• Bengali Word কোপানো English definition [কোপানো] (ক্রিয়া) ১ তীক্ষ্ণধার অস্ত্র দ্বারা পুনঃপুন আঘাত করা (দা দিয়ে কোপানো)। ২ তীক্ষ্ণ অস্ত্রের কোপ দেওয়া। ৩ কোদল ইত্যাদি দ্বারা কাটা; কোপ মেরে কাটা (মাটি কোপানো)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {( ফারসি) কোব + (বাংলা) আনে=কোবানো>}