- Bengali Word কামলা ১ , কামিলা English definition [কাম্লা, কামিলা] (বিশেষ্য) দিনমজুর; যারা দিন-মজুরি করে খায় (কামলারা খেতি করিতে করিতে যায়; কামলার কাম বিনোদ তাও ভালা জানে-ময়মনসিংহ গীতিকা)।
{(তৎসম বা সংস্কৃত শব্দ ) কাম+ওয়ালা(=আলা)=কামলা, উচ্চারণ-বিভ্রাটে ‘কামিলা’}
- Bengali Word কামলা ২ English definition [কাম্লা] (বিশেষ্য) চক্ষু হরিদ্রাবর্ণ হয় এমন রোগ।
ন্যাবা; কাঁওল।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কামল>কামলা}