ক পৃষ্ঠা ৭৯
- Bengali Word কুন্দা English definition [কুন্দা] (বিশেষ্য) ১ মোটা কাষ্ঠখণ্ড; কাঠের গুঁড়ি (এক কাঠের কুন্দা তাহাদিগে ফেলিয়া দিলেন-রামরাম বসু)। ২ কুঁদ যন্ত্র। {(ফারসি) কন্দাহ্ (বাংলা) কন্দহ>কুন্দা}
- Bengali Word কুন্দার , কুন্দকার English definition [কুন্দার্, কুন্দোকার্] (বিশেষ্য) যে কুঁদ যন্ত্রের কাজ করে; কারিগর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্দকার>কুন্দার?; (ফারসি) কন্দাহ্+কার}
- Bengali Word কুন্দাল , কুদাল , কোদাল English definition [কুন্দাল্, কুদাল্, কোদাল্] (বিশেষ্য) কোদাল, মাটি কাটার এক প্রকার লৌহ নির্মিত যন্ত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুদ্দাল>, (তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√দল+আ(অণ্)}
- Bengali Word কুপথ English definition [কুপথ্] (বিশেষ্য) ১ পাপের পথ; অসৎ পথ; নিন্দিত পথ। ২ উঁচু নিচু পথ; দুর্গম পথ। কুপথগামী (বিশেষণ) অসৎ পথে গমন করে এমন; উম্মার্গগামী; অসচ্চরিত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+পথ; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কুপথ্য English definition [কুপোত্থো] (বিশেষ্য) অপকারী বা অহিতকর পথ্য; যে খাদ্য রোগীর জন্য ক্ষতিকর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+পথ্য; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কুপন English definition [কুপন্] (বিশেষ্য) ১ মনিঅর্ডার ফরমের যে ছেদ্য অংশে প্রেরক টাকা গ্রহণকারীর নিকট তার বক্তব্য লেখে এবং টাকা গ্রহণকারী তা কেটে রাখে। ২ এক ধরনের টিকিট যা দেখালে কোনো কিছু দাবি করতে পারা যায়। ৩ রসিদ। {(ফরাসি) Couper, (ইংরেজি) coupon}
- Bengali Word কুপরামর্শ English definition [কুপরামর্শো] (বিশেষ্য) মন্দ বা অহিতকর কার্য করার জন্য শলা বা যুক্তি; অনিষ্টকর উপদেশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+পরামর্শ; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কুপা , কুপো English definition [কুপা, কুপো] (বিশেষ্য) ১ মাটি বা চামড়ার তৈরি পেটমোটা ও সরুগলা তৈলপাত্র বিশেষ; মশক। ২ (ব্যঙ্গার্থ) স্থূলাকৃতি বা নাদাপেটা লোক। কুপোকাত, কুপোকাৎ (বিশেষ্য) পতন; ভূমিসাৎ (বুদ্ধিমান জাম্বুবান চিৎপাৎ কুপোকাৎ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) পরাজিত; পর্যুদস্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কূপক>কূপঅ>কূপ, কুপ}
- Bengali Word কুপাত্র English definition [কুপাত্ত্রো] (বিশেষ্য) ১ অযোগ্য বা অসৎ ব্যক্তি। ২ অযোগ্য বর; রূপহীন বা গুণহীন পাত্র। □ (বিশেষণ) অপাত্র; মন্দ আধার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+ পাত্র; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কুপান , কুপানো English definition ⇒ কোপানো
