাপক English definition ⇒ যাপন
- Bengali Word যাপন English definition [জাপোন্] (বিশেষ্য) কালক্ষেপণ; সময় কাটানো; অতিবাহন (জীবন যাপন, রাত্রিযাপন)। যাপক (বিশেষণ) অতিবাহিত করে এমন; যাপনকারী। যাপনীয় (বিশেষণ) অতিবাহন করার যোগ্য; যাপ্য। যাপিত (বিশেষণ) যাপন করা বা কাটানো হয়েছে এমন; অতিবাহিত। {(তৎসম বা সংস্কৃত) √যা+ণিচ্(√যাপি)+অন(ল্যুট্)}
- Bengali Word যাপা English definition [জাপা] (ক্রিয়া) অতিবাহন করা; যাপন করা; অতিক্রমণ করা; কাটানো। {(তৎসম বা সংস্কৃত) √যাপি+ (বাংলা) আ}
- Bengali Word যাপিত English definition ⇒ যাপন
- Bengali Word যাপ্য English definition [জাপ্পো] (বিশেষণ) ১ যাপনীয়; যাপনযোগ্য। ২ গোপনীয়। ৩ নিন্দনীয়; নিন্দাযোগ্য। ৪ আবরণীয়। ৫ সম্পর্ণরূপে আরোগ্য করা যায় না এমন। {(তৎসম বা সংস্কৃত) √যা+ণিচ্(=√যাপি)+য(যৎ)}
- Bengali Word যাব English definition [জাব্] (বিশেষ্য) অলক্তক; আলতা। {(তৎসম বা সংস্কৃত) যাবক>}
- Bengali Word যাবক English definition [জাবোক্] (বিশেষ্য) ১ অলক্তক; আলতা (আঙ্গুলির মাঝে যাবক সাজে মিহির শোভিতজন-চণ্ডীদাস)। ২ বোরো ধান। ৩ অর্ধপক্ব যব। {(তৎসম বা সংস্কৃত) √যু+অ(অপ্)+ক(কন্)}
- Bengali Word যাবচ্চন্দ্রদিবাকর English definition [জাবোচ্চন্দ্রোদিবাকর্] (ক্রিয়াবিশেষণ) অনন্তকাল; চিরকাল; যতকাল চন্দ্রসূর্য বর্তমান থাকবে। {(তৎসম বা সংস্কৃত) যাবৎ+চন্দ্র+দিবাকর}
- Bengali Word যাবজ্জীবন English definition [জাবোজ্জিবোন্] (ক্রিয়াবিশেষণ) চিরজীবন; আরমণ; যতদিন জীবন আছে ততদিন; জীবৎকাল। {(তৎসম বা সংস্কৃত) যাবৎ+জীবন}
- Bengali Word যাবনাল English definition [জাবনাল্] (বিশেষ্য) একপ্রকার শস্য; জনার নামক শষ্য। {(তৎসম বা সংস্কৃত) যবনাল+অ(অণ্)}
- Bengali Word যাবনিক English definition ⇒ যবন