Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খরসান ১ Bengali definition খর১
  • Bengali Word খরসান ২, খর্সান Bengali definition [খর্‌শান্‌] (বিশেষ্য) শুকনা তামাক পাতা; দোক্তা। □ বিশেষণ ঝাঁঝালো; কড়া (খর্সান তামাক সেজে খায়-দীনিবন্ধু মিত্র)। খরসানি বিশেষ্য ঘোড়ার খুরের ঘর্ষণ ও হ্রেষাধ্বনি। {সংস্কৃত খর+স্বান>?}
  • Bengali Word খরস্নায়ু Bengali definition [খর্‌স্নায়ু] (বিশেষণ) তীব্র সংবেদনশীল; তীব্র অনুভূতিপূর্ণ (খরস্নায়ু স্তব্ধতার পাখা মেলে চকিত শহরে-বিষ্ণু দে)। {সংস্কৃত খর+স্নায়ু}
  • Bengali Word খরা ১ Bengali definition [খরা] (বিশেষ্য) ১ রোদ; রৌদ্র (চৈত্র গেল ভীষণ খরায়-(জসীমউদ্‌দীন))। ২ অনাবৃষ্টি। ৩ গ্রীষ্ম। □ বিশেষণ কড়া ভাজা। {সংস্কৃত খর+ বাংলা আ}
  • Bengali Word খরাংশু Bengali definition [খরাঙ্‌শু] (বিশেষ্য) সূর্য। {সংস্কৃত খর+অংশু}
  • Bengali Word খরাজ Bengali definition খেরাজ
  • Bengali Word খরাদ Bengali definition [খরাদ্‌] (বিশেষ্য) কুঁদযন্ত্র; lathe; খাঠ প্রভৃতি কুঁদযন্ত্রে চেঁছে মসৃণ বা গোল করা। {(আরবি) খরাদ্‌}
  • Bengali Word খরাদি Bengali definition [খরাদি] (বিশেষ্য) খরাদ (কুঁদযন্ত্রে কাজ) করার লোক; turner {(আরবি) খরাদী}
  • Bengali Word খরান Bengali definition [খরান্‌] (বিশেষ্য) ১ অনাবৃষ্টি। ২ একটানা প্রখর রৌদ্র (এবার খরানে ধান-পাট দুইটা ফসলই মারা গেছে-আবুল মনসুর আহমদ)। {খরা+আন}
  • Bengali Word খরানি Bengali definition [খরানি] (বিশেষ্য) ১ একটানা রোদের কাল; dry season। ২ চুইয়ে পড়া অবস্থা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর+আনি}
  • Bengali Word খরানো Bengali definition [খরানো] (ক্রিয়া) কড়া করে ভাজা। □ (ক্রিয়াবিশেষণ) অতিরিক্ত শুষ্ক করে নেওয়া (ধান খরানো)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর+(বাংলা) আনো}
  • Bengali Word খরিতা Bengali definition [খোরিতা] (বিশেষ্য) চামড়ার তৈরি থলি; টাকা রাখার থলি। {(আরবি) খরীতাহ}
  • Bengali Word খরিদ Bengali definition [খোরিদ্‌] (বিশেষ্য) কেনা; ক্রয় (বহুমতে খরিদ ক্রোক্ত হইতেছে-রামরাম বসুরাম বসু)। খরিদ খাতা (বিশেষ্য) যে খাতায় জিনিস ক্রয়ের হিসাব থাকে। খরিদর (বিশেষ্য) ক্রয়-মূল্যের হার। খরিদদার, খরিদ্দার, খদ্দের (বিশেষ্য) যে খরিদ করে; ক্রেতা (যে সকল খরিদ্দার ধারে জিনিস কিনতেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। খরিদমূল্য (বিশেষ্য) যে মূল্যে খরিদ করা হয়েছে; কেনা দাম। খরিদা (বিশেষণ) ক্রীত; কেনা (সঙ্গে এল খরিদা গোলাম-ফররুখ আহমদ)। খরিদানি (বিশেষ্য) খরিদ দর; ক্রয়কালীন মূল্য। {(ফারসি) খরীদ}
  • Bengali Word খরিফ, খরীফ Bengali definition [খোরিফ্‌] (বিশেষ্য) হৈমন্তিক ফসল। {(আরবি) খরীফ্‌}
  • Bengali Word খরিফ, খারিফ Bengali definition [খারিফ্‌, খারিফ] (বিশেষ্য) হৈমন্তিক ফসল। {(আরবি) খরীফ্‌}
  • Bengali Word খরে দজ্জাল, খারে-দজ্‌জাল, খারে দয্‌যাল Bengali definition [খরেদজ্‌জাল, খাদজ্জাল, খারে-দজ্‌জাল] (বিশেষ্য) দজ্জালের গাধা; দজ্জাল যে গাধায় চড়ে আসবে (খারে দয্‌যাল আসবার আর ........ বাকিনাই-আবুল মনসুর আহমদ)। {(ফারসি) খরে (আরবি) + দজ্জাল}
  • Bengali Word খরোষ্ঠী, খারাস্থি Bengali definition [খরোশ্‌ঠি, খারোস্‌থি] (বিশেষ্য) ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত অঞ্চলের প্রাচীন ভাষা ও লিপিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খরোষ্ঠী}
