Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word -অক্ত ১ Bengali definition [অক্তো] (বিশেষণ) মিশ্রিত; লিপ্ত (তৈলাক্ত, কর্দমাক্ত)। {(তৎসম বা সংস্কৃত) √অন্জ্+ত(ক্ত)}
  • Bengali Word অ - বল্ ‌ গা Bengali definition [অবল্‌গা] (বিশেষণ) বল্‌গাহীন; উদ্দাম; অবাধ (বলক দিয়ে ক্ষীর সায়রে ছুটছে পুলক অ-বলগা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ বল্‌গা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অ - হল্য Bengali definition [অহোল্‌হেলা] (বিশেষণ) অকর্ষিত; অনাবাদী (অ-হল্য মৃত্তিকা। কী দুর্বার শক্তি তার সেই নির্দয় কৌমার্যে-অচিসে)। □ (বিশেষ্য) কর্ষণ করা যায় না বা করা উচিত নয় এমন ভূমি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+হল্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অ ১ Bengali definition [অ- এর স্বাভাবিক উচ্চারণ ‘অ’ (অনন্ত,অদৃশ্য), অ-এর বিকৃত উচ্চারণ ‘ও’-ইংরেজী home শব্দের ‘o’ এর মতো (অতি,কটু)]। বাংলা স্বরধ্বনির প্রথমটির লেখ্যরূপ এবং বাংলা স্বরবর্ণমালার প্রথম বর্ণ। এর উচ্চারণ-স্থান কন্ঠ। স্বরধ্বনির সংঙ্গে যুক্ত না হলে কোনো ব্যঞ্জনধ্বনিই পূর্ণরূপে উচ্চারিত হয় না। এজন্য ব্যঞ্জনধ্বনির উচ্চারণ সৌকর্যার্থে স্বরধ্বনির মূলরূপের প্রতীক ব্যঞ্জনধ্বনির সংঙ্গে যুক্ত হয়। স্বরধ্বনির এই প্রতীকের নাম ‘কার’। ‘অ’-স্বর ব্যতীত অন্যান্য স্বরধ্বনির পৃথক পৃথক ‘কার’ আছে। ‘অ’-স্বরের ‘কার’ অদৃশ্য অবস্থায় ব্যঞ্জনধ্বনির গায়ে আত্নগোপন করে থাকে।(ক্+অ=ক; খ্+অ=খ; গ্+অ=গ ইত্যাদি।)
  • Bengali Word অ ২ Bengali definition সম্বোধনসূচক (অ আবদুল্লাহ; অ ভাই, কেমন আছ?); খেদ-সূচক(অ কপাল!)।
  • Bengali Word অ-, অন্ Bengali definition সংস্কৃত ব্যাকরণ এবং তদনুসারী অন্যান্য ভাষার ব্যকরণে এ দুটি ‘নঞ’ অব্যয়ের রূপান্তর। নঞ্ তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যে যে ‘ন’ থাকে তা উত্তরপদের আদি বর্ণ ব্যঞ্জন হলে ‘অ’ হয়, স্বর থাকলে ‘অন্’ হয়। ‘ন’ দ্বারা অভাব, অল্পতা, অপ্রশস্ততা, অন্যত্ব, সাদৃশ্য ও বিরোধ-এই ছয় প্রকার অর্থ প্রকাশিত হয়; যথা: অভাবার্থে (ন[অ]+যত্ন=অযত্ন, ন[অন]+গতি = অগতি-অগতির গতি); অল্পতা অর্থে(ন[অন]+আয়াস = অনায়াস); অপ্রশস্ততা অর্থে(ন[অ]+কাল=অকাল, ন[অ]+সময়=অসময়); অন্যত্ব অর্থে(ন[অ]+ঘট=অঘট, ন[অ]+মুসলিম=অমুসলিম); সাদৃশ্যার্থে(ন[অ]+ব্রাহ্মন = অব্রাহ্মন-ব্রাহ্মননের মতো, যেমন-ক্ষত্রিয়); বিরোধ অর্থে(ন[অ]+ধর্ম = অধর্ম, ন[অ]+সুর=অসুর)। মধ্য বাংলায় ‘অ’ পূর্ণতা অর্থেও ব্যবহৃত হতো। যথা: অকুমারী=পূর্ণ যৌবনপ্রাপ্ত কুমারী, তরুনী। {(তৎসম বা সংস্কৃত)}
  • Bengali Word অ-ক্ষর Bengali definition [অক্‌খর্] (বিশেষণ) ক্ষরণশূন্য; স্থিতিশীল (অক্ষরজ্ঞান যদি সকলেই পায়, অ-ক্ষর অব্যয়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অ + √ক্ষর্; অ((অচ্);(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অঁকোল Bengali definition [অঁকোল্] (বিশেষ্য) আঁকড় নামক গাছ। {(তৎসম বা সংস্কৃত)অঙ্কোট>}
