P পৃষ্ঠা ৮
- English Word papaya Bengali definition [পাপাইআ] (noun)=papaw.
- English Word paper Bengali definition [পেইপা(র্)] (noun) (১) [Uncountable noun] কাগজ: a sheet of paper. (be/look) good on paper কাগজপত্রে ভালো মনে হওয়া/ভালো দেখানো: The scheme looks good on paper, কাগজপত্রে ভালোই মনে হয় (তবে এখনও পরীক্ষিত হয়নি)। put pen to paper (বর্তমানে অপ্রচলিত) (চিঠিপত্র প্রভৃতিতে) লিখতে বসা। paper backed (adjective) (বই) সাধারণ কাগজের মলাটযুক্ত; পেপারব্যাক্ট। paper back এ রকম মলাটযুক্ত বই এবং এ রকম আকার বা ফরম: All his books have appeared in paperback. paper-chase (noun) hare-এর ঘরে hare and hounds দ্রষ্টব্য। paper-clip (noun)=clip 1 (১)। paper-hanger (noun) ঘরের দেওয়াল কাগজে মুড়ে দেওয়া যে ব্যক্তির পেশা। paper-knife (noun) বইয়ের জোড়ালাগানো পাতা কেটে খোলা, খামখোলা ইত্যাদি কাজে ব্যবহৃত ছুরি। paper-mill (noun) কাগজের মিল। paper tiger (noun) বাইরে থেকে ক্ষমতাবান মনে হয় কিন্তু আসলে তা নয় এমন ব্যক্তি বা ব্যক্তিবৃন্দ; কাগুজে বাঘ। paper-weight (noun) ধাতু বা কাচের তৈরি যে ভারী বস্তু দিয়ে আলগা কাগজপত্র চাপা দিয়ে রাখা হয়; পেপারওয়েট। paper-work (noun) [Uncountable noun] (লোকজনের সঙ্গে লেনদেন, আসল কাজ ইত্যাদির বিপরীতে) কাগজ-কলমের কাজ (ফাইলপত্র রাখা, চিঠিপত্র লেখা বা দেখাশোনা করা, ফরম পূরণ করা ইত্যাদি)। (২) [Countable noun] খবরের কাগজ: today’s papers; the evening paper. (৩) [Uncountable noun] paper money (টাকার) নোট; কাগুজেমুদ্রা। (৪) (plural) প্রামাণ্য দলিল, সার্টিফিকেট ইত্যাকার প্রমাণপত্র: Let me see your papers, দেখি তোমার কাগজপত্র: send in one’s papers. (সামরিক) পদত্যাগ করা। (৫) [Countable noun] পরীক্ষার প্রশ্নপত্র: The history paper was difficult. (৬) [Countable noun] বিশেষত বিদগ্ধ সমাবেশে পাঠ করার জন্য গবেষণামূলক রচনা: a paper on rural migrations. □ (verb transitive) (দেওয়াল ইত্যাদিতে) কাগজ মুড়ে দেওয়া: paper the drawing room, কাগজ দিয়ে ঢেকে দেওয়া। paper over the cracks (লাক্ষণিক) দোষত্রুটি ইত্যাদি আড়াল করা বা গোপন করা।
- English Word papiermâché Bengali definition [প্যাপিয়েইম্যাশেই America(n) পেইপারমাশেই] (noun) [Uncountable noun] বাক্স, ট্রে প্রভৃতি তৈরিতে প্লাস্টিক উপাদান হিসেবে ব্যবহৃত কাগজের মণ্ড।
- English Word papist Bengali definition [পেইপিস্ট্] (noun), (adjective) (প্রটেসট্যান্ট সম্প্রদায়ভুক্ত কিছু কিছু খ্রিষ্টানের দ্বারা অবজ্ঞার্থে ব্যবহৃত) রোমান ক্যাথলিক চার্চ সম্বন্ধীয়; ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত লোক।
- English Word papoose Bengali definition [পাপূস্ America(n) –প্যাপূস্] (noun) (উত্তর আমেরিকার ইন্ডিয়ানদের ব্যবহৃত শব্দ) শিশু; বাচ্চা; শিশুদেরকে পিঠে করে বহনের জন্য ফ্রেমলাগানো ঝুলি।
- English Word paprika Bengali definition [প্যাপ্রিকা America(n) পাপ্রীকা] (noun) [Uncountable noun] রান্নার দেওয়া লালমরিচের গুঁড়া বা লালমরিচের বাটা।
- English Word papyrus Bengali definition [পাপাইয়ারাস্] (noun) (১) [Uncountable noun] দীর্ঘ জলজ উদ্ভিদ বা নলখাগড়া (এর থেকে প্রাচীন মিসরে তৈরি এক ধরনের কাগজ)। (২) [Countable noun] (plural papyri [পাপাইয়ারাই]) এই কাগজে লেখা পাণ্ডুলিপি।
- English Word par 1 Bengali definition [পা:(র্)] (noun) [Uncountable noun] (১) গড় বা স্বাভাবিক পরিমাণ, মাত্রা, মূল্য ইত্যাদি। a hove/below/at par (শেয়ার, বন্ড ইত্যাদি) প্রকৃত বা অভিহিত মূল্যের বেশি/কম/সমান দামে। on a par (with) সমান। up to par (কথ্য) যেমন ছিল/চলে তেমনি; একই রকম। par of exchange দুটি মুদ্রার স্বাভাবিক বিনিময় হার। par value শেয়ারের নামিক বা গায়ে-লেখা মূল্য। (২) (গলফ) বল গর্তে ফেলতে একজন ভালো খেলোয়াড়ের পক্ষে যে কয়টা আঘাত বা স্ট্রোক প্রয়োজন বিবেচিত হয়।
- English Word par 2 Bengali definition [পা:(র্)] দ্রষ্টব্য parr.
