য পৃষ্ঠা ১০
- Bengali Word যিশু, যীশু English definition [জিশু] (বিশেষ্য) ১ খ্রিস্টধর্মের প্রবর্তক ঈসা নবী। {(পর্তুগিজ) Jesu, (ইংরেজি) Jesus}
- Bengali Word যিয়াদা English definition [জিয়াদা] (বিশেষণ) অধিক; বেশ। {(ফারসি) জিয়াদাহ}
- Bengali Word যিয়াফত English definition ⇒ যেয়াফত
- Bengali Word যিয়ারত English definition ⇒ জেয়ারত
- Bengali Word যুঁই English definition ⇒ জুঁই
- Bengali Word যুঁই, যূঁই, জুঁই English definition [জুঁই] (বিশেষ্য) ছোট ছোট সাদা রঙ্গের সুগন্ধি ফুলবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) যূথিকা, যূথী>}
- Bengali Word যুকতি, যুকুতি English definition ⇒ যুক্তি
- Bengali Word যুক্ত English definition [জুক্তো] (বিশেষণ) ১ সংযোজিত; সংলগ্ন; একত্র; মিলিত (যুক্তপাণি)। ২ নিয়োজিত; ব্যাপৃত; রত; নিযুক্ত (কর্মে যুক্ত)। ৩ উপযুক্ত; ন্যায্য; অনুমত (যুক্ত দন্ড)। ৪ পরিমিত; পরিমাণমতো (যুক্তাহার বিহার)। ৫ যোগরত। ৬ বিশিষ্ট (অর্থযুক্ত বাক্য)। ৭ (গণিত.) যোগ করা হয়েছে এমন; সংকলিত। যুক্তা (স্ত্রীলিঙ্গ)। যুক্তকর (ক্রিয়াবিশেষণ) দুই হাত একসঙ্গে; জোড়হাতে; কৃতাঞ্জলিপূর্বক। □ (বিশেষ্য) জোড় করা হাত। যুক্ত প্রদেশ (বিশেষ্য) বর্তমান ভারতের উত্তর প্রদেশ; আগ্রা ও অযোধ্যা প্রদেশ। যুক্তবেণী (বিশেষ্য) ১ নদীর সম্মিলন; প্রয়োগে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর মিলিত ধারা। ২ বেণীবদ্ধ কেশ; খোঁপা। যুক্তরাজ্য (বিশেষ্য) গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড; United Kingdom। যুক্তরাষ্ট্র (বিশেষ্য) আমেরিকার সংযুক্ত রাষ্ট্রসমূহ; The United States of America। যুক্তাক্ষর (বিশেষণ) মিলিত অক্ষর; সংযুক্ত বর্ণ; একাধিক বর্ণ এক সঙ্গে যুক্ত করে লিখিত ও উচ্চারিত (যথা-র্ধ্ব)। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্+ত(ক্ত)}
- Bengali Word যুক্তি, যুকতি, যুকুতি English definition [জুক্তি, জুকোতি, জুকুতি] (বিশেষ্য) ১ কারণ; হেতু (যুক্তি প্রদর্শন)। ২ বিচার; ন্যায়; reason (যুক্তিসহ)। ৩ পরামর্শ; মন্ত্রণা ((ওর সঙ্গে যুক্তি করে দেখা যাক)। ৪ সিদ্ধান্ত (শেষ পর্যন্ত এই যুক্তি করলে)। ৫ ন্যাটালঙ্কার বিশেষ। ৬ সংযোগ; মিলন। যুক্তিতর্ক (বিশেষ্য) কার্যকারণসম্মত বিতর্ক। যুক্তিদাতা (বিশেষণ) পরামর্শ দিয়ে থাকেন এমন; মন্ত্রণাদাতা। যুক্তিপূর্বক (ক্রিয়াবিশেষণ) পরামর্শ বা মন্ত্রণা বা আলোচনা করে (পরিশেষে যুক্তপূর্বক মোহনভোগ প্রস্তুত করিয়া ধূমপায়ী তপস্বীর আস্যে অর্পিত করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। যুক্তিযুক্ত, যুক্তিসঙ্গত, যু্ক্তিসম্মত, যুক্তিসহ (বিশেষণ) উচিত; ন্যায়সঙ্গত; উপযুক্ত; যুক্তিসিদ্ধ। যুক্তিহীন (বিশেষণ) অযৌক্তিক; বিচারহীন; হেতুহীন; অন্যায়। যুক্তিষ্ঠিা (বিশেষণ) যুক্তির প্রতি নিষ্ঠাসম্পন্ন। যুক্তিনিষ্ঠা (বিশেষ্য) যুক্তির প্রতি নিষ্ঠা বা আসক্তি। যুক্তিবাদ (বিশেষ্য) যুক্তিভিত্তিক মতবাদ। যুক্তিবাদী (বিশেষণ) যুক্তিবাদ অনুসারী। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্+ত(ক্তি)=যুক্তি>(স্বরাগমে) যুকতি, যুকুতি}
