Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word চালক Bengali definition [চারোক্‌] (বিশেষ্য), (বিশেষণ) ১ নিয়ন্ত্রণকারী; নিয়ামক; পরিচালক (রাষ্ট্র চালক)। ২ চালনাকারী (শকট চালক)। {(তৎসম বা সংস্কৃত) √চল্‌+ণিচ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word চালতা, চালতে Bengali definition চালিতা
  • Bengali Word চালন, চালনা Bengali definition [চালোন্‌, চালোনা] (বিশেষ্য) ১ সঞ্চালন; চালানো; নাড়ানো বা নাড়াচাড়া করা (পদ চালন)। ২ প্রয়োগ বা ব্যবহারকরণ (অসি চালন)। ৩ অনুশীলন; চর্চা; খাটানো (মস্তিষ্ক চালনা, দেহ চালনা)। ৪ পরিচালনা; নিয়ন্ত্রণ (রাজ্য চালনা)।৫ প্রেরণ; অপসারণ বা স্থানান্তরিতকরণ (সৈন্য চালনা)। ৬ শস্যাদি ছাঁকবার বড় ছিদ্রযুক্ত ছাঁকনি; বাঁশ বা তারের বৃহদাকার ছাঁকনি। চালনীয় (বিশেষণ) চালনা করার উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √চালি+অন(ল্যুট্‌)}
  • Bengali Word চালনি, চালুনি, চালনী Bengali definition [চাল্‌নি, চালুনি, চাল্‌নি] (বিশেষ্য) ১ খাদ্যবস্তুর অপ্রয়োজনীয় বা অখাদ্য অংশ ছেঁকে ফেলবার কাজে ব্যবহৃত ছিদ্রবহুল পাত্রবিশেষ। চালনি বলে ছুঁচ তোমার পিছনে (পোঁদে/মার্গে) কেন ছেঁদা-নিজে অধিকতর দোষে দোষী হয়েও পরের ছিদ্রান্বেষণ ও দোষকীর্তন করা। {চালন+ই; মুণ্ডারি চালা}
  • Bengali Word চালমুগরা, চাউল মুগরা Bengali definition চাল
  • Bengali Word চালশে, চালিশা Bengali definition [চাল্‌শে, চালিশা] (বিশেষ্য) ১ চল্লিশ বৎসর বয়ঃক্রমকালে উৎপন্ন দৃষ্টির ক্ষীণতা। ২ অধিক বয়সের দৃষ্টিক্ষীণতা। চালশে ধরা (ক্রিয়া) ১ দৃষ্টিক্ষীণতা জন্মানো। ২ চল্লিশ বছর বয়সজনিত দৃষ্টির আচ্ছন্নতা ঘটা। চালশে লাগা (বিশেষণ) বয়সের আধিক্যবশত ক্ষীণদৃষ্টি সম্পন্ন (চোখে চালসে লাগা হাবড়া-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চত্বারিংশৎ>চল্লিশ+(বাংলা) ইয়া>এ; (তুলনীয়) (হিন্দি) চালীস}
  • Bengali Word চালা ১ Bengali definition [চালা] (ক্রিয়া) ১ চালনা করা; নাড়া; সঞ্চালন করা (চম্পক অঙ্গুলি চেলে শুষ্ক শীর্ণ চুলে-মহী)। ২ ছাঁকা; চেলে বা ছেঁকে খাদ্য বস্তু থেকে অপ্রয়োজনীয় কণা পৃথক করা। ৩ দাবা পাশার দান দেওয়া; এক ঘর থেকে অন্য ঘরে ঘুঁটি চালনা করা। ৪ প্রয়োগ করা; খাটানো (কি মজার চালই চালা হচ্ছে-মীর মশাররফ হোসেন)। ৫ মন্ত্রশক্তি প্রয়োগে গতিশীল করা (কড়ি চালা)। ৬ ভর্ৎসনা করা; তিরস্কার করা (সভারেই ঠাকুর চালেন অনুক্ষণে-বৃন্দাবন দাস)। চালাচালি (বিশেষ্য) ১ নাড়ানাড়ি; চালনা; নাড়াচাড়া; ইতস্তত সঞ্চালন। ২ আদান-প্রদান বা আলোচনা (কথা চালাচালি)। ৩ বদলাবদলি; পরিবর্তন (রাজ্য নিয়ে যে হাত চালাচালি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চালি>(প্রাকৃত) চাল>}
