- Bengali Word কেবলা ১, ক্যাবলা English definition [কেব্লা, ক্যাব্লা] (বিশেষণ) স্থূলবুদ্ধি; বোকা (কেবলার মত আমি তখন একটুখানি হে হে করেছিলুম-সৈয়দ মুজতবা আলী)।
কেবলরাম (বিশেষ্য) মূর্খলোক; যে লোকের বুদ্ধি স্থূল বা মোটা।
{ (আরবি) কাবিল=উপযুক্ত; (ব্যাঙ্গার্থে) অনুপযুক্ত}
- Bengali Word কেবলা ২, কিবলা English definition [কেব্লা, কিব্লা] (বিশেষ্য) ১ মক্কার কা’বা গৃহ; যার দিকে মুখ করে নামাজ পড়া হয়।
২ পিতামাতা বা শিক্ষকের স্থলাভিষিক্ত হতে পারেন এমন শ্রদ্ধেয় ব্যাক্তি; পিতা (আপনার কেবলা সাহেব তাঁর এই গোলামের উপর বড়ই মেহেরবান ছিলেন-কাজী ইমদাদুল হক)।
{(আরবি) কিবলাহ}