য পৃষ্ঠা ৫
- Bengali Word যশ, যশঃ English definition [জশ্, জশোহ্] (বিশেষ্য) সুখ্যাতি; কীর্তি। যশঃকীর্তন, যশঃখ্যাপন, যশোগান (বিশেষ্য) প্রশংসা করা; লোকমুখে খ্যাতি প্রচার। যশঙ্কর, যশস্য (বিশেষণ) কীর্তিজনক; সুখ্যাতিজনক (আপনে তক্ষক নাগে নাই নাগগণ। সহস্রের সঙ্গে কীর্তি যশস্য গাহন-কাজী দৌলত)। যশস্কাম (বিশেষণ) খ্যাতি কামনা করে এমন; যশোলিপ্সু। যশোধন, যশোস্বান, যশস্বী (- স্বিন্) (বিশেষণ) বিখ্যাত; কীর্তিমান; মশহুর। যশস্বতী, যশস্বিনী (স্ত্রীলিঙ্গ)। যশোগাথা, যশোগীতি (বিশেষ্য) গৌরবগাথা; কীর্তির বর্ণনাপূর্ণ সঙ্গীত; খ্যাতিগান। যশোদ (বিশেষ্য) ১ খ্যাতি দান করে যা। ২ পারদ। যশাদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) খ্যাতিদায়িনী। □ (বিশেষ্য) কৃষ্ণের পালিকা মাতা; নন্দের স্ত্রী (নন্দের স্ত্রী)। যশোভাগ, যশোভাক (বিশেষ্য) যশের ভাগ বা অংশ (যুদ্ধের যশাভাগ তাঁহারই প্রাপ্য-এস. ওয়াজেদ আলী)। □ (বিশেষণ) কীর্তির অংশীদার। যশোভাগ্য (বিশেষ্য) যার অদৃষ্টে যশালাভ আছে। যশোমতী (বিশেষ্য) যশাদা। যশোরাশি (বিশেষ্য) বহুখ্যাতি; কীর্তিসমূহ। যশোহানি (বিশেষ্য) গৌরবহানি; অখ্যাতি। {(তৎসম বা সংস্কৃত) যশঃ, যশস্>}
- Bengali Word যশদ English definition [যশোদ্] (বিশেষ্য) দস্তা। {(তৎসম বা সংস্কৃত) যশদ}
- Bengali Word যশোর English definition [জশোর্] (বিশেষ্য) যশোহর; বাংলাদেশের একটি জেলা ও জেলাশহরের নাম। {অজ্ঞাতমূল); (তুলনীয়) যশোহর}
- Bengali Word যশোরে কই/কৈ, যশুরে কই/কৈ English definition [যশোরে কোই, জোশু কোই] (বিশেষ্য) যশোর জেলার মাথামোটা শীর্ণদেহ কৈ মাছ। □ (বিশেষণ) (আলঙ্কারিক) মাথামোটা ও শীর্ণদেহ ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) যশোর+এ+কই>}
- Bengali Word যষ্টি English definition [জোশ্টি] (বিশেষ্য) ১ ছড়ি; দন্ড; লাঠি। ২ গাছের শাখা। ৩ নৌকার হাল। ৪ হার। যষ্টিকা (বিশেষ্য) লাঠি; একনরী হার। যষ্টিপ্রাণ (বিশেষণ) বৃদ্ধ; লাঠি প্রাণের মতো এমন। যষ্টিমধু (বিশেষ্য) মিষ্টিস্বাদযুক্ত বৃক্ষের শিকড়বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √যজ্+তি}
- Bengali Word যহি (ব্রজবুলি) English definition [জহি] (অব্যয়) যাতে; যত্র; সেখানে (যহি গৌরাঙ্গের সর্ব মোহন বিহায়-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) যম্মিন্>যহিং>যহি}
- Bengali Word যহুঁক, যাহুক (ব্রজবুলি) English definition [জহুক্, জাহুক্] (সর্বনাম) যার (যহুঁক বিরহ ভরে উরে হার না দেনা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) যস্য>}