  • Bengali Word চালা ২ Bengali definition [চালা] (বিশেষণ) তৃণ. ইত্যাদি দ্বারা নির্মিত চালযুক্ত বা ছাদবিশিষ্ট (চালা ঘর)। □(বিশেষ্য) তৃণ বা খড়ের চালবিশিষ্ট ঘর বা ছাউনি (এক চালা, চৌচালা)। একচালা (বিশেষ্য), (বিশেষণ) এক চালাবিশিষ্ট। আটচালা (বিশেষ্য), (বিশেষণ) আটটি চাল দ্বারা প্রস্তুত। {চাল২+আ}
  • Bengali Word চালা ৩ Bengali definition [চালা] (ক্রিয়া) কাঠ চেরা; চেলা করা; চেরা (কর্পূর কাঠের তক্তা চেরা সিন্দুক গড়বে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চীর>}
  • Bengali Word চালা ৪ Bengali definition [চালা] (বিশেষ্য) ছোটো চালুনি। {মুণ্ডারি, চালা}
  • Bengali Word চালাক Bengali definition [চালাক্‌] (বিশেষণ) ১ বুদ্ধিমান। ২ চুতর; ধূর্ত; কুটিল বুদ্ধিসম্পন্ন। চালাক চতুর (বিশেষণ) চটপটে ও বুদ্ধিমান। চালাক চোস্ত (বিশেষণ) ১ বুদ্ধিমান ও চটপটে (চালাক চোস্ত ছেলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। চালাকি চালাকী (বিশেষ্য) ১ চাতুরী; চালবাজি; ধূর্তামি; ধূর্ততা। ২ কৌশল; ফন্দি। উপর চালাক (বিশেষণ) অগভীর বুদ্ধি বা জ্ঞানসম্পন্ন; চালাকরূপে প্রতীয়মানভ {(ফারসি) চালাকি}
  • Bengali Word চালান Bengali definition [চালান্‌] (বিশেষ্য) ১ পাঠানো; প্রেরণ। ২ রপ্তানি; বিক্রয়ার্থে মাল প্রেরণ। ৩ অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশে পাঠানো; বিচারার্থে প্রেরণ (চৌকীদারের হাওলা করে চালান দেবে-মীর মশাররফ হোসেন)। ৪ প্রেরিত মালের মূল্যসহ তালিকা; বিস্তৃত বিবরণসহ প্রেরিত মালের ফর্দ; জায়; invioce। ৫ খাজনারূপে জমা দেওয়ার বা প্রেরণের মাশুল (দরখাস্তের চালান)। {(ফারসি) চালান}
  • Bengali Word চালানি, চালানী Bengali definition [চালানি] (বিশেষণ) ১ চালান সংক্রান্ত। ২ রপ্তানিকৃত; রপ্তানি করা হয়েছে এমন। □(বিশেষ্য) চালানোর উপযু্ক্ত বা রপ্তানির জন্য প্রস্তুত। {চালান+ই}
