য পৃষ্ঠা ৬
- Bengali Word যাওয়া English definition [জাওয়া] (ক্রিয়া) ১ গমন করা (বাড়িতে যাওয়া)। ২ অবসান হওয়া (অস্ত যাওয়া)। ৩ কেটে যাওয়া (রাত যাওয়া)। ৪ ক্ষতি হওয়া; নষ্ট হওয়া (জীবন যাওয়া)। ৫ ব্যয়িত হওয়া (টাকা যাওয়া)। ৬ কোনো কিছু ঘটা (হারিয়ে যাওয়া; চুরি যাওয়া)। ৭ টেকা (এ ঘড়িটা অনেক দিন যাবে)। ৮ কোনো ক্রিয়া করতে থাকা; শুনে যাওয়া। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। যাওয়া- আসা, আসা যাওয়া (বিশেষ্য) ১ যাতায়াত; গমনাগমন। ২ (আলঙ্কারিক) জন্মমৃত্যু। যাচ্ছি যাব করা (ক্রিয়া) গয়ংগচ্ছ করা; শৈথিল্য বা অলসতা দেখানো। যায়-যায় (বিশেষণ) মুমূর্ষু। যেতে বসা (ক্রিয়া) নষ্ট হবার মতো হওয়া। জলে যাওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) নিষ্ফল হওয়া; ক্ষতিগ্রস্ত হওয়া; কাজে না আসা; বৃথা নষ্ট হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √যা>}
- Bengali Word যাক ১, যাউক English definition [জাক্, জাউক] (ক্রিয়া) ১ গমন করুক (আজ যাক, কাল আসবে)। ২ উপেক্ষায় (যাক, যেতে দাও)। ৩ উদাসীনতায় (যাক গে)। যাকগে- ‘যাক গিয়া’; বিরক্তি বা অবজ্ঞা প্রকাশে (যাকগে, ও কথা বাদ দাও)। {(তৎসম বা সংস্কৃত) √যা>}
- Bengali Word যাক ২ (ব্রজবুলি) English definition [জাক্] (সর্বনাম) যার (যাক... বিনে-বিদ্যাপতি)। যাকর, যকর (ব্রজবুলি) সর্ব যার (যাকর মরমে বৈঠে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) যস্য>}
- Bengali Word যাকু (মধ্যযুগীয় বাংলা) English definition [জাকু] (ক্রিয়া) যাক (মরি যাকু সারী শুয়া-কবিকঙ্কণ মুকুন্দারাম চক্রবর্তী)। {যাউক>}
- Bengali Word যাকে, যাহাকে English definition [জাকে, জাহাকে] (সর্বনাম) যারে; যাদের; যাহাদিগকে (যাকে দেখতে নারি, তার চলন বাঁকা-প্রবচন)। যাকে তাকে, যাহাকে তাহাকে সর্ব অনির্দিষ্ট ও অজ্ঞাত কোনো ব্যক্তিকে। {যা, যাহা+কে}
- Bengali Word যাগ English definition [জাগ্] (বিশেষ্য) যজ্ঞ; হোম (নিষ্কাম যাগের নির্মল ছবি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √যজ্+অ(ঘঞ্)}
- Bengali Word যাঙ (মধ্যযুগীয় বাংলা) English definition [যাঙ্] (ক্রিয়া) ১ যাক (ছারে খারে যাঙ এ সব সম্পদ-চণ্ডীদাস)। ২ যাই। {(তৎসম বা সংস্কৃত) √যা>}
- Bengali Word যাচক English definition ⇒ যাচন২
- Bengali Word যাচন ১ English definition [জাচোন্] (বিশেষ্য) বিচার করে নেওয়া; পরীক্ষাকরণ; যাচাই। যাচনদার (বিশেষ্য) যে যাচাই করে দেখে (যাচনদার মাঝিগণ সহ যাচাইকারী পাটের সন্ধানে ভোরেই পাড়ার উপর নামিয়া পড়িয়াছে-নজিবর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) √যাচ্+অন(ল্যুট্)}
