য পৃষ্ঠা ৭
- Bengali Word যাজ্ঞসেনী English definition [জাগ্গোঁশেনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) দ্রৌপদী। {(তৎসম বা সংস্কৃত) যজ্ঞসেন+ই(ইঞ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word যাজ্ঞিক English definition [জাগ্গিক্] (বিশেষ্য) পুরোহিত। □ (বিশেষণ) যজ্ঞের প্রয়োজনীয় দ্রব্যাদি; যজ্ঞীয়। ২ যজ্ঞের হিতকর। {(তৎসম বা সংস্কৃত) যজ্ঞ+ইক(ঠক্)}
- Bengali Word যাজ্ঞিকান্ন English definition [জাগ্গিঁক্ অন্নো] (বিশেষ্য) যজ্ঞের চরু বা পায়েস। {(তৎসম বা সংস্কৃত) যাজ্ঞিক+অন্ন}
- Bengali Word যাজ্য English definition ⇒ যাজন
- Bengali Word যাঠা English definition ⇒ জাঠা
- Bengali Word যাণাইবোঁ (মধ্যযুগীয় বাংলা) English definition [জানাইবোঁ] (ক্রিয়া) জানাব (জানাইবোঁ কংস যেন করএ বিচা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √জ্ঞা>}
- Bengali Word যাত ১ English definition [জাতো] (বিশেষণ) ১ অতীত; গত। ২ বিদিত; জ্ঞাত। ৩ লব্ধ; প্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) √যা+ত(ক্ত)}
- Bengali Word যাত ২ English definition [জাতো] (মধ্যযুগীয় বাংলা) (সর্বনাম) ১ যার (যাত খিধা বসে-বড়ু চণ্ডীদাস)। ২ যাতে; যেকানে (সে পথে না জায়িব যাত দাণী কাহ্নাঞি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) যাত্রা>}
- Bengali Word যাতনা English definition [জাতোনা] (বিশেষ্য) ১ দুঃখ; সাংঘাতিক যন্ত্রণা; তীব্র বেদনা (কি যাতনা বিষে বুঝিবে সে কিসে-কৃষ্ণচন্দ্র মজুমদার)। ২ নিপীড়ন (ছেলেটি মাকে বড় যাতনা দিক)। {(তৎসম বা সংস্কৃত) যন্ত্রণা>}
- Bengali Word যাতব্য English definition [জাতোব্বো] (বিশেষণ) ১ যাওয়ার যোগ্য। ২ অভিযানের বা আক্রমণের উপযুক্ত। ৩ প্রাপ্তব্য। {(তৎসম বা সংস্কৃত) √যা+তব্য}
- Bengali Word যাতা (-তৃ) English definition [জাতা] (বিশেষ্য) ১ গমনকারী; গমনকর্তা। ২ স্বামীর ভ্রাতৃপত্নী; জা। ৩ সারথি; রথচালক। ৪ পথিক। {(তৎসম বা সংস্কৃত) √যা+তৃ}
- Bengali Word যাতায়াত English definition [জাতায়াত্] (বিশেষ্য) গমনাগমন; আসা যাওয়া; গতিবিধি। যাতায়াত খরচা (বিশেষ্য) গমনাগমনের জন্য খরচা বা ভাতা রাহা খরচ। {যাতা+ আয়াত}
- Bengali Word যাতি (মধ্যযুগীয় বাংলা) English definition [জাতি] (বিশেষ্য) জাতি (যাতি আজি নষ্ট ভৈল-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) জাতি>}
- Bengali Word যাত্রা English definition [জাত্ত্রা] (বিশেষ্য) ১ গমন (আমাদের যাত্রা হল শুরু-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রস্থান; নির্গমন; বের হওয়া (যাত্রা করা)। ৩ যাপন; অতিবাহন (জীবনযাত্রা)। ৪ উৎসব- বিশেষ (রথযাত্রা)। ৫ বহুলোকের শ্রেণিবদ্ধভাবে গমন; মিছিল (শোভাযাত্রা)। ৬ দৃশ্যপটহীন মঞ্চে নাট্যাভিনয় বা গীতাভিনয়বিশেষ (যাত্রাদল)। ৭ দফা; বার (এ যাত্রা ছেড়েউ দিলাম, যাও)। যাত্রাভঙ্গ (বিশেষ্য) শুভযাত্রা না হওয়া। যাত্রার অধিকারী (বিশেষ্য) যাত্রাদলের পরিচালক বা মালিক। {(তৎসম বা সংস্কৃত) √যা+ত্র(ত্রন্+আ(টাপ্))}
- Bengali Word যাত্রিক English definition [জাত্ত্রিক্] (বিশেষণ) ১ যাত্রাকারী; যাত্রী; গমনকারী; পান্থ; পথিক; মুসাফির। ২ যাত্রা সংক্রান্ত; যাত্রার উপযুক্ত; যাত্রার যোগ্য। □ (বিশেষ্য) ১ তীর্থযাত্রী; তীর্থ ভ্রমণকারী। ২ পথ খরচা; পাথেয়। ৩ যাত্রার সুলক্ষণ। {(তৎসম বা সংস্কৃত) যাত্রা+ইক(ঠক্)}
- Bengali Word যাত্রী (-ত্রিন্) English definition [জাত্ত্রি] (বিশেষ্য), (বিশেষণ) যাতায়াত করে এমন; যাত্রাকারী; গমনকারী; মুসাফির; তীর্থযাত্রী। যাত্রিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) যাত্রা+ইন্(ইনি)}
- Bengali Word যাথাতথ্য English definition [যাথাতোত্থো] (বিশেষ্য) ১ প্রকৃত তত্ত্ব। ২ যথার্থতা। {(তৎসম বা সংস্কৃত) যথাতথা+য(ষ্যঞ্)}
- Bengali Word যাথাযথ্য English definition [জাথাজোত্থো] (বিশেষ্য) ঠিক অবস্থা; যাথার্থ্য। {(তৎসম বা সংস্কৃত) যথাযথ+য(ষ্যঞ্)}
- Bengali Word যাথার্থ্য English definition [জাথার্থো] (বিশেষ্য) সত্য; সত্যতা; হকিকত; স্বরুপ; প্রকৃত তথ্য; যথার্থতা। {(তৎসম বা সংস্কৃত) যথার্থ+য(ষঞ্)}
- Bengali Word যাদঃপতি English definition [জাদোপ্পোতি] (বিশেষ্য) হিন্দু বিশ্বাস মতে বরুণদেব; জলের অধিপতি; সমুদ্র (যাদঃপতি রোধঃ যথা চলোমি আঘাতে-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) যাদব্+পতি; ৬ (তৎপুরুষ সমাস)}