- Bengali Word কুপি , কুপী (মধ্যযুগীয় বাংলা), কুপ্পী English definition [কুপি, কুপি, কুপ্পি] (বিশেষ্য) ১ ছোট কুপা; মশক; চর্মনির্মিত থলি বিশেষ। ২ টিনের তৈরি কেরোসিনের প্রদীপ বিশেষ; টিনের ডিবার মতো বাতি; চেমি (কেরোসিনের কুপিটা জ্বলতেই থাকে-শামসুল হক; রাত্রে কম্পিত কুপি শিখা-আসি)। ৩ তৈলাদি ঢালার চোঙ্গা বা ডিবাবিশেষ (কুপি ভরি তৈল দেয় তেলি, তেলি ঘরে তৈল কুপী ভরি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুপ+ইন্ =(তৎসম বা সংস্কৃত শব্দ ) কুপী>}
- Bengali Word কুপিত English definition [কুপিতো] (বিশেষণ) ১ রাগান্বিত; ক্রুদ্ধ; বিরক্ত; অসন্তুষ্ট (কুপিত হইয়া চুলেরে সরাতে চিঁড়িছে হাতের সুতো-(জসীমউদ্দীন))। ২ প্রবল বৃদ্ধিপ্রাপ্ত; দূষিত (পিত্ত কুপিত হওয়া)। কুপিতা (স্ত্রীলিঙ্গ)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কুপ্+ত(ক্ত)}
- Bengali Word কুপী English definition ⇒ কুপি
- Bengali Word কুপুত্র English definition [কুপুত্ত্রো] (বিশেষ্য) দুশ্চরিত্র বা অবাধ্য পুত্র; গুণহীন বা অযোগ্য ছেলে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+পুদ্র; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুপুরুষ English definition [কুপুরুষ] (বিশেষ্য) ১ পুরুষোচিত গুণহীন ব্যক্তি। ২ কুশ্রী বা কুচরিত্র ব্যক্তি। ৩ কাপুরুষ ব্যক্তি। □ (বিশেষণ) ১ পুরুষের লক্ষণশূন্য; পৌরুষহীন। ২ অসচ্চরিত্র বা কুশ্রী। ৩ কাপুরুষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+পুরুষ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুপো , কুপোকাৎ , কুপোকতা English definition ⇒ কুপা
- Bengali Word কুপোষ্য English definition [কুপোশ্শো] (বিশেষ্য), (বিশেষণ) ১ অকর্মণ্য বা অকৃতজ্ঞ পোষ্য; যে প্রতিপালিত হয়ে শেষে প্রতিপালকের প্রতিদান দেয় না। ২ অবাঞ্ছিত পোষ্য; গলগ্রহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+পোষ্য; ( কর্মধারয় সমাস)}
- Bengali Word কুপ্পী English definition ⇒ কুপি
- Bengali Word কুপ্য English definition [কুপ্পো] (বিশেষ্য) সোনা ও রুপা ছাড়া অন্য যে কোনো ধাতু; base-metal । কুপ্যশালা (বিশেষ্য) তামা কাঁসা ইত্যাদি ধাতুর পাত্র-নির্মাণের স্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গুপ্+য(ক্যপ্)}
- Bengali Word কুফর , কোফর English definition [কুফর্, কোফর্] (বিশেষ্য) ১ আল্লাহর প্রত্যাদিষ্ট সত্য প্রত্যাখ্যান; অবাধ্যতা। ২ বহু ঈশ্বরবাদ; আল্লাহর একত্বের প্রতি অবিশ্বাস; আল্লাহতে অবিশ্বাস (তাঁর দীন প্রচারে কুফর হৈল নাশ-সৈয়দ আলাওল)। ৩ মিথ্যা শাস্ত্র (কাফর করিল লোকে কোফর পড়িয়া- ভারতচন্দ্র রায় গুণাকর)। ৪ অকৃতজ্ঞতা। কুফরি, কুফরী (বিশেষণ) (স্বজাতির কুফরী ঐতিহ্যের গর্ব ছাড়েনি-আহমদ শরীফ)। কুফরি ফতোয়া (বিশেষ্য) কাফের সাব্যস্ত করে ফতোয়া দেওয়া (শেষ অস্ত্র কুফরী ফতোয়া আরোপ করা হইল-মাওলানা মুস্তাফিজুর রহমান)।{(আরবি) কুফর; (আরবি) কুফরী}