- Bengali Word যুগ English definition [জুগ্] (বিশেষ্য) ১ বারো বছর সময়; সত্য ত্রেতা দ্বাপর ও কলি নামক চার যুগ; পৌরণিক কাল বিভাগ। ২ সময়; কাল; আমল (তাদের যুগে এমন হতো না)। ৩ জোড়া; যুগ্ন; যুগল (পদযুগ)। ৪ চার হাত পরিমাণবিশেষ। ৫ জোয়াল; yoke (যুগন্ধর)। যুগক্ষয়, যুগান্ত (বিশেষ্য) প্রলয়কাল; যুগের শেষ। যুগধর্ম (বিশেষ্য) কাল উপযোগী আচার- ব্যবহার; যুগোচিত ধর্ম; কোনো যুগের ঝোঁক বা বৈশিষ্ট্য। যুগন্ধর (বিশেষ্য) ১ জোয়ালের সঙ্গে যুক্ত কাঠ; লাঙ্গলের ঈষ; গাড়ির বোম। ২ পর্বতবিশেষ; মেরুর সর্বাপেক্ষা নিকটবর্তী পর্বত। ৩ যুগকে ধারণ করেন যিনি; অনন্যাসাধারণ প্রতিভাধর; যুগপ্রবর্তক (মধুসূদন ছিলেন যুগন্ধর)। যুগসন্ধি (বিশেষ্য) এক যুগের সমাপ্তি ও অন্য যুগের আরম্ভকাল; transition। যুগান্তর (বিশেষ্য) ১ অন্য বা অপর যুগ। ২ বিশিষ্ট যুগ বা কাল প্রবর্তন (যুগান্তর সৃষ্টি)। যুগান্তর যুগান্তর (বিশেষ্য) যুগের পর যুগ; বহু যুগ। যুগোপযোগী (বিশেষণ) নির্দিষ্ট যুগের পক্ষে উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত)√যুজ্+অ(ঘঞ্)}
- Bengali Word যুগপৎ English definition [জুগোপত্] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) একই কালে; সমকালীন; একই সঙ্গে (এই অন্যোন্যবিমুখ প্রাথমিক সংস্কার দুটো যগপৎ কার্যকর-সুধীণ্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) যুগ+পদ্}
- Bengali Word যুগল English definition [জুগল্] (বিশেষ্য) জোড়া; যুগ্ম; দুটি। {(তৎসম বা সংস্কৃত) যুজ্+অল(কলচ্)}
- Bengali Word যুগানো English definition ⇒ জোগানো
- Bengali Word যুগান্ত, যুগান্তর English definition ⇒ যুগ
- Bengali Word যুগি, যুগী English definition [জুগি] (বিশেষ্য) হিন্দু সম্প্রদায় বিশেষ। যুগিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) যোগী>}
- Bengali Word যুগোপযোগী English definition ⇒ যুগ
- Bengali Word যুগ্ম English definition [জুগ্মো] (বিশেষ্য) যুগল; জোদা; দুই। □ (বিশেষণ) ১ সহযোগী (যুগ্ম সম্পাদক)। ২ (গনিত.) যে সংখ্যাকে দুই ভাগ করলে মিলে যায়; জোড় (যুগ্ম রাশি)। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্+ম(মক্)}
- Bengali Word যুগ্যি English definition [জুগ্গি] (বিশেষণ) যোগ্য; উপযুক্ত (তুই কি আমার যুগ্যি?-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) যোগ্য>}
- Bengali Word যুজ English definition ⇒ জুজ
- Bengali Word যুঝা English definition [জুঝা] (ক্রিয়া) ১ যুদ্ধ করা; লড়াই করা। ২ বাধাবিঘ্নাদি অতিক্রমপূর্বক কৃতকার্যতা লাভের জন্য প্রাণপণে চেষ্টা করা। যুঝানো (ক্রিয়া) ১ যুদ্ধ করানো; লড়াই করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। যুঝাযুঝি (বিশেষ্য) দ্বন্দ্বে পরস্পরকে পরাজিত করার চেষ্টা; ধস্তাধস্তি; লড়ালড়ি। {(তৎসম বা সংস্কৃত) √যুধ্>+ (বাংলা) আ}