- Bengali Word কানাই , কানু , কান English definition [কানাই, কানু, কানো] (বিশেষ্য) শ্রীকৃষ্ণ (তার মুখে ছাই দিয়ে সে কানাই আসিবে তোমা নিকটে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী); জলদবরণ কান দলিত অঞ্জন জনু-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী); তো বিনে উনমত কান-(বিদ্যাপতি))।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃষ্ণ> (প্রাকৃত) কণ্হ> ( বাংলা) কাহ্ন>কান+আই, উ(আদরে)=কানাই, কানু}