ক পৃষ্ঠা ৮১
- Bengali Word কুভোজন English definition [কুভোজন্] (বিশেষ্য) ১ অখাদ্য বস্তু ভক্ষণ। ২ মন্দ আহার; খারাপ খাওয়া (নিরবধি হবে কুভোজন-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+ভোজন; (কর্মধারয় সমাস)}
- Bengali Word কুমকুম English definition [কুম্কুম্] (বিশেষ্য) আবীর ও সুগন্ধি পানিতে পূর্ণ গোলকবিশেষ। {(আরবি) কুম্কুম্}
- Bengali Word কুমতি English definition [কুমোতি] (বিশেষ্য) দুর্বুদ্ধি; কুবুদ্ধি; অসৎ অভিপ্রায়। □ (বিশেষণ) মন্দ বুদ্ধিসম্পন্ন; অসৎ অভিপ্রায় বিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+মতি; ( কর্মধারয় সমাস) }
- Bengali Word কুমন্ত্রণা English definition [কুমন্ত্রোনা] (বিশেষ্য) কুযুক্তি; অসৎ পরামর্শ; দুষ্ট মন্ত্রণা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+মন্ত্রণা; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কুমন্ত্রী English definition [কুমোন্ত্রি] (বিশেষ্য) ১ অসৎ পরামর্শদাতা। ২ দুষ্টবুদ্ধিসম্পন্ন বা অনুপযুক্ত মন্ত্রী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+মন্ত্রী; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কুমরে পোকা English definition [কুম্রে পোকা] (বিশেষ্য) যে পোকা মাটিতে বাসা বাঁধে। {দেশি.}
- Bengali Word কুমাতা English definition [কুমাতা] (বিশেষ্য) ১ অযোগ্য মাতা; সন্তানের প্রতি দায়িত্ব পালনে অক্ষম বা অনিচ্ছুক জননী (কুপুত্র যদি বা কুমাতা কদাপি নয়-প্রব.)। ২ স্নেহহীনা মাতা; সন্তান বাৎসল্যহীন জননী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+মাতা; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কুমার ১ English definition [কুমার] (বিশেষ্য) ১ পাঁচ থেকে দশ বৎসর বয়স্ক বালক। ২ যুবরাজ; রাজপুত্র; শাহজাদা। ৩ পুত্র (রাজকুমার)। ৪ অবিবাহিত পুরুষ (চিরকুমার)। ৫ সতেরো থেকে ত্রিশ বৎসর বয়স্ক পুরুষ। ৬ হিন্দুদেবতা কার্তিকেয়; দেব-সেনাপতি। কুমারচার (বিশেষ্য) ব্রতীবালক; যে বালক চরিত্র গঠন এবং শারীরিক ও মানসিক শিক্ষা প্রতিষ্ঠানের সভ্য; বয়স্কাউট; boyscout । □ (বিশেষণ) কোমল দেহধারী (সুকুমার)। কুমারতন্ত্র (বিশেষ্য) ধাত্রী বিদ্যা ও শিশু-চিকিৎসা বিদ্যা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কুমার+ণিচ্+অ(অচ্); (তৎসম বা সংস্কৃত শব্দ)কু+মার}
- Bengali Word কুমার ২ , কুমোর English definition [কুমার্, কুমোর্] (বিশেষ্য) ১ কুম্ভকার; যে মাটির পাত্র পুতুল ইত্যাদি নির্মাণ করে। ২ হিন্দু জাতিবিশেষ। কুমারশাল ( বিশেষ্য) মাটির পাত্র ইত্যাদি তৈরি করার স্থান কুম্ভশালা; কুমারের কর্মশালা। কুমারের চাক (বিশেষ্য) হাঁড়ি কলসি প্রভৃতি স্থূলোদর পাত্রাদি নির্মাণ কার্যে ব্যবহৃত এক প্রকার গোলাকার চাকা (ঘুরে যেন কুমারের চাক-সৈয়দ হামজা)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কুম্ভকার>(প্রাকৃত) কুম্ভার>কুমার}
- Bengali Word কুমারিকা English definition [কুমারিকা] (বিশেষ্য) ১ দশ থেকে বারো বৎসর বয়স্কা কন্যা; কুমারী। ২ অনূঢ়া কন্যা। ৩ ভারতে অবস্থিত একটি অন্তরীপ। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কুমারী+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word কুমারী English definition [কুমারি] (বিশেষ্য) ১ অবিবাহিতা নারী বা বালিকা। ২ দশ থেকে বারো কিংবা ষোলো বৎসর বয়স্কা অবিবাহিতা কন্যা। ৩ কন্যা (রাজকুমারী)। ৪ রাজকন্যা। □ (বিশেষণ) ১ অবিবাহিতা; অনূঢ়া। ২ নবীন; নূতন (নূতন প্রীতি আনিবে নিতি কুমারী ঊষা অরুণা- রবীন্দ্রনাথ ঠাকুর)। কুমারীব্রত (বিশেষ্য) হিন্দু কুমারী মেয়েরা যে ব্রত পালন করে থাকে, অবিবাহিতা হিন্দু বালিকাদের ব্রতবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুমার+ঈ(ঙীপ্)}
