য পৃষ্ঠা ৩
- Bengali Word যদ্দিন English definition [জদ্দিন্] (সর্বনাম) যতদিন পর্যন্ত; যতকাল পযর্ন্ত। {যত+দিন}
- Bengali Word যদ্যপি English definition [জোদ্দোপি] (অব্যয়) ১ যদিও। ২ একান্তই; যদি। {(তৎসম বা সংস্কৃত) যদি+অপি}
- Bengali Word যনি, যনু, জনু (ব্রজবুলি) English definition [জোনি, জোনু, জোনু] (অব্যয়) ১ যেন; বোধ হয় (সিন্দুরে মন্ডিত যনি পঙ্কজ-পাতা; হাসত মধুর সুধা যনু ঝরঈ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) যেন>}
- Bengali Word যন্তর English definition ⇒ যন্ত্র
- Bengali Word যন্তা (- ন্তৃ) English definition [জন্তা] (বিশেষ্য), (বিশেষণ) নিয়ামক; সারথি; রথচালক। {(তৎসম বা সংস্কৃত) √যম্+তৃ(তৃন্)}
- Bengali Word যন্ত্র, যন্তর English definition [জন্ত্রো, জন্তর্] (বিশেষ্য) ১ যার সাহায্যে কৌশলে এবং নিয়মিত পন্থায় কার্য সাধিত হয়; কল; মেশিন; machine। ২ প্রয়োজনীয় দ্রব্যাদি নির্মাণের হাতিয়ার (ছুতারের যন্ত্র)। ৩ বৈজ্ঞানিক সরঞ্জাম বা উপকরণ (তাপমান যন্ত্র)। ৪ সঙ্গীত ইত্যাদি চারুকলা সাধনার উপকরণ (বাদ্য যন্ত্র)। ৫ দেহের ভিতরের ক্রিয়াসাধক অঙ্গ (শ্বাসযন্ত্র)। ৬ (জ্যোতির্বিজ্ঞান) গ্রহ- নক্ষত্রের অবস্থান-চিত্র। ৭ (আলঙ্কারিক) কার্যোদ্ধারের হাতিয়াররূপে ব্যবহৃত ব্যক্তি। ৮ যাঁতা; পেষণ- যন্ত্র। যন্ত্রকৌশল (বিশেষ্য) যন্ত্রী ব্যবহার করবার নিয়ম; কলকৌশল। যন্ত্রকৌশলী বিণ। যন্ত্রতন্ত্র, যন্ত্রপাতি (বিশেষ্য) ১ যন্ত্রসমূহ। ২ শিল্পকার্যের বিবিধ সরঞ্জাম। যন্ত্রবিদ, যন্ত্রবিৎ (বিশেষ্য), (বিশেষণ) যন্ত্রের গঠন ও প্রয়োগ সম্বন্ধে অভিজ্ঞ ব্যক্তি; যন্ত্রবিদ্যা- বিশারদ; যন্ত্রকৌশলী; mechanic; machinist। যন্ত্রবিদ্যা, যন্ত্রবিজ্ঞান (বিশেষ্য) ১ যন্ত্র পরিচালনের বিদ্যা। ২ যন্ত্র নির্মাণের বিদ্যা; mechanics। যন্ত্রশালা, যন্ত্রগৃহ (বিশেষ্য) যে ঘরে যন্ত্রের সাহায্যে কাজ করা হয়ে থাকে; মেশিনঘর; কলঘর। যন্ত্রশিল্পী (ল্পিন্) (বিশেষ্য) যন্ত্র পরিচালনায় যার দক্ষতা আছে; যন্ত্রনির্মাণ কৌশলী; যন্ত্র দ্বারা বস্তু নির্মাণকারী শিল্পী; মেকানিক; ইঞ্জিনিয়ার। যোগাড়- যন্ত্র (বিশেষ্য) বিবিধ বস্তু সযত্নে আহরণ করার আয়োজন। যন্ত্রদানব (বিশেষ্য) যন্ত্ররূপী দৈত্য (যন্ত্রদানব ট্রাকটি লোকটির প্রাণ কেড়ে নিয়েছে)। {(তৎসম বা সংস্কৃত) √যন্ত্র্+অ(অচ্),>}
- Bengali Word যন্ত্রক English definition [জন্ত্রক্] (বিশেষ্য) ১ নিয়ামক। ২ যিনি যন্ত্র প্রস্তুত করেন। ৩ যাঁতা; পেষণ যন্ত্র; কুঁদ। {(তৎসম বা সংস্কৃত) √যন্ত্র্+অক(ণ্বুল্)}
- Bengali Word যন্ত্রণ English definition [জন্ত্রন্] (বিশেষ্য) ১ দমন; নিয়ন্ত্রণ। ২ পীড়ন; নির্যাতন। ৩ বন্ধন। {(তৎসম বা সংস্কৃত) √যন্ত্র্+অন(ল্যুট্)}
- Bengali Word যন্ত্রণা English definition [জন্ত্রোনা] (বিশেষ্য) পীড়া; যাতনা; ক্লেশ; দুঃখ বেদনা। যন্ত্রণাকর, যন্ত্রণাদায়ক (বিশেষণ) দুঃখদায়ক; ক্লেশজনক। যন্ত্রণাদায়িকা (স্ত্রীলিঙ্গ)। যন্ত্রণাদাতা (বিশেষণ) দুঃখদানকারী। যন্ত্রণাদাত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √যন্ত্র্+অন(ল্যুট্)+আ(টাপ্)}
