• Bengali Word ফোঁড়, ফোড়া English definition [ফোঁড়্‌, ফোড়া] (বিশেষ্য) ১ ছিদ্র; রন্ধ্র। ২ বেঁধন; বিঁধ। ৩ সুঁইয়ের ঘাই। (ঘন ফোঁড়ের কাঁথা দেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার; মাথা নীচু করি ফোঁড় তুলে চলেবন্দে আলী মিয়া)। এফোঁড়-ওফোঁড় (বিশেষণ) এপিঠ-ওপিঠ করে বিদ্ধ; পারাপার করে বিদ্ধ। ভুঁইফোঁড় (বিশেষণ) ১ ভূমি ফুঁড়ে ওঠে এমন। ২ হঠাৎ ধনী; বুনিয়াদি ঘরের নয় এমন। ৩ পূর্বাপর সম্পর্ক নেই এমন (ভুঁইফোঁড় সভ্যতা)। {(তৎসম বা সংস্কৃত) স্ফোটন>}
    • Bengali Word ফোঁড়া, ফোড়া, ফুঁড়া English definition [ফোঁড়া, ফোড়া, ফুঁড়া] (ক্রিয়া) ভেদ করা; বিদ্ধ করা; বিদীর্ণ করা। ফোঁড়াফুঁড়ি (বিশেষ্য) বিদ্ধকরণ ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট>}
    • Bengali Word এফোঁড়-ওফোঁড় English definition [এফোঁড় ওফোঁড়] (ক্রিয়াবিশেষণ) ১ একদিক থেকে অপরদিক পর্যন্ত (এফোঁড়-ওফোঁড় বেঁধা)। ২ সম্পূর্ণভাবে বিদ্ধ (এফোঁড়-ওফোঁড় করা)। {বাংলা √ফুঁড় <সংস্কৃত √স্ফুট্‌ (ছেঁদা করা)}