- Bengali Word কুমির , কুমীর English definition [কুমির্] (বিশেষ্য) বিরাটাকায় হিংস্র জন্তুবিশেষ; নক্র; জলচর সরীসৃপবিশেষ। জলে কুমির ডাঙায় বাঘ-উভয় সঙ্কট। জলে বাস করে কুমিরের সাথে বিবাদ-প্রভাব-প্রতিপত্তিশালী লোকের আওতায় থেকে তার সঙ্গে বিবাদ। মেছোকুমির (বিশেষ্য) মাছ খেকো কুমির-যা আকারে ছোট হয়। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কুম্ভীর>কুম্মীর্>কুমীর, কুমির}
- Bengali Word কুমুদ , কুমুদী (পদ্য.) English definition [কুমুদ, কুমুদি] (বিশেষ্য) শালুক ফুল; লাল বা শ্বেত শাপলা ফুল (একটি কুমুদ তুলে তোমার পরিয়ে দেবো চুলে-রবীন্দ্রনাথ ঠাকুর; খুলিয়া ফেলেছে অঙ্গ হইতে জলকুমুদীর সাজ-(জসীমউদ্দীন))। কুমুদ নাথ (বিশেষ্য) চন্দ্র। কুমুদবতী (বিশেষ্য) ১ কুমুদিনী; কুমুদের ঝাড়। ২ শাপলা-শোভিত পুকুর; কুমুদপূর্ণ সরসী। □ (বিশেষণ) কুমুদপূর্ণা (কুমুদবতী সরসী)। কুমুদিনী (বিশেষ্য) ১ কুমুদ বা সুঁদির ঝাড়; শালুকের দল। ২ কুমুদ-শোভিত পুকুর বা সরসী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√মুদ্+অ(অচ্)}
- Bengali Word কুমেরু English definition [কুমেরু] (বিশেষ্য) দক্ষিণমেরু; পৃথিবীর দক্ষিণ দিকের শেষ প্রান্ত) সুমেরু (বিপরীতার্থক শব্দ)। কুমেরুবৃত্ত (বিশেষ্য) দক্ষিণ মেরুর ২৩ অক্ষাংশ উত্তরে যে অক্ষরেখা কল্পনা করা হয়, Antarctic circle । {( তৎসম বা সংস্কৃত শব্দ) কু+মেরু}
- Bengali Word কুম্ভ English definition [কুম্ভো] (বিশেষ্য) ১ ঘট; কলস (তোমার কুম্ভভরা রূপের একটি রেণু-(কাজী নজরুল ইসলাম))। ২ (জ্যোশা) দ্বাদশ রাশির একাদশ রাশি। ৩ হাতির মাথার দুই পাশের মাংসপিণ্ড। কুম্ভকার (বিশেষ্য) কুমোর; মাটির হাঁড়ি পাতিল ইত্যাদির নির্মাতা। কুম্ভমেলা (বিশেষ্য) দ্বাদশ বৎসর পর পর মাঘ ফাল্গুন মাসে তিথি বিশেষে হরিদ্বার, প্রয়োগ, দ্বারকায় মেলা ও সাধু সন্ন্যাসীদের মহসম্মেলন। কুম্ভশালা, কুম্ভশাল (বিশেষ্য) কুমোরের পোয়ানঘর; কুমোরশাল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+√উন্ভ্+অ(অচ্)}
- Bengali Word কুম্ভকর্ণ English definition [কুমভোকর্নো] (বিশেষ্য) ১ রামায়ণোক্ত রাবণের ছোটো ভাইয়ের নাম-সে ছয় মাস ঘুমাতো। ২ ((আলঙ্কারিক))যে খুব ঘুমাতে পারে; সহজে যাকে জাগানো যায় না। কুম্ভকর্ণের গুম বা নিদ্রা (বিশেষ্য) যে নিদ্রা অতি দীর্ঘস্খায়ী এবং যে নিদ্রা থেকে কাউকে জাগানো সুকঠিন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুম্ভ+কর্ণ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কুম্ভকার, কুম্ভমেলা English definition ⇒ কুম্ভ
- Bengali Word কুম্ভশাল, কুম্ভশালা English definition ⇒ কুম্ভ
- Bengali Word কুম্ভিকা English definition (বিশেষ্য) ছোট কলসি। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কুম্ভ+ক(কন্)+আ}
- Bengali Word কুম্ভিপাক English definition [কুম্ভিপাক্] (বিশেষ্য) হিন্দু শাস্ত্রোক্ত একটি নরকের নাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুম্ভী +পাক}