য পৃষ্ঠা ১৫
- Bengali Word যোশ English definition ⇒ জোশ
- Bengali Word যোষা, যোষিৎ, যোষিতা English definition [জোশা, জোশিত্, জোশিতা] (বিশেষ্য) ১ নারী; পত্নী (যোষাগণ মঙ্গলাচরণে প্রবৃত্ত হবেন)। {(তৎসম বা সংস্কৃত) √যুষ্+অ(অচ্)+আ(টাপ্), +ইৎ(ইতি), +আ(টাপ্)}
- Bengali Word যোহর English definition ⇒ জোহর
- Bengali Word যোহরা English definition ⇒ জোহরা১
- Bengali Word যোড় English definition ⇒ জোড়
- Bengali Word যোড়া English definition ⇒ জোড়া১ ও জোড়া২
- Bengali Word যোড়ানো English definition ⇒ জোড়ানো
- Bengali Word যোয়ান ১ English definition ⇒ জোয়ান১
- Bengali Word যোয়ান ২ English definition [জোয়ান্] (বিশেষ্য) মসলা জাতীয় ক্ষুদ্র শস্য। {(তৎসম বা সংস্কৃত) যমানী>}
- Bengali Word যোয়াল English definition ⇒ জোয়াল
- Bengali Word যৌ English definition [জোউ] (বিশেষ্য) গালা; লাক্ষা। {(তৎসম বা সংস্কৃত) জতু>}
- Bengali Word যৌক্তিক English definition [জোউক্তিক্] (বিশেষণ) ১ যুক্তিযুক্ত; যুক্তিসঙ্গত; যুক্তিসিদ্ধ। ২ প্রামাণিক। ৩ যুক্তিকারী। {(তৎসম বা সংস্কৃত) যুক্তি+ইক(ঠক্)}
- Bengali Word যৌগ English definition [জোউগো] (বিশেষ্য), (বিশেষণ) রাসায়নিক প্রক্রিয়ায় একাধিক মৌলিক পদার্থ নির্দিষ্ট অনুপাতে সংযুক্ত হয়ে যে তৃতীয় নতুন পদার্থ সৃষ্টি করে তাকে যৌগিক বলে (যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে ভাঙ্গিলে উহা আর যৌগ থাকে না-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)।যৌগিক (বিশেষ্য), (বিশেষণ) ১ একাধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত পদার্থকে যৌগিক বলা হয়; compound (চিনি, লবণ, পাণি প্রভৃতি যৌগিক পদার্থ-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ২ প্রকৃতি প্রত্যয় দিয়ে গঠিত শব্দ। ৩ মিশ্র; জটিল। ৪ যোগ সম্পর্কিত। যৌগিক ক্রিয়া (বিশেষ্য) (ব্যাকরণ) অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় (যথা- ছেড়ে দাও)। {(তৎসম বা সংস্কৃত) যোগ+অ(অণ্)}
- Bengali Word যৌগপদ্য English definition [জোউগোপোদ্দো] (বিশেষ্য) যা যুগপৎ বা একই কালে বা সঙ্গে সংঘটিত হয়। {(তৎসম বা সংস্কৃত) যুগপৎ+অ(অণ্)+য(ষঞ্)}
- Bengali Word যৌতুক, যৌতুক (বিরল) English definition [জোউতুক্] (বিশেষ্য) ১ বিবাহে বর- কনেকে যে সব মূল্যবান দ্রব্য দেওয়া হয়। ২ মুখে ভাত বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে প্রদত্ত উপহার। {(তৎসম বা সংস্কৃত) যুতক+অ(অণ্)}
- Bengali Word যৌথ English definition [জোউথো] (বিশেষণ) ১ যুক্ত; একত্রীকৃত; মিলিত। ২ বহুজন মিলে একত্রভাবে কৃত; joint। যৌথ কারবার (বিশেষ্য) কয়েকজন মিলিতভাবে যে ব্যবসা করে। {(তৎসম বা সংস্কৃত) যূথ+ অ(অণ্)}
- Bengali Word যৌন English definition [জোউনো] (বিশেষণ) ১ যোনি সম্পর্কিত; যোনিগত। ২ যোনিজাত; যোনি থেকে উদ্ভূত; sexual। ৩ স্ত্রী-পুরুষের সঙ্গম সম্পর্কিত; কাম সম্বন্ধীয়। ৪ স্ত্রী-পুরুষের বিবাগ- ঘটিত সম্বন্ধ। {(তৎসম বা সংস্কৃত) যোনি+অ(অণ্)}
- Bengali Word যৌবত English definition [জোউবোত্] (বিশেষ্য) যুবতী। যৌবতী (ব্রজবুলি) (বিশেষ্য) যুবতীরা; তরুণীগণ (বর-যৌবতী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) যুবতী+অ(অণ্)}
- Bengali Word যৌবন English definition [জোউবন্] (বিশেষ্য) তরুণ বয়স; তরুণ অবস্থা; তারুণ্য; যুবা অবস্থা। যৌবন কল্টক (বিশেষ্য) বয়স ফোঁড়া। যৌবনবতী (বিশেষ্য) যুবতী; তরুণী। যৌবনভার (বিশেষ্য) যৌবন- উদ্ভূত দেহের পুষ্টি; পূর্ণ বিকশিত যৌবনের গৌরব। যৌবন লক্ষণ (বিশেষ্য) যৌবনসুলভ (বিশেষণ) যৌবনে বা তরুণ বয়সে যা স্বাভাবিক। যৌবনাবস্থা (বিশেষ্য) যৌবন প্রাপ্ত হয়েছে যে সময়ে; যৌবনকাল। যৌবনি (বিশেষ্য) যৌবনকাল (পরমা সুন্দরী কন্যা নতুন যৌবনি-সৈয়দ আলাওল)। যৌবনোদয় (বিশেষ্য) যৌবনাবস্থা; যৌবন সমাগম। {(তৎসম বা সংস্কৃত) যুবন্+অ(অণ্)}
- Bengali Word যৌবরাজ্য English definition [জোউবোরাজ্জো] (বিশেষ্য) যুবরাজের পদ বা কার্য। {(তৎসম বা সংস্কৃত) যুবরাজ+য(ষঞ্)}