- Bengali Word কাছারি, কাচারি English definition [কাছারি, কাচারি] (বিশেষ্য) ১ জমিদারের বা নায়েবের দপ্তর বা কার্যালয়; জমিদারের খাজনা আদায় বিচার নির্বাহ ইত্যাদির স্থান (ছোট জামাইটি চাকুরির আশায় তারই কাছারিতে লেখাপড়া করে-মীর মশাররফ হোসেন)।
২ আদালত; বিচারালয়।
৩ অফিস; কাজকর্মের স্থান।
কাছারি ঘর (বিশেষ্য) বৈঠকখানা।
কাছারি ঘর করা (ক্রিয়া) মামলা মোকদ্দমা চালানোর কষ্ট স্বীকার করা।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃত্যগৃহ>কচ্ছঘর>কাছহর+ই=কাছারি; (হিন্দী) কচহরী>কাছারি}