• Bengali Word ফাও, ফাউ English definition [ফাও, ফাউ](বিশেষ্য) আসল পরিমাণের অতিরিক্ত কিছু; মূল্যের বদলে প্রাপ্য বস্তুর চেয়ে বাড়তি সামান্য কিছু। □ (বিশেষণ) ১ অতিরিক্ত; উপরি। ২ তুচ্ছ; সামান্য (শুধু তাই নয় তিনি কিছু ফাউও দিয়েছেন-মুম)। {(তৎসম বা সংস্কৃত) স্ফার; (হিন্দি) ফাও}
    • Bengali Word ফাওড়া English definition [ফাওড়া](বিশেষ্য) লম্বা বাঁটযুক্ত চওড়া কোদাললি (ফাওড়া কোদালি লেহ; বাগানে চলিয়া যাহ-সৈয়দ হামজা)। {(হিন্দি) পাওড়া}