- Bengali Word যাচন ২, যাচনা, যাচ্ঞা English definition [জাচোন্, জাচ্না, জাচ্না] (বিশেষ্য) প্রার্থনা; ভিক্ষা; যাচ্ঞা (তারস্বরে তার যাচনার নামতা পড়ে যাচ্ছে-বুদ্ধদেব বসু)। যাচক (বিশেষ্য), (বিশেষণ) যাচ্ঞাকারী; প্রার্থী; আবেদনকারী। যাচনীয়, যাচ্য (বিশেষণ) প্রার্থনীয়; যাচনার যোগ্য। যাচমান (বিশেষণ) প্রার্থনা করছে এমন (পিতার নিকট যাচমান হইলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। যাচিত (বিশেষণ) প্রার্থিত। যাচিতা, যাচ্যমানা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রার্থনা করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √যাচ্+অন(ল্যুট্)}
- Bengali Word যাচা ১ English definition [জাচা] (ক্রিয়া) ১ চাওয়া; প্রার্থনা করা। ২ উপযাচক হওয়া (যেচে যাওয়া)। ৩ সাধাসাধি করা; অনুনয় বিনয় করা (যেচে মান কেঁদে সোহাগ-প্রবচন)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √যাচ্+ (বাংলা) আ}
- Bengali Word যাচা ২ English definition [জাচা] (ক্রিয়া) যাচাই করা; পরীক্ষা করা; অনুসন্ধান করা; পরীক্ষা করে দ্রব্যের মূল্য স্থির করা (পথে চলার বিধিবিধান যাচা-রবীন্দ্রনাথ ঠাকুর)। যাচাই (বিশেষ্য) পরীক্ষা বা অনুসন্ধানের সাহায্যে দ্রব্যাদির গুণাগুণ ও মূল্য ঠিক করা (সাহিত্যের মূল্য যাচাই)। যাচানো (ক্রিয়া) পরীক্ষা করানো; যাচাই করানো। □ (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(বাংলা) √যাচ্+ (বাংলা) আ}
- Bengali Word যাচিত English definition ⇒ যাচন২
- Bengali Word যাচ্চেলে English definition [জাচ্চোলে] (অব্যয়) যাক চলে; বিরক্তি বা বিস্ময় ভাব প্রকাশক অব্যয়। {যাক চলে>}
- Bengali Word যাচ্ছে তাই English definition ⇒ যা
- Bengali Word যাচ্ঞা English definition [জাচ্না] (বিশেষ্য) প্রার্থনা (কি যাচ্ঞা করি আমি রামের সমীপে-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √যাচ্+ন(নক্)+আ(টাপ্)}
- Bengali Word যাচ্য, যাচ্যমান English definition ⇒ যাচন২
- Bengali Word যাজন English definition [জাজোন্] (বিশেষ্য) (হিন্দু সমাজে প্রচলিত) পৌরোহিত্য; যজ্ঞ সম্পাদন। যাজক (বিশেষ্য) ১ পুরোহিত; যজ্ঞকর্তা; যজ্ঞ সম্পাদক; যাজ্ঞিক; ঋত্বিক; ধর্মপ্রচারক। ২ মত্ত হস্তী। যাজিকা (স্ত্রীলিঙ্গ)। যাজনিক (বিশেষণ) পৌরোহিত্য সম্বন্ধীয়; যজ্ঞ সংক্রান্ত। □ (বিশেষ্য) পূজারি; পুরোহিত; priest। যাজী (-জিন্) (বিশেষণ) যজ্ঞকর্তা; পূজারি; যাজক; পুরোহিত। যাজ্য (বিশেষণ) ১ পৌরোহিত্যের যোগ্য। ২ যজ্ঞ ক্রিয়ার উপযোগী। ৩ যজ্ঞ করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) √যজ্+অন(ল্যুট্)}
- Bengali Word যাজি, যাজী, যাজিকা English definition ⇒ যাজন
- Bengali Word যাজ্ঞবল্ক্য English definition [জাগ্গোঁবল্কো] (বিশেষ্য) হিন্দু ধর্মশাস্ত্র প্রণেতা ঋষি; বিখ্যাত বৈদিক ঋষি। {(তৎসম বা সংস্কৃত) যজ্ঞবল্ক+য(ষ্যঞ্)}