য পৃষ্ঠা ২
- Bengali Word যতাত্মা English definition [জতাত্তাঁ] (বিশেষ্য) সংযতমনা; যার মনোবৃত্তি নিজ বশে। {(তৎসম বা সংস্কৃত) যত+আত্মা}
- Bengali Word যতি ১ English definition [জোতি] (বিশেষ্য) ১ তপস্বী; সন্ন্যাসী; মুনি। ২ পরিব্রাজক। {(তৎসম বা সংস্কৃত) √যত্+ই(ইন্)}
- Bengali Word যতি ২ English definition [জোতি] (বিশেষ্য) ১ পাঠকালে শ্বাস গ্রহণ করার জন্য ও অর্থের পারস্পর্য রক্ষার জন্য বিরাম স্থান; দাঁড়ি, কমা, সেমিকোলন ইত্যাদি। ২ সংযম; নিবৃত্তি; বিরাম। যতি চিহ্ন (বিশেষ্য) পাঠমধ্যে বিরামবোধক চিহ্ন, অর্থাৎ দাঁড়ি, কমা, সেমিকোলন ইত্যাদি। যুতপাত, যতিভঙ্গ (বিশেষ্য) উপযুক্ত ম্থানে যতির অভাবে ছন্দের দোষ-ত্রুটি। {(তৎসম বা সংস্কৃত) √যম্+তি(ক্তি)}
- Bengali Word যতী (-তিন্) English definition [জোতি] (বিশেষ্য) ইন্দ্রিয়জয়ী; সন্ন্যাসী। যতিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ নিষ্ঠার সঙ্গে যিনি বৈধব্য পালন করেন। ২ সন্ন্যাসিনী। যতীন্দ্র (বিশেষ্য), মুনিশ্রেষ্ঠ; তাপসপ্রবর। {(তৎসম বা সংস্কৃত) √যম্+ত(ক্ত)+ইন্(ইনি)}
- Bengali Word যতী ১ English definition [জোতি] (বিশেষ্য) যার স্বামী মারা গেছে; বিধবা। {(তৎসম বা সংস্কৃত) যতি+ঈ(ঙীষ্)}
- Bengali Word যতেক English definition [জতেক্] (বিশেষণ) (পদ্যে ব্যবহৃত) যে পরিমাণ; যে সংখ্যক যতসব। {যত+ক}
- Bengali Word যত্ন English definition [জত্নো] (বিশেষ্য) ১ কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা। ২ উদ্যম; অধ্যবসায়। ৩ শুশ্রুষা; সেবা (গুরূপেদে হয়ে যত্ন ঘনরাম কবিরত্ন-ঘনরাম চক্রবর্তী)। ৪ আদর আপ্যায়ন; খাতির (অতিথির যত্ন)। ৫ সাবধানতা; মনোযোগ (শরীরের যত্ন)। যত্নপূর্বক (ক্রিয়াবিশেষণ) সযত্নে; যত্নের সঙ্গে; সাবধানতার সঙ্গে। যত্নবান, যত্নশীল (বিশেষণ) যত্নের সঙ্গে কোনো কিছু করে থাকে এমন; উদ্যমশীল; চেষ্টান্বিত; সচেষ্ট। যত্নবতী, যত্নশীলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √যত্+ন(নঙ্)}
- Bengali Word যত্র English definition [জত্ত্রো] (অব্যয়) ১ যেথায়; যেখানে। ২ যে পরিমাণ; যত। ৩ যে বিষয়ে। যত্র আয় তত্র ব্যয়- ১ যা আয় তাই ব্যয়; যে পরিমাণ আয় সে পরিমাণ ব্যয়; সঞ্চয় বা জমা না হওয়া। ২ যেখানে আয় সেখানেই ব্যয়। যত্রতত্র (ক্রিয়াবিশেষণ) ইতস্তত; যেখানে- সেখানে; সর্বত্র (সুযোগ পাইলে যত্রতত্র লাগায়-শামসুদ্দীন আবুল কালাম)। {(তৎসম বা সংস্কৃত) যদ্+ত্র(ত্রন্)}
- Bengali Word যথা English definition [জথা] (অব্যয়) ১ যেমন; যে রকম; যে প্রকার; যেরূপে (যথা ভীম ভীমসেন কৌরব সমরে-মাইকেল মধূসূদন দত্ত)। ২ উচিত; উপযুক্ত; নির্দিষ্ট (তারা যথাস্থানে পৌঁছাল)। ৩ উদাহরণ বা দৃষ্টান্ত স্বরূপে (কবিসম্রাট যথা রবীন্দ্রনাথ)। ৪ যৎ পরিমাণ (যথাকর্তব্য)। যথা আজ্ঞা (ক্রিয়াবিশেষণ) কর্তব্যানুসারে যা করা উচিত। যথাকথঞ্চিৎ (ক্রিয়াবিশেষণ) ১ যে কোনো উপায়ে; যে কোনো রূপে। ২ কষ্টেসৃষ্টে। যথাকর্তব্য (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) কর্তব্য অনুযায়ী বা অনুসারে; যা করা উচিত তা। যথাকালে, যথাসময়ে (ক্রিয়াবিশেষণ) ঠিক সময়ে; উপযুক্ত সময়ে। যথাক্রম, যথাক্রমে (ক্রিয়াবিশেষণ) ক্রমানুসারে; নিয়মিতভাবে; শৃঙ্খলা রক্ষা করে। যথাজাত (বিশেষণ) ১ অশিক্ষিত; মূর্খ। ২ নীচ; অসভ্য; বন্য। যথাজ্ঞান (ক্রিয়াবিশেষণ) জ্ঞানানুযায়ী; জ্ঞানানুসারে। যথাতথা (ক্রিয়াবিশেষণ) যত্রতত্র; যেখানে- সেখানে। যথাদিষ্ট (বিশেষণ) যেভাবে আদেশ করা হয়েছে সেভাবে; আদেশানুযায়ী বা অনুসারে। যথা নিয়ম, যথা বিধি (ক্রিয়াবিশেষণ) গৃহীত বিধান অনুযায়ী; নিয়মমাফিক; নিয়মমতো। যথানুপূর্ব (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) ন্যায়ের সহিত; ন্যায়ানুযায়ী; নিয়মানুসারে। যথাপূর্ব (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) যথাক্রমে; ধারানুযায়ী। যথান্যায় (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) অতীতে বা পূর্বের মতো। যথাপরবং- আগেও যেমন ছিল পরেও তেমনি আছে; অপরিবর্তিত। যথাবৎ (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) বিধি বা বিধান বা নিয়মানুযায়ী; পূর্বের মতো; অপরিবর্তিত; ঠিক-ঠিক। যথাবিহিত (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) উপযুক্ত বিধান অনুযায়ী। যথাভিমত (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) ইচ্ছা- মাফিক; ইচ্ছানুরূপে। যথাযথ (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) উপযুক্তমতো; ঠিকমতো; যথার্থ; যথাযোগ্য; পরম্পরা অনুসারে। যথাযোগ্য (বিশেষণ) যোগ্যতানুযায়ী; উচিতমতো; উপযুক্ত- মতো। যথায় (ক্রিয়াবিশেষণ) যেখানে। যথারীতি (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) প্রচলিত নিয়মমাফিক; দস্তুরমাফিক; গৃহীত আচার অনুযায়ী; প্রথানুযায়ী; রীতিমতো। যথারুচি (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) পছন্দমাফিক; রুচি অনুযায়ী। যথার্থ (বিশেষণ) ১ খাঁটি; সত্য; প্রকৃত। ২ যোগ্য; উপযুক্ত। □ (বিশেষ্য) যথার্থতা; যথার্থ্য। যথার্থত, যথার্থতঃ (ক্রিয়াবিশেষণ) প্রকৃত প্রস্তাবে; প্রকৃতপক্ষে; ন্যায়ত; বস্তুত। যথার্হ (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) যথাযোগ্য; যথোচিত। যথাশক্তি, যথাসাধ্য (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) ক্ষমতানুযায়ী; যতদূর সাধ্য।যথাশাস্ত্র (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) গৃহীত শাস্ত্রীয় নিয়মমাফিক; শাস্ত্রের বিধান অনুসারে। যথাসময়ে, যথাসময় (ক্রিয়াবিশেষণ) সময়মতো; উপযুক্ত সময়ে বা কালে। যথাসম্ভব (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) যতখানি সম্ভব তা। যথাসর্বস্ব (বিশেষ্য) সমস্ত সম্পত্তি; সবকিছু। যথাস্থান (বিশেষ্য) নির্দিষ্ট জায়গা; উপযুক্ত স্থান (ছানা যথাস্থানে পৌঁছিতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। যথাস্থিত (বিশেষণ) প্রকৃত; সত্য। □ (ক্রিয়াবিশেষণ) ঠিকভাবে। {(তৎসম বা সংস্কৃত) যদ্+থা(থাল্)}
- Bengali Word যথেচ্ছ, যথেচ্ছা (বিরল) English definition [জথেচ্ছো, যথেচ্ছা] (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) যা ইচ্ছে; ইচ্ছানুযায়ী; ইচ্ছানুসারে; ইচ্ছামতো। যথেচ্ছাচার (বিশেষ্য) খুশিমতো ব্যবহার; স্বেচ্ছাচার; অসংযত আচরণ; স্বৈরাচার; উচ্ছৃঙ্খলতা। যথেচ্ছাচারী (-রিন্) (বিশেষণ) ইচ্ছামতো ব্যবহার করেন এমন; স্বেচ্ছাচারী; স্বৈরাচারী; উচ্ছৃঙ্খল; অবাধ্য। যথেচ্ছাচারিণী (স্ত্রীলিঙ্গ)। যথেচ্ছাচারিতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) যথা+ইচ্ছা; অব্যয়ী}