- English Word par excellence Bengali definition [পা:র একসালা:ন্স্ America(n) একসালা:ন্স্] (adverb) (ফরাসি) বিশেষ উৎকর্ষবলে; সর্বোচ্চ মাত্রায়।
- English Word parable Bengali definition [প্যারাব্ল্] (noun) নীতিগর্ভ রূপককাহিনি; রূপক। parabolical [প্যারাবলিক্ল্] (adjective) রূপক সম্বন্ধীয়; রূপকের আকারে রচিত বা বর্ণিত।
- English Word parabola Bengali definition [পার্যাবালা] (noun) অধিবৃত্ত। parabolic [প্যারাবলিক্] (adjective) অধিবৃত্ত সম্বন্ধীয়; অধিবৃত্ত সদৃশ।
- English Word parachute Bengali definition [প্যারাশূট্] (noun) বিমান থেকে লাফিয়ে পড়তে বা কোনো সরবরাহ সামগ্রী আকাশ থেকে নিচে ফেলতে ব্যবহৃত ছাতার মতো কল; অবতরণছত্র; প্যারাসুট। □ (verb transitive), (verb intransitive) প্যারাসুটের সাহায্যে বিমান থেকে অবতরণ করা বা কোনো কিছু নিচে ফেলা: men parachuted behind the enemy lines. parachutist [প্যারাশূট্ইস্ট্] (noun) যে ব্যক্তি প্যারাসুটের সাহায্যে অবতরণ করে; ছত্রী।
- English Word parade Bengali definition [পারেইড্] (verb transitive), (verb intransitive) (১) (সৈন্য, পুলিশ প্রভৃতি) কুচকাওয়াজের জন্য সমবেত হওয়া বা সমবেত করা; প্যারেড বা কুচকাওয়াজ করা। (২) প্রদর্শন করা; দৃষ্টি-আকর্ষণের চেষ্টা করা: parade one’s wealth. □ (noun) সৈন্য, পুলিশ প্রভৃতির কুচকাওয়াজ; প্যারেড: be on parade. (২) [Countable noun] parade-ground প্যারেড করার মাঠ। (৩) [Countable noun] প্রদর্শনী। make a parade of one’s virtues নিজের গুণ জাহির করা। (৪) [Countable noun] জনসাধারণের বেড়ানোর স্থান; বিশেষত সমুদ্রসৈকতে নির্মিত প্রশস্ত ও প্রায়ই অলংকৃত পথ।
- English Word paradigm Bengali definition [প্যারাডাইম্] (noun) উদাহরণ; নমুনা, বিশেষত শব্দের প্রকৃতি-প্রত্যয়ের উদাহরণমালা।
- English Word paradise Bengali definition [প্যারাডাইস্] (noun) (১) ইডেন উদ্যান; অ্যাডাম ও ঈভের (আদম ও হাওয়ার) আদি নিবাস। bird of paradise (নিউগিনির) সুন্দর পালকবিশিষ্ট পাখি। (২) স্বর্গ। (৩) [Countable noun] পরম সুখের স্থান; (৪) [Uncountable noun] পরমসুখ। a fool’s paradise, দ্রষ্টব্যfool 1 (১)। paradisiac [প্যারাডিজিঅ্যাক্], paradisiacal [প্যারাডিজাইআক্ল্] (adjective(s)) স্বর্গীয়; স্বর্গতুল্য: in a paradisiac state, স্বর্গতুল্য সুখে; আদি নিষ্পাপতায়।
- English Word paradox Bengali definition [প্যারাডক্স্] (noun) [Countable noun] কূটাভাস; যে উক্তি আপাতদৃষ্টিতে স্ববিরোধী মনে হলেও সত্যবর্জিত নয়, যথা It is a paradox that professional comedians often have unhappy lives. ‘More haste, less speed’ is a well-known paradox. a work full of paradox and ambiguity. paradoxical [প্যারাডক্সিক্ল্] (adjective): This is paradoxical that as industry grows, poverty and misery increases. paradoxically [প্যারাডক্সিক্লি] (adverb): paradoxically enough, the more he sought privacy, the more visitors he had. Paradoxically, the parent who allows secrets is the one to whom the child is more likely to come with a problem.
- English Word paraffin Bengali definition [প্যারাফিন্] (noun) [Uncountable noun] (১) paraffin(oil) (British/Britain) প্যারাফিন তেল (America(n): কেরোসিন)। (২) paraffin (wax) মোমবাতি তৈরিতে ব্যবহৃত মোমসদৃশ পদার্থ। (৩) (liquid) paraffin রেচক হিসেবে ব্যবহৃত প্যারাফিনের স্বাদহীন, গন্ধহীন রূপ।
- English Word paragon Bengali definition [প্যারাগান্ America(n) প্যারাগন্] (noun) পরমোৎকর্ষের মূর্তরূপ: a paragon of beauty; আপাত সম্পূর্ণ সুন্দর বা সম্পূর্ণ নিখুঁত ব্যক্তি বা বস্তু।
- English Word paragraph Bengali definition [প্যারাগ্রা:ফ্ America(n) প্যারাগ্র্যাফ্] (noun) [Countable noun] অনুচ্ছেদ; প্যারাগ্রাফ; অনুচ্ছেদ নির্দেশক চিহ্ন (¶)। (২) সংবাদপত্রের টুকরা খবর। □ (verb transitive) অনুচ্ছেদে ভাগ করা।