- Bengali Word কুপি , কুপী (মধ্যযুগীয় বাংলা), কুপ্পী English definition [কুপি, কুপি, কুপ্পি] (বিশেষ্য) ১ ছোট কুপা; মশক; চর্মনির্মিত থলি বিশেষ।
২ টিনের তৈরি কেরোসিনের প্রদীপ বিশেষ; টিনের ডিবার মতো বাতি; চেমি (কেরোসিনের কুপিটা জ্বলতেই থাকে-শামসুল হক; রাত্রে কম্পিত কুপি শিখা-আসি)।
৩ তৈলাদি ঢালার চোঙ্গা বা ডিবাবিশেষ (কুপি ভরি তৈল দেয় তেলি, তেলি ঘরে তৈল কুপী ভরি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কুপ+ইন্ =(তৎসম বা সংস্কৃত শব্দ ) কুপী>}
- Bengali Word কুপিত English definition [কুপিতো] (বিশেষণ) ১ রাগান্বিত; ক্রুদ্ধ; বিরক্ত; অসন্তুষ্ট (কুপিত হইয়া চুলেরে সরাতে চিঁড়িছে হাতের সুতো-(জসীমউদ্দীন))।
২ প্রবল বৃদ্ধিপ্রাপ্ত; দূষিত (পিত্ত কুপিত হওয়া)।
কুপিতা (স্ত্রীলিঙ্গ)।
{( তৎসম বা সংস্কৃত শব্দ) √কুপ্+ত(ক্ত)}
- Bengali Word প্রকুপিত English definition [প্রোকুপিতো] (বিশেষণ) অত্যন্ত রুষ্ট বা রাগান্বিত।
প্রকুপিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)।
{(তৎসম বা সংস্কৃত) প্র+□ কুপ্+ত(ক্ত)}