  • Bengali Word খর্জন Bengali definition [খর্‌জোন] (বিশেষ্য) গাত্র চুলকানো; খাউজানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খর্জ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word খর্জূর Bengali definition [খর্‌জুর্‌] (বিশেষ্য) ১ খেজুর ফল। ২ খেজুর গাছ। খর্জূরিকা (বিশেষ্য) মিঠা গজা; মিষ্টান্নবিশেষ। খর্জূরী (বিশেষ্য) খেজুর গাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খর্জ্‌+ঊর}
  • Bengali Word খর্পর Bengali definition [খর্‌পর্‌] (বিশেষ্য) ১ খোলা; খাপরা; মেটে হাঁড়ির ভগ্ন অংশ (অন্ন খুঁটে খেতে হবে প্যারিসের পঙ্কিল খর্পরে-বুদ্ধদেব বসু)। ২ মাথার খুলি (খর্পরে পান করিয়াছ তুমি দুঃশাসনের দর্পমোহে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ ভিক্ষাপাত্র। ৪ ধূর্ত; চোর। {সা. কর্পর>(প্রাকৃত) খর্পর}
  • Bengali Word খর্ব Bengali definition [খর্‌বো] (বিশেষণ) ১ বেঁটে; বামন। ২ হীন; খাটো; ছোট (খর্ব তুমি স্থূল রকমের-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ হ্রস্ব; অল্প; কম (আশ্রয়দাতার আয় বিলক্ষণ খর্ব হইয়া গেল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (বিশেষ্য) সহস্রকোটি সংখ্যা। খর্বকায় (বিশেষ্য) ক্ষুদ্র দেহ। □ (বিশেষণ) বেঁটে; বামন। খর্বকেতু (বিশেষ্য) হ্রস্ব নিশান; ছোট পতাকা (খর্ব-কেতু বার্তা রাণী কহে আচম্বিতে-কাজী দৌলত)। খর্বট (বিশেষ্য) ১ পর্বতপ্রান্তে অবস্থিত গ্রাম। ২ গ্রামের মধ্যভাগে অবস্থিত গ্রাম। খর্বশাখ (বিশেষ্য) ১ খাটো শাখাবিশিষ্ট গাছবিশেষ। ২ বামন। খর্বাকার, খর্বাকৃতি (বিশেষণ) বামন; বেঁটে। খর্বিত (বিশেষণ) খর্ব করা হয়েছে এমন। {সাধুরীতি √খর্ব্‌+অ(অচ্‌)}
  • Bengali Word খর্সুলা Bengali definition খরসুলা
  • Bengali Word খল খল Bengali definition [খল্‌খল্‌] (অব্যয়) উচ্চ হাসির শব্দ। খল খল করা (ক্রিয়া) অল্প পানিতে মাছ দ্রুত চললে যে শব্দ হয় সেরূপ শব্দ করা। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খল ১ Bengali definition [খল্‌] (বিশেষণ) ১ কপট; ক্রূর (নিন্দক পাপিষ্ঠ খল শত্রু সম হয়-সৈয়দ আলাওল)। ২ দুর্জন। ৩ হিংসক; হিংসুক। ৪ নীচ। খলতা বি। খলকপট (বিশেষণ) খলতা ও কপটতাযুক্ত লোক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word খল ২ Bengali definition [খল্‌] (বিশেষ্য) ঔষধ পেষণের পাথরের পাত্র; ওষুধ মর্দনের পাত্রবিশেষ। খলনুড়ি (বিশেষ্য) ঔষধ মাড়বার ক্ষুদ্র প্রস্তরপাত্র ও দণ্ড। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল্ল>}
  • Bengali Word খল ৩ Bengali definition [খল্‌] (বিশেষ্য) ১ খামার; ধান মাড়াই করার জায়গা। ২ তেলের শিটা বা কাইট। ৩ কানের ময়লা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খল্‌+অ (অল্‌); (তৎসম বা সংস্কৃত শব্দ) খলি>}
  • Bengali Word খলই Bengali definition (ব্রজবুলি) [খলয়ি] স্খলিত হয় (চলইতে খলই-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্খলতি}
  • Bengali Word খলই, খালই Bengali definition খালুই
  • Bengali Word খলক Bengali definition [খলক্‌] (বিশেষ্য) সৃষ্টি; সৃষ্টজগৎ; জন সাধারণ; জনতা। {(আরবি) খল্‌ক}
  • Bengali Word খলখল Bengali definition [খল্‌খল্‌] (অব্যয়) জোরে হাসির শব্দ; উচ্চহাস্য ধ্বনি। {ধ্বন্যাত্মক}