  • Bengali Word চালানো Bengali definition [চালানো] (ক্রিয়া) ১ ক্রিয়াশীল করা; চালু করা; গতিময় করা (মেশিন চালানো)। ২ পরিচালনা করা; চালনা করা (আন্দোলন চালানো)। ৩ নির্বাহ সম্পাদন বা কার্য সাধন করা (ভরণ পোষণ চালানো)। ৪ ক্রমাগত করতে থাকা; চালিয়ে যাওয়া (গালগল্প চালানো)। ৫ ব্যবহার বা প্রয়োগ করা (ক্ষমতা চালানো)। ৬ প্রবর্তন করা; প্রচলিত করা (নিয়ম চালানো; রেওয়াজ চালানো)। ৭ নিয়ন্ত্রণ করা; নিয়মিত করা (চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি-গোলাম মোস্তফা)। ৮ গছানো; কৌশলে অপরকে গ্রহণ করানো (জাল নোট চালানো)। ৯ মন্ত্রবলে সচল করা (বাটি চালানো)। □(বিশেষণ) উল্লিখিত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √চালা+আনো}
  • Bengali Word চালিত Bengali definition [চালিতো] (বিশেষণ) চালনা করা হয়েছে। { (তৎসম বা সংস্কৃত) √চালি+ত(ক্ত)}
  • Bengali Word চালিতা, চালতা, চালতে Bengali definition [চালিতা, চাল্‌তা, চাল্‌তে] (বিশেষ্য) অম্লস্বাদবিশিষ্ট গোলাকার ফলবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) চরিত্র}
  • Bengali Word চালিযাত, চালিয়াৎ Bengali definition [চালিয়াত্‌] (বিশেষণ) চালবাজি; মিথ্যা জাঁক; চটপটে ভাব ও লোক দেখানো আড়ম্বর। □(বিশেষণ) চালিয়াতসূলভ (মন্মথর চালিয়াতি কথা বার্তায়-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। {চাল৩+ইয়াত(<(তৎসম বা সংস্কৃত) বৎ); ‘জালিয়াত’ ইত্যাদি শব্দের সাদৃশ্যে গঠিত।}
  • Bengali Word চালু Bengali definition [চালু] (বিশেষণ) ১ চলিত; প্রচলিত; প্রবর্তিত (নিয়ম চালু করা)। ২ কাটতি বা চাহিদা বা চালু আছে এরূপ; চলতি (চালু ডিজাইন)। ৩ সচল; চলন্ত (কল চালু করা বা রাখা)। ৪ কর্মচঞ্চল; গতি বা বৃদ্ধিশীল (চালু কারবার)। ৫ চটপটে ও মিশুক; অপরের মন জয় করে কার্যোদ্ধারে পটু। চালুমাল (বিশেষ্য) ১ বাজারে কাটতি আছে এমন পণ্য। ২ (আলঙ্কারিক) চাল-চলনে অপরকে মুগ্ধ করে আপন কার্যোদ্ধারে দক্ষ ব্যক্তি। {√চল্‌+ণিচ্‌=চলা+উ; (তুলনীয়) (হিন্দি) চালু}
  • Bengali Word চালুনি Bengali definition চালনি
  • Bengali Word চাশত Bengali definition [চাশ্‌ত] (বিশেষ্য) দিনের প্রথম প্রহর (চাশতের নামাজের পর রান্না বান্নায় সাহায্য করতেন-শাহেদ আলী)। {(ফারসি) চাশ্‌ত্‌}
  • Bengali Word চাশনাই Bengali definition [চাশ্‌নাই] (বিশেষ্য) ১ লবণ, মরিচ, তেল, পেঁয়াজ সহযোগে চটকানো সিদ্ধ মাছের সঙ্গে ডাল, আলু, বেগুন বা অন্যান্য সবজির ভর্তা। ২ চাট্‌নি। {(ফারসি) চাশ্‌নী}
  • Bengali Word চাষ ১ Bengali definition [চাশ্‌] (বিশেষ্য) ১ কৃষি; ভূমি কর্ষণ; আবাদ। ২ উৎপাদন (ফলের চাষ)। ৩ চর্চা; অনুশীলন (মগজের চাষ)। চাষ-আবাদ, চাষাবাদ (বিশেষ্য) ভূমি চষে বীজ বা চারা রোপন; কৃষিকার্য। চাষবাস (বিশেষ্য) কৃষিকাজ; কৃষিকর্ম দ্বারা জীবিকা নির্বাহ। {(তৎসম বা সংস্কৃত) √চষ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word চাষ ২ Bengali definition [চাশ্‌] (বিশেষ্য) পাখিবিশেষ; নীলকন্ঠ বা সোনা চড়াই পাখি। {(তৎসম বা সংস্কৃত) √চাষি+অ(অচ্‌); ধ্বন্যাত্মক}
