ক পৃষ্ঠা ৮০
- Bengali Word কুফল English definition [কুফল্] (বিশেষ্য) অশুভ পরিণাম; মন্দ বা খারাপ ফল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+ফল; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুফেইয়া English definition [কুফেইয়া] (বিশেষ্য) তুরস্ক দেশের এক প্রকার শিরস্ত্রাণ( …. সুটের উপরে অনেকেই মাথায় তাদের জাতীয় মস্তকাবরণ কুফেইয়া পরিধান করে -বেগম শামসুন্নাহার মাহমুদ)। {(তুর্কি) কুফেইয়া}
- Bengali Word কুবক্তা English definition [কুবক্তা] (বিশেষ্য) যে ব্যক্তি ভালো বক্তৃতা করতে পারেন না। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃ+বক্তা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুবচন , কুবাক্য , কুবাণী English definition [কুবচোন্, কুবাক্কো, কুবানি] (বিশেষ্য) ১ কুৎসিত কথা; অশ্লীল বাক্য; কটুকথা (পদাঘাত করি তারে কহিল কুবাণী-মাইকেল মধুসূদন দত্ত) ২ কুৎসা; নিন্দা (দুহিতার কুবচন শুনিয়া জননী-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+বচন, বাক্য, বাণী; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুবলয় English definition [কুবলয়] (বিশেষ্য) ১ নীলপদ্ম; নীলোৎপল। ২ পদ্ম; নলিনী; উৎপল; কমল; কোকনদ; তামরস; পঙ্কজ; পুণ্ডরীক; পুষ্কর; রাজীব; শতদল; অরবিন্দ; ইন্দীবর (মৃণাল যথা জলে যবে কুবলয় ধন লয় কেহ কাড়ি-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+বলয়; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুবা , কোবা English definition [কুবা, কোবা] (বিশেষ্য) ছাদ ও মেঝে পিটানোর অস্ত্র; পিটনে। {(ফারসি) কূবাহ্}
- Bengali Word কুবাক্য , কুবাণী English definition ⇒ কুবচন
- Bengali Word কুবাদ English definition [কুবাদ্] (বিশেষ্য) ১ কটুকথা; কুৎসিত বা অশ্লীল কথা। ২ মনোমালিন্য; অসদ্ভাব। □ (বিশেষণ) কটুভাষী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√বদ্+অ(অণ্); ( কর্মধারয় সমাস) }
- Bengali Word কুবাস English definition [কুবাশ্] (বিশেষ্য) দুর্গন্ধ। সুবাস (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+বাস; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুবাসনা English definition [কুবাশোনা] (বিশেষ্য) অসদভিপ্রায়; মন্দ বাসনা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+বাসনা; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুবিচার English definition [কুবিচার্] (বিশেষ্য) ১ অবিচার; অন্যায় বিচার; পক্ষপাতমূলক বিচার। ২ অন্যায়। সুবিচার (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+বিচার; ( কর্মধারয় সমাস) }
- Bengali Word কুবিধা English definition [কুবিধা] (বিশেষ্য) অসুবিধা; বাধাবিঘ্ন। সুবিধা (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+বিধা; (কর্মধারয় সমাস ) }
- Bengali Word কুবিন্দ English definition [কুবিন্দ্] (বিশেষ্য) তন্তুবায়; তাঁতি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√বিদ্+অ(শ)}
- Bengali Word কুবুজা English definition ⇒ কুব্জ
- Bengali Word কুবুদ্ধি English definition [কুবুদ্ধি] (বিশেষ্য) ১ নির্বুদ্ধিতা; মূর্খতা; মন্দবুদ্ধি। ২ দুর্বুদ্ধি; অসৎবুদ্ধি। □ (বিশেষণ) মন্দবুদ্ধি বিশিষ্ট; দুর্বুদ্ধিযুক্ত। সুবুদ্ধি (বিপরীতার্থক শব্দ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+বুদ্ধি; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কুবৃত্তি English definition [কুবৃত্তি] (বিশেষ্য) ১ মন্দ আচরণ; খারাপ ব্যবহার। ২ নিন্দিত জীবিকা। □ (বিশেষণ) অসৎবৃত্তিপরায়ণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+বৃত্তি; ( কর্মধারয় সমাস)}
- Bengali Word কুবেণী English definition [কুবেনি] (বিশেষ্য) মাছের খালুই বা চুবড়ি। □ (বিশেষণ) কুৎসিত বেণী বিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ)কু+বেণী; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুবের English definition [কুবের্] (বিশেষ্য) ১ যক্ষরাজ; ধনাধিপ। ২ মহাধনী (ধনকুবের)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+বের(শরীর); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কুব্জ English definition [কুব্জো] (বিশেষণ) কুঁজা; কুঁজো। □ (বিশেষ্য) বাঁকাপিঠ; ন্যুব্জপৃষ্ঠ; বক্রপৃষ্ঠ; কুঁজবিশিষ্ট। কুব্জা, কুব্জী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। ১ কুঁজবিশিষ্টা। ২ কংসের এক দাসীর নাম; শ্রীকৃষ্ণের এক প্রণয়িণী (কুব্জা ও বাঁকা শ্যামও বাঁকা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ রামায়ণোক্ত মন্থরা দাসী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√উব্জ্ (সরণ)+ অ(অচ্), গ্রি. kuphos; লা. Gibbus; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কুব্বা , কুব্যা , কুর্বা English definition [কুব্বা, কুব্যা, কুব্বা] (বিশেষ্য) খিলান্ করা ছাদ; গম্বুজ; গোলাকার তাঁবু বা ঘর (অগ্নি দীপ্তি যেন কুব্যা বলি তারে-হেয়াত মাহমুদ; সুবর্ণের কুর্বা এক দেখে তথা কায়া-হেয়াত মাহমুদ)। {(আরবি ) কুবাহ}