  • Bengali Word অংগুস্তানা, অংগুষ্ঠানা Bengali definition [ওঙ্‌গুস্‌তানা, ওঙ্‌গুশ্‌ঠানা] (বিশেষ্য) ১ অঙ্গুলাবরণ; সেলাইয়ের সময়ে সুচের খোঁচা থেকে রক্ষা পাওয়ার জন্য আঙ্গুলে ব্যবহৃত আচ্ছাদন বিশেষ। ২ চামাটি। ৩ মেজরাব। {(ফারসি) আংগুশ&তানাহ&; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত)অঙ্গুষ্ঠত্রাণ}
  • Bengali Word অংরাখা Bengali definition [আঙ্রাখা] (বিশেষ্য) পরিধেয় লম্বা ও ঢিলা জামা বিশেষ (আসমানের ঐ আঙরাখা খুন-খরাবীর রং মাথা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গরক্ষিকা}
  • Bengali Word অংশ Bengali definition [অঙ্‌শো] (বিশেষ্য) ১ ভাগ; খণ্ড(‘অংশ করে বংশ পড়ে’)। ২ অঞ্চল; স্থান। ৩ মালিকানা; স্বত্ব; share। ৪ দেবতার ঔরস বা বীর্য। ৫ অবতার। ৬ বিষয় বা পক্ষ (কোনো অংশে কম যায় না)। ৭ প্রত্যঙ্গ; parts। ৮ বৃত্ত-পরিধির ৩৬০ ভাগের ১ ভাগ। ৯ রাশিচক্রের ত্রিংশ বা দ্বাদশ ভাগের এক ভাগ। অংশক (বিশেষ্য) ১ জ্ঞাতি। ২দিন। অংশগ্রাহী(-হিন)(বিশেষণ) অংশীদার; শরিক। অংশত (ক্রিয়া (বিশেষণ)) অংশক্রমে; কিংয়দংশে; আংশিকভাবে। অংশন (বিশেষ্য) বন্টন; বিভাগকরণ। অংশনীয় (বিশেষণ) বিভাজ্য; ভাগের উপযুক্ত। অংশভাক (বিশেষণ) ১ অংশীদার; উত্তরাধিকারী। ২ অংশ চায় এমন (তোমাদের প্রাপ্য দক্ষিণারও অংশভাক হই নাই-রাজশেখর বসু (পরশু))। অংশভগী(-গিন্) (বিশেষণ) অংশ পাওয়ার যোগ্য; অংশীদার। অংশমান (বিশেষণ) ভাগ-বাটোয়ারা হচ্ছে এমন। অংশল (বিশেষণ) বলবান; বলশালী। অংশহর, অংশহারী (বিশেষণ) ১ অংশলোপ বা অপহরণ করে এমন। ২ অংশগ্রহণকারী। অংশাংশ (বিশেষ্য) ১ ভাগের; ভাগ(অংশের অংশাংশ যেই কলা তার নাম-কৃষ্ণদাস কবিরাজ)। ২ ভিন্ন ভিন্ন ভাগ। অংশাংশি, অংশ-অংশি (বিশেষ্য) পরস্পর ভাগ বাটোয়ারা; ভাগাভাগি। অংশানো (ক্রিয়া) উওরাধিকার বা অংশীদারসূত্রে প্রাপ্য হওয়া; বর্তানো। অংশিত (বিশেষণ) ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত; বিভাজিত। {(তৎসম বা সংস্কৃত) √অংশ্‌+অ(অচ্)=অংশ}
  • Bengali Word অংশী Bengali definition [ওঙ্‌শি] (বিশেষণ) ১ অংশবিশিষ্ট। ২ অংশ আছে এমন; ভাগ; partner; shareholder। {(তৎসম বা সংস্কৃত)অংশ+ইন্(ইনি)} অংশীদার [ওঙ্‌শিদার্‌] (বিশেষ্য) সম্পত্তি বা কারবারে অংশ আছে যার; partner। অংশীদারি (বিশেষ্য) অংশীদারের কাজ, ভাব বা অবস্থা।  (বিশেষণ) অংশীদার সম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত)অংশী+(ফারসি)দার}
  • Bengali Word অংশু Bengali definition [অঙ্‌শু] (বিশেষ্য) ১ কিরণ; রশ্মি(অংশু অন্ধকার করে দূর-ঘনরাম চক্রবর্তী)। ২ তন্তু, আঁশ। অংশুক (বিশেষ্য) সূক্ষ্মবস্ত্র (চীনাংশুক)। অংশুপট (বিশেষ্য) গরদ তসর মটকা প্রভৃতি রেশমি সুতার কাপড়। অংশুময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) উজ্জ্বলা; প্রভাবিশিষ্টা (ঊষা অংশুময়ী গিরিশৃঙ্গ মাঝে-মাইকেল মধুসূদন দত্ত)। অংশুময় পুলিঙ্গ।