  • Bengali Word চাষা, চাষি Bengali definition [চাশা, চাশি] (বিশেষ্য) ১ কর্ষক; কৃষক; ভূমি কর্ষণকারী ব্যক্তি। ২ মূর্খ; অশিক্ষিত বা অমার্জিত লোক (রাজার তনয় বটে রাজবংশে চাষা-ভারতচন্দ্র রায়গুণাকর)। চাষাড়ে (বিশেষণ) ১ চাষার মতো। ২ অশিক্ষিত; মূর্খ। ৩ অমার্জিত; অসভ্য; গ্রাম্য। ৪ গোঁয়ার। ৫ স্থূল রকম চড়া বা উগ্র (বিলিতী মাষ্টার্ডের ঝাঁজ চাষাড়ে-সৈয়দ মুজতবা আলী)। চাষাভুষা, চাষাভুষো (বিশেষ্য) ১ চাষা ও ঐ শ্রেণির অমার্জিত লোক। ২ অশিক্ষিত সাধারণ জন; গ্রাম্য মূর্খ লোক। {(তৎসম বা সংস্কৃত) √চষ্‌+অ=চাষ+ই}
  • Bengali Word চাহন ১, চাওন Bengali definition [চাহোন্‌, চায়োন্‌] (বিশেষ্য) ১ প্রার্থনা; যচ্ঞা। ২ ইচ্ছা; আকাঙ্খা; অভিলাষ। চাহা (ক্রিয়া) চাওয়া; ইচ্ছা করা; প্রার্থনা করা (মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {√চাহ্‌+অন}
  • Bengali Word চাহন ২ Bengali definition [চাহোন্‌] (বিশেষ্য) ১ অবলোকন; দর্শন; দৃষ্টিপাত। ২ চক্ষুরুন্মীলন; দৃষ্টি মেলা। চাহনি, চাউনি (বিশেষ্য) নজর; দৃষ্টিপাত; তাকাবার ভঙ্গি বা ধরন। {√চাহ্‌+অন}
  • Bengali Word চাহা Bengali definition [চাহা] (বিশেষ্য) কাদাখোঁচা পাখি; চ্যাগা পাখি; snipe। {(তৎসম বা সংস্কৃত) চক্ষ্‌>?}
  • Bengali Word চাহারম, চহরম Bengali definition [চাহারম্‌, চাহোরম্‌] (বিশেষণ) ১ চতুর্থ; মৃতের জন্য চতুর্থ দিনে কৃত্য (শুধালো হাতেমতায়ী চাহারম সওয়াল বানুর-ফররুখ আহমদ)। ২ চতুর্থ শ্রেণিভূক্ত। চাহারম জমি (বিশেষণ) চতুর্থ শ্রেণির অর্থাৎ নিকৃষ্ট (জমি)। {(ফারসি) চহারুম}
  • Bengali Word চাহিদা Bengali definition [চাহিদা] (বিশেষ্য) ১ আবশ্যক; প্রয়োজন। ২ টান; বাজারে প্রয়োজনীয় পরিমাণ দ্রব্যের অভাব বা অপ্রতুলতা বা ঘাটতি; demand। {(বাংলা) চাহ্‌ ধাতুর সঙ্গে হিন্দি ‘চাহিতা’-র ‘ইতা’ (ইদা) যোগ করে হওয়া সম্ভব}
  • Bengali Word চাড়, চাঁড়, চাড়া ১ Bengali definition [চাড়্‌, চাঁড়্‌, চাড়া] (বিশেষ্য) ১ ভারী বস্তু উত্তোলনের জন্য বা বলপূর্বক কোনো কিছু খোলার জন্য দেওয়া বিশেষ চাপ বা জোর (চাড় দেওয়া)। ২ তাগাদা; পুনঃপুন অনুরোধ (মাজানের চাড়ে আমার সাদির জন্য-কাজী নজরুল ইসলাম)। ৩ উৎসাহ; উদ্যম; যত্ন; চেষ্টা বা আগ্রহ; গরজ (লেখা পড়ার চাড়)। ৪ চাপ; ভার; বোঝা (কাজের চাড়)। {(তৎসম বা সংস্কৃত) চাপ>}