• Bengali Word কামদানি , কামদানী English definition [কাম্‌দানি] (বিশেষ্য) ১ কাপড়ে ফুল তোলার কাজ; এমব্রয়ডারি। ২ সলমা চুমকির কাজ-করা কাপড়। ৩ তুলার কাপড়ের উপর জরি বসানোর কাজ। { (বাংলা) কাম+ (ফারসি) দানি}
    • Bengali Word কামদার English definition [কাম্‌দার্‌] (বিশেষণ) ১ কারুকার্যবিশিষ্ট (জরির কামদার মখমলের বালিশ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ কারচুপি (নকশার) কাজ করা জিনিস; নকশার কাজ-করা কাপড় (কামদার টুপি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম> (বাংলা) কাম+ (ফারসি)দার}