- Bengali Word যহুর English definition [জোহুর্] (বিশেষ্য) প্রকাশ; খ্যাতি (ফেকের হইতে যহুর-আবুল মনসুর আহমদ)। {(আরবি) জুহূর}
- Bengali Word যা ১, জা English definition [জা] (বিশেষ্য) স্বামীর ভাইয়ের স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) যাতৃ>}
- Bengali Word যা ২, যাহা English definition [জা, জাহা] (সর্বনাম) যে কোনো; যে বস্তু; যে বিষয়। যা ইচ্ছা তাই, যাচ্ছে তাই (বিশেষণ) ১ যা ইচ্ছা; খেয়াল অনুযায়ী। ২ খুব কুৎসিত; অতি জঘন্য; বিশ্রী। যা তা, যা- তা (বিশেষণ) ১ বাজে; খারাপ; খেলো (যা- তা জিনিস)। ২ ইচ্ছামাফিক (যা- তা কাজ করা)। □ সর্ব, (বিশেষ্য) অনির্দিষ্ট মন্দ কিছু (যা তা করা)। যা রয় সয়- সঙ্গত বা যুক্তিযুক্ত। যা হয় হোক- নির্লিপ্ততার ভাব। যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন- খুব অল্প একটু ক্ষতির ভয়ে কর্তব্যকর্মে পশ্চাৎপদ না হওয়া; সামান্য কম- বেশীতে পিছিয়ে না পড়া। {(তৎসম বা সংস্কৃত) যৎ>}
- Bengali Word যা ৩ English definition [জা] (ক্রিয়া) যাও; গমন করো (তুই যা)। ঐযা, গেলযা (অব্যয়) হঠাৎ কিছু ঘটে যাওয়া; অপ্রত্যাশিত বা ভুলজনিত কোনো ঘটনায় বিস্ময় ও ক্ষোভসূচক। {√যা>}
- Bengali Word যা- তা English definition ⇒ যা
- Bengali Word যাঁতা English definition ⇒ জাঁতা
- Bengali Word যাঁতি English definition ⇒ জাঁতি
- Bengali Word যাঁহা English definition [জাঁহা] (অব্যয়) ১ যেখানে (যাঁহা যাঁহা ঝলকৃত-বিদ্যাপতি)। ২ যেমন; যেইমাত্র (যাঁহা শোনা অমনি দৌড়)। যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন- খুব অল্প একটু ক্ষতির ভয়ে কর্তব্যকর্মে পশ্চাৎপদ না হওয়া; সামান্য কম- বেশিতে পিছিয়ে না পড়া। {(তুলনীয়) (হিন্দি) যাঁহা}
- Bengali Word যাই ১ English definition [জাই] (অব্যয়) ১ যা; যাহা (যাই বললে তাই ত বুঝলাম)। ২ যখনি; যেইমাত্র (যাই গেল সেই বাজ পড়ল)। ৩ যা কিছু (যাই দাওনা কেন, নেব)। {(তৎসম বা সংস্কৃত) √যদ্>√যা+ই}
- Bengali Word যাই ২ English definition [জাই] (ক্রিয়া) ১ গমন করি। ২ ক্রিয়ার সমাপ্তসূচক গৌণ ক্রিয়া (আনন্দে আপনি আপনা ভুলে যাই-গান)। যাই- যাই (ক্রিয়াবিশেষণ) যাবার উপক্রম (কখন থেকে যাই- যাই করছো, যাচ্ছো না কেন?)। {(তৎসম বা সংস্কৃত) √যা+ই, -}
- Bengali Word যাউ English definition ⇒ জাউ
- Bengali Word যাও English definition [জাও্] (ক্রিয়া) ১ (অনুজ্ঞা) গমন করো। ২ প্রতিবাদ তিরস্কার অস্বীকার ঘৃণা প্রভৃতি দ্যোতক অনুজ্ঞা। {(তৎসম বা সংস্কৃত) √যা>}
- Bengali Word যাওন English definition [জায়োন্] (বিশেষ্য) প্রস্থন; গমন; যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √যা+অন}