ক পৃষ্ঠা ৭৮
- Bengali Word কুনকে English definition ⇒ কনকি
- Bengali Word কুনখ English definition [কুনখ্/কুনোখ্] (বিশেষ্য) রোগাক্রান্ত নখ। □ (বিশেষণ) কুৎসিত নখবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+নখ; (কর্মধারয় সমাস ) }
- Bengali Word কুনজর English definition [কুনজোর্] (বিশেষ্য) অশুভ দৃষ্টি; কুদৃষ্টি; বদনজর (দূর কুনজর! তুমি আজন যাদু খেলায় এলে-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+(আরবি) নজর; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুনাম English definition [কুন্v] (বিশেষ্য) দুর্নাম; বদনাম; অপযশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+নাম; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কুনাল English definition [কুনাল্] (বিশেষ্য) হিমালয়জাত পক্ষীবিশেষ (কুনাল পাখির আঁখির নীলায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√নল্+অ(অণ্)}
- Bengali Word কুনি English definition [কুনি্] (বিশেষ্য) ১ নখপ্রান্তের এ প্রকার রোগ (কুনি ওঠা)। ২ নখের কোণে প্রদাহ বা যন্ত্রণা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোণ + (বাংলা) ই=কোনি>কুনি}
- Bengali Word কুনিকা , কুনকে , কুণকে (অশুদ্ধ) English definition [কুনিকা, কুন্কে, কুন্কে] (বিশেষ্য) ১ শস্যাদি মাপার এক প্রকার পাত্র; বেতের পাত্র বা রেক (সংসারের ছোট কুন্কের মাপের বাঁধা বরাদ্দে অধিকাংশ লোকের বেশ চলিয়া যায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মাপ বা পরিমাণবিশেষ (সেই পোনার চারা বিক্রী হবে কুণকে হিসাবে প্যোনাঘাটে-প্রেমেন্দ্র মিত্র)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুঞ্চিকা>কুন্নিকা>কুনিকা>কুনকে}
- Bengali Word কুনীতি English definition [কুনিতি] (বিশেষ্য) ১ দুর্নীতি; খারাপ নিয়ম; কুৎসিত আচরণ। ২ ভ্রান্তনীতি; অনুচিত নীতি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+নীতি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুনো , কুণো (অশুদ্ধ) English definition [কুনো] (বিশেষ্য) ১ কোণ সংক্রান্ত; ঘরের কোণে থাকতে ভালোবাসে এরূপ; ঘর থেকে বের হতে চায় না এমন। (এরা কোনদিন কোথাও যেতেও চায় না, নড়তেও চায় না-ভারি কুনো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ অমিশুক; অন্যের সঙ্গে আলাপে অনিচ্ছুক। ৩ সদা সঙ্কুচিত; লাজুক। ৪ কোণ সম্বন্ধীয়। কুনোব্যাঙ, কুনোবেঙ (বিশেষ্য) ১ যে ব্যাঙ ঘরের কোণের গর্তে বাস করে এবং কোণের গণ্ডীর বাইরে কাদচিৎ যায়; কূপমণ্ডূক। ২ ((আলঙ্কারিক)) ঘরকুনো লোক, কূপমণ্ডূক ব্যক্তি; বহুদর্শী নয় এমন লোক। কুনোমাতাল-অমিশুক মাতাল (নিতান্তই তুমি কুনোমাতাল-আজিমুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোণ+(বাংলা ) উয়া=কোনুয়া>কোনো>কুনো>}
- Bengali Word কুন্ঠ English definition [কুন্ঠো] (বিশেষ্য) ১ অনিচ্ছুক; অনুদান; কাতর (ব্যয়কুন্ঠ)। ২ সংকুচিত। ৩ অকর্মণ্য; অলস (কর্মকুন্ঠ)। ৪ ব্যাহত; প্রতিরুদ্ধ। কুন্ঠা (বিশেষ্য) ১ সংকোচ। ২ লজ্জা। ৩ জড়তা। ৪ ভয়। কুন্ঠিত (বিশেষণ) ১ সংকুচিত; সংকোচগ্রস্ত; দ্বিধান্বিত। ২ লজ্জিত; অপ্রতিভ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুণ্ঠ্+অ(অচ্)}
