য পৃষ্ঠা ১৪
- Bengali Word যোগিনী English definition [জোগিনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ যে মহিলা যোগসাধন করেন; মায়াবিদ্যায় নিপুণা নারী। ২ হিন্দু পুরাণ অনুসারে দুর্গার ৬৪ জন সখী বা সহচরী; উক্ত সহচরীদের একজন। ৩ তপস্বিনী। ৪ (জ্যোতিষ শাস্ত্র) একটি তিথি। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্+ইন্(ঘিনুন্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word যোগিয়া English definition [জোগিয়া] (বিশেষণ) ১ যোগীদের মধ্যে প্রাপ্য। ২ যোগী থেকে উদ্ভূত বা জাত। □ (বিশেষ্য) একটি রাগিণী। {(তৎসম বা সংস্কৃত) যোগ+ (বাংলা) ইয়া}
- Bengali Word যোগী (-গিন্) English definition [জোগি] (বিশেষ্য) ১ যিনি যোগ সাধন করেন; হিন্দু তপস্বী; সন্ন্যাসী বা ধ্যানী। ২ জাতিবিশেষ; যুগি। যোগিনী (স্ত্রীলিঙ্গ)। যোগীন্দ্র, যোগীশ, যোগীশ্বর ,যোগেশ, যোগেশ্বর, যোগেন্দ্র (বিশেষ্য) হিন্দু যোগীদের মধ্যে শ্রেষ্ঠ; হিন্দু দেবতা মহেশ্বর শিব মহাদেব বা বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্+ইন্(ঘিনুণ্)}
- Bengali Word যোগ্য English definition [জোগ্গো] (বিশেষণ) ১ উপযুক্ত (যোগ্য ব্যবহার); লায়েক (কাজের যোগ্য)। ২ কার্যদক্ষ; সমর্থ (এ কাজের যোগ্য ব্যক্তি বটে)। ৩ উচিত (যোগ্য শাস্তি)। যোগ্যা (স্ত্রীলিঙ্গ)। যোগ্যতা (বিশেষ্য) ১ উপযুক্ততা; সুসঙ্গতি। ২ সামর্থ্য; ক্ষমতা। {(তৎসম বা সংস্কৃত) যোগ+য(যৎ)}
- Bengali Word যোজক English definition [জোজোক্] (বিশেষণ) সংযোগ স্থাপনকারী। □ (বিশেষ্য) ১ (ভূবিদ্যা) যে সংকীর্ণ ভূখন্ড দুটি বৃহৎ ভূখন্ডকে যুক্ত করে; isthmus। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্+অক(ণ্বূল্)}
- Bengali Word যোজন English definition [জোজোন্] (বিশেষ্য) ১ সংযোজন; একত্ররণ। ২ সংঘটন। ৩ চারক্রোশ। যোজনগন্ধা (বিশেষ্য) ১ গন্ধ যোজন ব্যাপিয়া বিস্তৃত; মৃগনাভি; মিশ্ক; কস্তুরী। ২ হিন্দু পুরোণোক্ত ব্যাসজননী সত্যবতী; মৎস্যগন্ধা। যোজনা (বিশেষ্য) যুক্ত করা; সংযোজন; নিয়োজন; সংঘটন পরিকল্পনা; plan। যোজনীয় (বিশেষণ) যোজনার যোগ্য। যোজিত (বিশেষণ) সংযুক্ত বা একত্র কবরা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্+অন(ল্যুট্)}
- Bengali Word যোজিত English definition ⇒ যোজন
- Bengali Word যোটক English definition [জোটোক্] (বিশেষণ) মিলিত করে এমন; ঘটক। □ (বিশেষ্য) মিলন; যোগ। রাজযোটক (বিশেষ্য) রাশি- গ্রহ সবদিক থেকে বরকন্যার শুভ বিধায়ক মিল; শ্রেষ্ঠ যোটকবিশেষ; চমৎকার মিল। {(তৎসম বা সংস্কৃত) √যৌট্>}
- Bengali Word যোটা English definition ⇒ জোটা
- Bengali Word যোটানো English definition ⇒ জোটানো
- Bengali Word যোত English definition ⇒ জোত
- Bengali Word যোতা English definition ⇒ জোতা
- Bengali Word যোতান English definition ⇒ জোতানো
- Bengali Word যোত্র ১ English definition ⇒ যোক্ত্র
- Bengali Word যোত্র ২ English definition [জোত্ত্রো] (বিশেষ্য) ১ উপায়; পন্থা (যাহার স্বাদ লওনের যোত্র তাহা ছিল না-তারিণীচরণ মিত্র)। ২ সম্পত্তি; সহায়। ৩ অবলম্বন; আশ্রয়। যোত্রহীন (বিশেষ্য) ১ অবলম্বনহীন; উপায়হীন (জমিদার কোনও বিষয় কিনিলে যোত্রহীনেরা সুপ্রীম কোর্টে তাঁহার নামে নালিশ করিত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √যু+ত্র(ষ্ট্রন্)}
- Bengali Word যোদ্ধ English definition ⇒ যোদ্ধা
- Bengali Word যোদ্ধা, যোদ্ধ English definition [জোদ্ধা, জোদ্ধ্] (বিশেষ্য) যে যুদ্ধ বা সংগ্রাম করে; সিপাহি; যুদ্ধকারী; রণকুশলী; সৈনিক। যোদ্ধবর্গ (বিশেষ্য) যোদ্ধাগণ; সৈনিকগণ। যোদ্ধবেশ (বিশেষ্য) যুদ্ধকারীর পোশাক; সৈনিকের সাজ। {(তৎসম বা সংস্কৃত) √যুধ্+তৃ(তৃচ্)}
- Bengali Word যোধ English definition [জোধ্] (বিশেষ্য) ১ যুদ্ধ; লড়াই; রণ। ২ যোদ্ধা; বীর (কোন্ যোধ...রোধিত তাঁহারে-মাইকেল মধূসূদন দত্ত)। যোধরাব (বিশেষ্য) একজন যোদ্ধার প্রতি আর একজন যোদ্ধার স্পর্ধিত আহ্বান (কোথায় সে যোধরাব শ্রুতি বিভীষণ-ইহ)। {(তৎসম বা সংস্কৃত) √যুধ্+অ(অচ্)}
- Bengali Word যোধন English definition [জোধোন্] (বিশেষ্য) ১ যুদ্ধ; রণ। ২ যোদ্ধা; সিপাহি; সৈনিক। ৩ যুদ্ধের নিমিত্ত অস্ত্র; যুদ্ধাস্ত্র। ৪ যুদ্ধে পটু; রণপটু। {(তৎসম বা সংস্কৃত) √যুধ্+অন(ল্যুট্)}
- Bengali Word যোনি, যোনী English definition [জোনি] (বিশেষ্য) ১ উৎপত্তিস্থান (বীরযোনি স্বর্ণলঙ্কা-মাইকেল মধূসূদন দত্ত)। ২ স্ত্রী- চিহ্ন; স্ত্রী- জননেন্দ্রিয়। ৩ জাতি; জন্ম (প্রেতযোনি)। {(তৎসম বা সংস্কৃত) √যু+নি}