- Bengali Word কুপা , কুপো English definition [কুপা, কুপো] (বিশেষ্য) ১ মাটি বা চামড়ার তৈরি পেটমোটা ও সরুগলা তৈলপাত্র বিশেষ; মশক।
২ (ব্যঙ্গার্থ) স্থূলাকৃতি বা নাদাপেটা লোক।
কুপোকাত, কুপোকাৎ (বিশেষ্য) পতন; ভূমিসাৎ (বুদ্ধিমান জাম্বুবান চিৎপাৎ কুপোকাৎ-অবনীন্দ্রনাথ ঠাকুর)।
□ (বিশেষণ) পরাজিত; পর্যুদস্ত।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কূপক>কূপঅ>কূপ, কুপ}
- Bengali Word কুপাত্র English definition [কুপাত্ত্রো] (বিশেষ্য) ১ অযোগ্য বা অসৎ ব্যক্তি।
২ অযোগ্য বর; রূপহীন বা গুণহীন পাত্র।
□ (বিশেষণ) অপাত্র; মন্দ আধার।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+ পাত্র; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কুপান , কুপানো English definition ⇒ কোপানো