- Bengali Word যথেষ্ট English definition [যথেশ্টো] (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) ১ প্রচুর; অনেক; খুব; পর্যাপ্ত। ২ দরকারমতো; প্রয়োজনানুরূপ; বাঞ্ছানুযায়ী। {(তৎসম বা সংস্কৃত) যথা+ইষ্ট}
- Bengali Word যথোক্ত English definition [জথোক্তো] (বিশেষণ) যেরূপ বলা হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) যথা+উক্ত}
- Bengali Word যথোচিত, যথোপযুক্ত English definition [জথোচিতো, যথোপোজুক্তো] (বিশেষণ) ১ উচিত- রকম; যথাযোগ্য; উপযুক্তরূপ। □ (ক্রিয়াবিশেষণ) উপযুক্তরূপে; যথাযোগ্যভাবে। {(তৎসম বা সংস্কৃত) যথা+উচিত, উপযুক্ত}
- Bengali Word যদবধি English definition [জদোবোধি] (ক্রিয়াবিশেষণ) ১ যে সময় পর্যন্ত; যে পর্যন্ত। ২ যখন থেকে; যে সময় থেকে। {(তৎসম বা সংস্কৃত) যদ্+অবধি}
- Bengali Word যদর্থে English definition [জদর্থে] (অব্যয়) যে জন্য; যে কারণে; যে উদ্দেশ্যে (দেবরাজ যদর্থে আমাকে আপনার নিকট প্রেরণ করিয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) যদ্+অর্থে}
- Bengali Word যদা English definition [জদা] (অব্যয়) ১ যখন; যে সময়। ২ যেহেতু। ৩ যে পর্যন্ত। {(তৎসম বা সংস্কৃত) যদ্+দা}
- Bengali Word যদি English definition [জোদি] (অব্যয়) ১ সন্দেহ; সংশয়জ্ঞাপক (যদি তোর ডাক শুনে কেউ না আসে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কার্যকারণ সম্পর্ক বা হেতু জ্ঞাপক (যদি বৃষ্টিতে ভেজ তবে সর্দি জ্বর দুইই হবে)। ৩ অবধারণ বা বিকল্প জ্ঞাপক (যদি গানটান শুনাও তবে খুব খুশি হই)। ৪ সম্ভাবনাজ্ঞাপক (যদি আজ বেতন পাই তবে একটা কলম কিনব)। ৫ যখন; যেহেতু (এলেই যদি তবে আজকের দিনটা থেকেই যাও)। যদিই, যদিস্যাৎ (অব্যয়) সংশয়াদির দৃঢ়তাবোধক। যদিও, যদিচ (অব্যয়) সত্ত্বেও; যদ্যপি (যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। যদিনা (অব্যয়) না যদি হতো; না হলেও। যদিবা (অব্যয়) সম্বাবনা নেই তবুও যদি হয়; যদি দৈবৎ ঘটে। {(তৎসম বা সংস্কৃত) √যৎ+ই}
- Bengali Word যদু English definition [জোদু] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণের রাজা যযাতির জ্যেষ্ঠ পুত্র; পৌরাণিক রাজা। ২ যদুবংশ। ৩ উত্তর ভারতে যমুনা নদীর পশ্চিমে অবস্থিত দেশবিশেষ। যদুকুলপতি, যদুনাথ, যদুপতি (বিশেষ্য) কৃষ্ণ। যদু বংশ (বিশেষ্য) কৃষ্ণ যে বংশে জন্মগ্রহণ করেছিলেন। যদুমধু (বিশেষ্য) (আলঙ্কারিক) যে কোনো লোক; ইতরজন। {(তৎসম বা সংস্কৃত) যদু}
- Bengali Word যদৃচ্ছা English definition [জদ্দৃচ্ছা] (বিশেষ্য) ১ নিজের খেয়াল- খুশি (যদৃচ্ছাচার)। ২ অনায়াস; অক্লেশ (যদৃচ্ছালব্ধ)। ৩ আকস্মিক; দৈবাৎ; স্বতঃসংঘটন। যদৃচ্ছাক্রমে (ক্রিয়াবিশেষণ) অনায়াসে। যদৃচ্ছালব্ধ (বিশেষণ) অনায়াসলব্ধ। {(তৎসম বা সংস্কৃত) যদ্+ঋচ্ছা}
- Bengali Word যদৃভবিষ্য English definition [যদৃভোবিশ্শো] (বিশেষণ) ভাগ্যের উপর সম্পূর্ণ নির্ভরশীল ও নিশ্চেষ্ট। {(তৎসম বা সংস্কৃত) যদ্+ ভবিষ্য; (বহুব্রীহি সমাস)}