  • Bengali Word অংশুমালী Bengali definition (বিশেষ্য) ১ সূর্য (তেজস্বী মধ্যাহ্নে যথা দেব অংশুমালী-মাইকেল মধুসূদন দত্ত)। ২ প্রদীপ্ত; তেজোময় (দিনমণি যেন অংশুমালী-মাইকেল মধুসূদন দত্ত)। অংশুল (বিশেষণ) কিরণবিশিষ্ট। অংশুশিরাল-দেহ (বিশেষ্য) যে দেহের শিরাসমূহ একই কেন্দ্র থেকে সর্বত্র ব্যাপ্ত হয়; the rediata। {(তৎসম বা সংস্কৃত)√অশ্+উ}
  • Bengali Word অংশ্যমান Bengali definition [অঙ্‌শোমান্] (বিশেষণ) ভাগ করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত)অনশ+মান(শানচ্‌)}
  • Bengali Word অংস Bengali definition [অঙ্‌শো] (বিশেষ্য) স্কন্ধ; কাঁধ (আসন করিলা তার অংস-ক্ষেমানন্দ দাস)। অংসকূট (বিশেষ্য) ষাঁড়ের কাঁধের মাংসপিণ্ড; ককুদ; hump। অংসত্র (বিশেষ্য) স্কন্ধ. রক্ষক বর্ম বা আবরণীবিশেষ। অংসফলক, অংসফলকাস্থি (বিশেষ্য) কাঁধের ত্রি কোণাকার অস্থিবিশেষ; shoulder blade। অংসভর (বিশেষ্য) ১ কাঁধের বোঝা। ২ দায়িত্ব। অংসল (বিশেষণ) পুষ্টদেহ; চওড়া কাঁধ বিশিষ্ট; শক্তিশালী। অংসলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)√অংস্+অ(অচ্‌)অথবা √অম্‌+স}
  • Bengali Word অংহ Bengali definition [অঙ্‌হ] (বিশেষ্য) ১ পাপ; অধর্ম (অংহেতে অঙ্কিত অঙ্গ-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ অধঃপতন। {(তৎসম বা সংস্কৃত)অংহস্>(প্রাকৃত)অংহ}
  • Bengali Word অই Bengali definition পদ্যে ছন্দের খাতিরে নির্দেশক স্বরবর্ণ ‘ঐ’ কখনো কখনো ‘অই’ রূপে ব্যবহৃত হয়। {(তৎসম বা সংস্কৃত) অসৌ>(প্রাকৃত)অহ>অপভ্র.ওই>বা.অ,অই,ওই}
  • Bengali Word অইছন Bengali definition ঐছন
  • Bengali Word অইছে Bengali definition ঐছে
  • Bengali Word অইরান Bengali definition [ওইরান্] (বিশেষণ)) ১ বিরান; জনমানবহীন। ২ ধ্বংসপ্রাপ্ত। {(ফারসি)বীরান}
  • Bengali Word অউপকারী Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [অ-উপোকারী] (বিশেষ্য) অপকারী; যে উপকার করে না (তোমা প্রতি উপকারী কিবা অউপকারী-সৈয়দ সুলতান) {অ+উপকারী}
  • Bengali Word অঋণ Bengali definition [অরিন্‌] (বিশেষ্য) ঋণাভাব। {অ+ঋণ, (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অঋণী Bengali definition [অরিনি] (বিশেষণ) ঋণমুক্ত; ঋণশূন্য। {(তৎসম বা সংস্কৃত) অ+ঋণ+ইন্(ইনি); (তৎসম বা সংস্কৃত) অনৃণী}
  • Bengali Word অওরত Bengali definition আওরত
  • Bengali Word অওসৎ Bengali definition আওসত
  • Bengali Word অক ১ Bengali definition [অক্] (বিশেষ্য) ১ পাপ। ২ দুঃখ; অশান্তি। {(তৎসম বা সংস্কৃত)অ+ক}
  • Bengali Word অক ২ Bengali definition [অক্] (বিশেষ্য) রূপকথার বৃহৎ পাখিবিশেষ। {(ফারসি) বাক্‌}
  • Bengali Word অকখর Bengali definition (প্রাচীন বাংলা) (বিশেষ্য) অক্ষর; বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) অক্ষর>}
  • Bengali Word অকচ Bengali definition [অকচ্] (বিশেষণ) কেশবিহীন; টেকো। অকচা (স্ত্রীলিঙ্গ)।{(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+কচ}