- Bengali Word কুন্ঠক English definition [কুন্ঠক্] (বিশেষণ) অপদার্থ; কুকর্মে তৎপর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুণ্ঠ্+অক(ণ্বুল্)}
- Bengali Word কুন্ঠা , কুন্ঠিত English definition ⇒ কুন্ঠ
- Bengali Word কুন্ত English definition [কুন্তো] (বিশেষ্য) ১ বর্শাকৃতি অস্ত্রবিশেষ (দুরন্ত কৌন্তিককুল কুন্তে আস্ফালিল-মাইকেল মধুসূদন দত্ত)। ২ পক্ষযুক্ত বাণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কু+অন্ত}
- Bengali Word কুন্তল English definition [কুন্তল্] (বিশেষ্য) কেশপাশ; চুল (তারি মাঝখানে কুন্তল লোল খসি পড়ে পায় কুহেলি-নিচোল-মোহিতলাল মজুমদার)। কুন্তলপেটিকা, কুন্তলপেড়ি-বি চুল বাঁধার জিনিস পত্র রাখার ছোট বাক্স(সারিকা কুন্তলপেড়ী পাছে লয়ে যায় চেড়ী, কেহ লয় বিয়নী দর্পণ-( কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। কুন্তলবৃষ্য (বিশেষ্য) কেশের শোভা ও শক্তিবর্ধক তৈল (স্ত্রীলোকের সঙ্গে ভালবাসায় পড়লে লোকে মাথায় মধ্যম নারায়ণ মাখে না, মাখে কুন্তলবৃষ্য-প্রথম চৌধুরী)। কুন্তলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কেশযুক্ত (মধুকালে বনস্থলী কুসুম-কুন্তলা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুন্ত+√লা+অ(ক)}
- Bengali Word কুন্তি , কুন্তী English definition [কুন্তি] (বিশেষ্য) পাণ্ডব-মাতা; পাণ্ডুরাজার মহিষী; শূরসেনের কন্যা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুন্তি+অ(অঞ্)+ই/ঈ}
- Bengali Word কুন্থন English definition [কুন্তন্] (বিশেষ্য) ১ কোঁথানো; কোঁথ দেওয়া। ২ কাতরানি; মলত্যাগের জন্য দম বন্ধ করে বেগ বা জোরে চাপ প্রদান। [( তৎসম বা সংস্কৃত শব্দ) √কুন্থ্+অন(ল্যুট্)}
- Bengali Word কুন্দ ১ English definition [কুন্দো] (বিশেষ্য) সাদা ফুল বিশেষ; কুন্দ ফুল(কুন্দ বরণ সুন্দর হাসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ খরাদ করার বা কুঁদার যন্ত্র; ছুতারের ভ্রমিযন্ত্র (নাক, মুখ, চক্ষু, কান কুন্দে যেন নিরমাণ-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। কুন্দকলি (বিশেষ্য) কুন্দফুলের কুঁড়ি বা মুকুল (দন্ত অলি কুন্দকলি-ভারতচন্দ্র রায় গুণাকর)। কুন্দদন্ত (বিশেষ্য) কুঁদ ফুলের মতো দন্ত। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√উন্দ্+অ; √কু+ন্(নুম্)+দ}
- Bengali Word কুন্দ ২ English definition [কুন্দো] (বিশেষ্য) ছুতারের কুঁদযন্ত্র; ভ্রমিযন্ত্র। {(ফারসি) কন্দাহ}
- Bengali Word কুন্দ ৩ English definition [কুন্দো] (ক্রিয়া) আনন্দে লাফ-ঝাঁপ দেওয়া (নাচে কুন্দে ব্যাঘ্রগণ মৃগীগণ সঙ্গে-কৃষ্ণদাস কবিরাজ )। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√কুর্দ অথবা, √কুন্দ্>}
- Bengali Word কুন্দ ৪ English definition [কুন্দো] (ক্রিয়া) অস্ত্র চেঁছে সুন্দর করা; কোঁদা (বদন চান্দ কোন্ কুন্দারে কুন্দিল গো, কেবা কুন্দিল দুই আঁখি-পদরত্নাবলী)। { (ফারসি) কন্দাহ্}