- Bengali Word কশি , কষি English definition [কোশি] (বিশেষ্য) ১ সরল দেখা (একটা সোজা কসির মধ্যে প্রাণ কি অনিমেষভাবে জ্বলছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)।
২ দাঁড়ি।
৩ ফলের আঁটি (পাকা ফলের বুকের মাঝে যেমন শক্ত কষি-অবনীন্দ্রনাথ ঠাকুর)।
৪ কোমরের বাঁধন; কোমর সংলগ্ন বস্ত্রের গ্রন্থি।
দাগকষি (বিশেষ্য) সরলরেখা টানার ruler বা মাপনী] {(ফারসি) কাশীদন্ কাশিশ্ }
- Bengali Word কষাকষি , কশাকশি English definition [কশাকোশি] (বিশেষ্য) ১ কোনো বিষয়ে দুই পক্ষের বাদানুবাদ; টানাটানি; তর্কবিতর্ক (দর কষাকষি)।
২ দুই পক্ষে অসন্তোষজনিত বিরূপভাব (মন কষাকষি)।
{(ফারসি) কশাকশী }
- Bengali Word আঁকশি, আঁকষি, আঁকুশি English definition [আঁক্শি, আক্ষি, আকুশি] (বিশেষ্য) ১ ফল-ফুল পাড়ার জন্য বক্রমুখ দণ্ড লগি-লগা।
২ বক্রমুখ কীলক যার সঙ্গে কোনো বস্তু ঝুলিয়ে রাখা যায়।
{(তৎসম বা সংস্কৃত) আকর্ষি> আঁকশি}