- Bengali Word যন্ত্রালয় English definition [জন্ত্রালয়্] (বিশেষ্য) ১ যেখানে ছাপার কাজ করা হয় এবং ছাপার যন্ত্রাদি রাখা হয়; press। ২ কলবাড়ি; যন্ত্রশালা। {(তৎসম বা সংস্কৃত) যন্ত্র+আলয়; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word যন্ত্রিত English definition [জোন্ত্রিতো] (বিশেষণ) ১ শাসিত; দমিত। ২ সংযমত; শৃঙ্খলিত। ৩ বদ্ধ। ৪ মুদ্রিত; ছাপা হয়েছে এমন। ৫ যন্ত্রে নিবেদিত। ৬ যন্ত্রের দ্বারা নিষ্পন্ন। {(তৎসম বা সংস্কৃত) √যন্ত্র্+ত(ক্ত)}
- Bengali Word যন্ত্রী (- ন্ত্রিন্) English definition [জোন্ত্রি] (বিশেষ্য), (বিশেষণ) ১ যন্ত্র চালনা করেন যিনি; যন্ত্রবিশারদ। ২ শিল্পকার। ৩ কুশল বাদক; বাদ্যযন্ত্রবাদক। ৪ (আলঙ্কারিক) ষড়যন্ত্রকারী। ৫ যন্ত্রযুক্ত। ৬ যন্ত্রধারী; mechanic, machine-man। {(তৎসম বা সংস্কৃত) √যন্ত্র্+ইন্(ইনি)}
- Bengali Word যব ১ English definition [জব্] (বিশেষ্য) ১ গম জাতীয় শষ্য; barley। ২ (জ্যোতিষ শাস্ত্র) বৃদ্ধাঙ্গুষ্ঠের রেখায় যবাকৃতি চিহ্নবিশেষ। ৩ পরিমাণবোধক শব্দ; প্রায় ১/৪ ইঞ্চি পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) √যু+অ(অপ্)}
- Bengali Word যব ২ English definition [জব] (ক্রিয়াবিশেষণ) ১ যখন; যদা। ২ যতদিন; যাবৎ (সখি যব রহুঁ জীব-বিদ্যাপতি)। যবহু (ব্রজবুলি) (ক্রিয়াবিশেষণ) যখনই। {যদা>}
- Bengali Word যবক্ষার English definition [জবোক্খার্] (বিশেষ্য) ১ এক প্রকার তীব্র ক্ষার; carbonate of potash। ২ সোরা; potassium nitrate। যবক্ষারজান (বিশেষ্য) নাইট্রোজন। {(তৎসম বা সংস্কৃত) যব+ক্ষার}
- Bengali Word যবদ্বীপ English definition [জবোদ্দিপ্] (বিশেষ্য) ভারত মহাসগরের একটি দ্বীপ; জাভা। {(তৎসম বা সংস্কৃত) যব+দ্বীপ}
- Bengali Word যবন English definition [জবোন্] (বিশেষ্য) ১ প্রাচীন গ্রিক জাতি; আইওনিয়া (Ionia)- বাসী গ্রিক। ২ ম্লেচ্ছ। ৩ বিধর্মী। ৪ অহিন্দু; বিদেশি; মুসলিম। যবনী (স্ত্রীলিঙ্গ)। যবনানী বিযবন জাতির লিপিসমূহ। যাবনিক (বিশেষণ) যবন সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) √যু+অন; (আরবি) য়ুরনান}
- Bengali Word যবনিকা English definition [জবোনিকা] (বিশেষ্য) ১ কানাত; পর্দা; আড়াল। ২ রঙ্গমঞ্চের পট; drop scene (যবনিকা উঠতেই দেখা গেলো মঞ্চ শূন্য-বজলু)। যবনিকা পতন, যবনিকাপাত (বিশেষ্য) ১ নাটকের অভিনয়ের শেষে বিরামসূচক পর্দা পড়া। ২ (আলঙ্কারিক) সমাপ্ত; শেষ। {(তৎসম বা সংস্কৃত) যবনী+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word যবরদস্ত English definition ⇒ জবরদস্ত
- Bengali Word যবস্থব, যবথব, যবুথবু, জবুথবু English definition [জবোস্থবো, জবোথবো, জোবুথোবু, জোবুথোবু] (বিশেষণ) ১ দিশেহারা; কিংকর্তব্যমিূঢ়। ২ অমীমাংসিত; নিষ্পন্ন হয়নি এমন। ৩ জড় ভাবাপন্ন। □ (বিশেষ্য) অনগ্রসর অবস্থা; স্থগিত অবস্থা। {যুবস্থবির>}