P পৃষ্ঠা ১১
- English Word paroxysm Bengali definition [প্যারাক্সিজাম্] (noun) [Countable noun] (ব্যথা বেদনা প্রভৃতির) আকস্মিক আক্রমণ; (হাসিকান্না, ক্রোধ প্রভৃতির) প্রবল বেগ বা আকস্মিক বিস্ফোরণ।
- English Word parquet Bengali definition [পা:কেই America(n) পা:রকেই] (noun) নকশাকাটা কাঠের পাটাতন।
- English Word parr, par Bengali definition [পা:(র্)] (noun) স্যামন মাছের পোনা।
- English Word parricide Bengali definition [প্যারিসাইড্] (noun) [Countable noun, Uncountable noun] পিতৃহত্যা; স্বজনহত্যা; পিতৃহন্তা বা স্বজনহন্তা।
- English Word parrot Bengali definition [প্যারাট্] (noun) তোতাপাখি। parrotfever=psittacosis. (২) যে ব্যক্তি প্রায়ই না-বুঝে অন্যের কথার পুনরাবৃত্তি করে।
- English Word parry Bengali definition [প্যারি] (verb transitive) (আঘাত) ঠেকানো বা ফেরানো; (লাক্ষণিক) (প্রশ্ন) এড়িয়ে যাওয়া। □ (noun) [Countable noun] বিশেষত মুষ্টিযুদ্ধ ও অসিযুদ্ধে (প্রতিপক্ষের আঘাত) ঠেকানো বা ফেরানো।
- English Word parse Bengali definition [পা:জ্ America(n) পা:র্স্] (verb transitive) (শব্দ) ব্যাকরণগতভাবে বর্ণনা করা; বাক্যের শব্দসমূহের পারস্পরিক সম্পর্ক নির্দেশ করা।
- English Word Parsee Bengali definition [পা:সী] (noun) ভারতের পার্সি সম্প্রদায়ের লোক, এদের পারস্যদেশীয় পূর্বপুরুষরা অষ্টম শতকে ভারতে বসবাস শুরু করে।
- English Word parsimony Bengali definition [পা:সিমানি America(n) পা:সিমোউনি] (noun) [Uncountable noun] (আনুষ্ঠানিক) কৃপণতা; ব্যয়কুণ্ঠ। parsimonious [পা:সিমোউনিআস্] (adjective) ব্যয়কুণ্ঠ; কৃপণ।
- English Word parsley Bengali definition [পা:স্লি] (noun) [Uncountable noun] সুগন্ধী মসলা হিসেবে ব্যবহৃত কোঁচকানো সবুজ পাতাযুক্ত লতাবিশেষ।
- English Word parsnip Bengali definition [পা:সনিপ্] (noun) [Countable noun] (সবজি হিসেবে ব্যবহৃত) লম্বা, সাদা বা-হলুদাভ শিকড়।
- English Word parson Bengali definition [পা:স্ন্] (noun) প্যারিশের যাজক; (কথ্য) যেকোনো যাজক। parsonage [পা:স্ন্ইজ্] (noun) যাজকের বাসভবন।
- English Word part 1 Bengali definition [পা:ট্] (noun) [Countable noun] (১) (indefinite article ব্যতিরেকে প্রায়ই 'singular') কিছু অংশ; I spent part of the day washing my clothes. Parts of the country were affected by the drought. for the most part অধিকাংশ ক্ষেত্রে; বেশিরভাগ। in part কিছু পরিমাণে; কিছু মাত্রায়। part-owner (noun) শরিক; অংশীদার। part-time (adjective), (adverb) দিনের বা সপ্তাহের কিছু সময়ের জন্য; খণ্ডকালীন: part-time teaching, যথা সপ্তাহে দুদিন বা তিনদিনের জন্য। part-timer (noun) (২) (plural) অঞ্চল; এলাকা: in these parts এই অঞ্চলে; এই এলাকায়। (৩) সমানভাগে ভাগ-করা অংশসমূহের যেকোনোটি: A second is the sixtieth part of a minute. (৪) কোনো কর্মকাণ্ডে কারো অংশ; কারো দায়িত্ব বা কর্তব্য; অভিনেতা/অভিনেত্রীর ভূমিকা: He played no small part (=a great part) in organising the conference. The actress played her part well. play a (big, small, etc) part (in something) কোনো কিছুতে জড়িত থাকা বা অবদান রাখা: He had a big part to play in making the peace rally a success. take part (in) অংশ নেওয়া; সাহায্য করা: take part in a discussion/rally. (৫) বিবাদ, লেনদেন, চুক্তি, পারস্পরিক আয়োজন ইত্যাদিতে পক্ষ নেওয়া। take somebody’s part; take the part of somebody কারো পক্ষ নেওয়া: He took his friend’s part. for my part আমার ব্যাপারে (বলতে হলে), আমার দিক থেকে: For my part, I see no harm in your leaving teaching and joining the legal profession. on my/his/your etc part; on the part of (Mr A, etc) আমার/তার/তোমার ইত্যাদির পক্ষ থেকে: He on his part did his best to make her happy. (৬) take something in good part (কোনো কিছুতে) ক্ষুব্ধ বা ক্ষুণ্ণ না-হওয়া। (৭) বইপত্রের অধ্যায়, পর্ব, কাণ্ড; কিস্তি আকারে প্রকাশিত বইয়ের প্রতিটি কিস্তি। (৮) কোনো কিছুর অপরিহার্য অংশ। (spare) part খুচরা যন্ত্রাংশ: a (spare) part for one’s car. (৯) (সংগীত) সংগীতাংশ: orchestral parts. part-singing, part-song (noun(s)) তিন বা ততোধিক কণ্ঠে তিন বা ততোধিক অংশে গাওয়া (গান)। (১০) (ব্যাকরণ) part of speech বাক্যের অন্তর্গত বিশেষ্য, বিশেষণ প্রভৃতি শব্দ বা পদ। (১১) a man/woman of (many) parts গুণবান/গুণবতী লোক/মহিলা। □ (adverb) কিছু পরিমাণে; আংশিকভাবে; অংশত: made part of iron and part of wood (সাধারণত part iron and part wood), কিছু পরিমাণে লোহা ও কিছু পরিমাণে কাঠ দিয়ে তