য পৃষ্ঠা ১১
- Bengali Word যুটি English definition [জুটি] (বিশেষ্য) ১ যুগ্ম; জোড়া; জুটি। ২ সহচরী; সঙ্গিনী। ৩ সমবয়সী; সমবয়স্ক (সমযুটি মেয়েরা)। {(তৎসম বা সংস্কৃত) যুতি>}
- Bengali Word যুত ১ English definition [জুত্] (বিশেষণ) ১ মিলিত; সংযুক্ত; যুক্ত। ২ চার হাত পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) √যু+ত(ক্ত)}
- Bengali Word যুত ২, যুৎ English definition [জুত্] (বিশেষ্য) সুবিধা; সুযোগ; কায়দামাফিক; সুবন্দোবস্ত; সুসঙ্গতি; সুসার; আরাম। যুত করা (ক্রিয়া) ১ সুবিধা করা; সুব্যবস্থা করা। ২ বিলি করা। যুতসই (বিশেষণ) সুবিধামতো; কায়দামতো; আরামদায়ক (তেমন যুৎসই নয়-আবু রুশ্দ্)। {(তৎসম বা সংস্কৃত) যোত্র>}
- Bengali Word যুততে English definition [জুত্তে] (অসমাপিকা ক্রিয়া) যাত্রার জন্য গাড়ি প্রস্তুত করতে (যুততে গাড়ী বলতে গিয়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {√যুত্+তে}
- Bengali Word যুতা English definition ⇒ জোতা
- Bengali Word যুতি English definition [জুতি] (বিশেষ্য) ১ যোগ; মিলন; মিশ্রণ। ২ গাড়িতে জুড়বার দড়ি বা চর্মরজ্জু। ৩ লাঙল বা জোয়াল যোগ করতে যা ব্যবহৃত হয়। ৪ লম্বা শলাবিশিষ্ট নিক্ষেপযোগ্য মাছ শিকারের যন্ত্র যার সঙ্গে লম্বা দড়ি বাঁধা থাকে। {(তৎসম বা সংস্কৃত) √যু+তি(ক্তি)}
- Bengali Word যুদ্ধ English definition [যুদ্ধো] (বিশেষ্য) ১ লড়াই; সংগ্রাম; সমর; রণ; বিগ্রহ; আহব। ২ দ্বন্দ্ব; বলের প্রতিযোগীতা বা লড়াই। যুদ্ধোত্তর (বিশেষণ) যুদ্ধ পরবর্তী। যুদ্ধনীতি, যুদ্ধরীতি (বিশেষ্য) রণ- বিষয়ক নিয়মাদি; যুদ্ধের আইন- কানুন; সমরনীতি। যুদ্ধবিগ্রহ (বিশেষ্য) আহব; যুদ্ধ। যুদ্ধবিদ্যা (বিশেষ্য) সমর-বিজ্ঞান; সংগ্রাম-কৌশল; সংগ্রাম সম্পর্কিত জ্ঞান বা শাস্ত্র। যুদ্ধবিশারদ (বিশেষণ) যুদ্ধবিদ্যায় যিনি পারদর্শী; রণনিপুণ; সংগ্রামদক্ষ। যুদ্ধযাত্রা (বিশেষ্য) যুদ্ধের জন্য গমন; অভিযান। যুদ্ধাজীব (বিশেষণ), (বিশেষ্য) যুদ্ধ করে যে জীবন ধারণ করে; যোদ্ধা; সৈনিক বৃত্তি অবলম্বন করে যে। যুদ্ধাবসান (বিশেষ্য) যুদ্ধের শেষ; সংগ্রামের সমাপ্তি; শান্তির সন্ধি। যুদ্ধার্থ (ক্রিয়াবিশেষণ) সংগ্রামের জন্য; যুদ্ধ করার জন্য; রণনিমিত্ত। যুদ্ধার্থী (-র্থিন্) (বিশেষণ) রণোন্মুখ; সংগ্রামপ্রার্থী; যুদ্ধ করার উপক্রমকারী। যুদ্ধি (ক্রিয়া) যুদ্ধ করি; সংগ্রাম করি (বাদশাহী গেছে মুর্গীও গেল, আর কার লোভে যুদ্ধি-কাজী নজরুল ইসলাম)। যুদ্ধোপকরণ (বিশেষ্য) আয়ূধ; অস্ত্রশস্ত্র, রশদ ইত্যাদি। যুদ্ধোন্মাদ (বিশেষ্য) যুদ্ধজনিত উন্মদনা; যুদ্ধ করার প্রবল বাসনা; রণোন্মত্ততা। □ (বিশেষণ) রণোন্মত্ত। {(তৎসম বা সংস্কৃত) √যুধ্+ত(ক্ত)}
- Bengali Word যুধিষ্ঠির English definition [জুধিশ্ঠির্] (বিশেষ্য) মহাভারতোক্ত ধর্মপুত্র; পঞ্চপান্ডবের জ্যেষ্ঠ পান্ডব। □ (বিশেষণ) যুদ্ধের সময়ে বুদ্ধি স্থির রাখতে পারেন এমন। {(তৎসম বা সংস্কৃত) যুধি+স্থির, অলুক ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word যুধ্যমান English definition [জুদ্ধোমান্] (বিশেষণ) সংগ্রামকারী; যুদ্ধ করছে এমন; যুদ্ধরত। {(তৎসম বা সংস্কৃত) √ যুধ্+মান(শানচ্)}
- Bengali Word যুনান, য়ুনান English definition [উনান্] (বিশেষ্য) গ্রিস দেশের পশ্চিমে অবস্থিত আইওনিয়া দ্বীপসমূহ। য়ুনানি (বিশেষণ) ১ গ্রিস সম্বন্ধীয়; যাবনিক। ২ গ্রিক তিব্বি (য়ুনানি দাওয়াখানা)। □ (বিশেষ্য) আয়োনিয়ার অধিবাসী; গ্রিক; যবন। য়ুনানি চিকিৎসা (বিশেষ্য) গ্রিক চিকিৎসা-শাস্ত্র অনুযায়ী চিকিৎসা; হেকিমি চিকিৎসা; তিব্বি চিকিৎসা। {(আরবি) য়ুৱনান}
- Bengali Word যুব English definition [জুবো] (বিশেষ্য) যৌবনপ্রাপ্ত বা তরুণ অর্থে সমাসে পূর্ব পদরূপে ‘যুবা’ শব্দের রূপ। {(তৎসম বা সংস্কৃত) যুবন্>}
- Bengali Word যুবজানি English definition [জুবোজানি] (বিশেষ্য) যুবতী জায়া যার; যুবতী স্ত্রীর স্বামী (পাঁচ পুত্র নৃপতি সবে যুবজানি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) যুবতী+জায়া; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word যুবতি, যুবতী English definition ⇒ যুবা
- Bengali Word যুবনাশ্ব English definition [জুবোনাশ্শো] (বিশেষ্য) সূর্যবংশীয় রাজা; মান্ধাতার পিতা। {(তৎসম বা সংস্কৃত) যুবন্+অশ্ব}
- Bengali Word যুবরাজ English definition [জুবোরাজ্] (বিশেষ্য) রাজা বর্তমান থাকতে যিনি রাজ্যের ভাবী রাজা বলে স্বীকৃত; রাজ্যের উত্তরাধিকারী ও রাজকার্যের সাহায্যকারী রাজপুত্র; রাজকুমার। {(তৎসম বা সংস্কৃত) যুব+রাজ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word যুবা, যুবক English definition [জুবা, জুবক্] (বিশেষ্য), (বিশেষণ) ১ প্রাপ্তযৌবন; বিশেষত ১৬ থেকে ৪০ বছর পর্যন্ত বয়সের ব্যক্তি। ২ তরুণ; জোয়ান। যুবতি, যুবতী, যূনী (স্ত্রীলিঙ্গ)। যুবাকাল, যুবা বয়স (বিশেষ্য) যৌবনকাল। {(তৎসম বা সংস্কৃত) √যু+অন(কনিন্), যুবন+ক(কন্)}
- Bengali Word যুবান (মধ্যযুগীয় বাংলা) English definition [জুবান্] (বিশেষ্য) জোয়ান; যুবক (সব যুবান রজপুত পাঠান মজবুত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) যুবন>}
- Bengali Word যুযুধান English definition [জুজুধান্] (বিশেষণ) যুদ্ধকারী; যদ্ধে লিপ্ত; যুদ্ধরত (যুযুধান গোত্রদ্বয়ের মিত্র গোত্রগুলিও সন্ধিশর্তে বাধ্য-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। {(তৎসম বা সংস্কৃত) √যুধ্+আন(শানচ্)}
- Bengali Word যুযুৎসা English definition [জুজুত্শা] (বিশেষ্য) যুদ্ধ করার ইচ্ছা; যুদ্ধাবিলাষ; সংগ্রামের অভিলাষ। যুযুৎসু১ (বিশেষণ) ইচ্ছুক; রণেচ্ছু; যুদ্ধেচ্ছু (সন্ধি হইল যুযুৎসু সব গোত্র দলে-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষ্য) হিন্দু পুরাণ মতে বৈশ্যকন্যার গর্ভজাত ধৃতরাষ্ট্র তনয়। {(তৎসম বা সংস্কৃত) √ যুধ্+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word যুযুৎসু ২, জুজুৎসু English definition [জুজুত্শু] (বিশেষ্য) জাপনি কুস্তি; জাপানি ব্যায়ামবিশেষ। {(জ্যামিতি) জুজুৎসু}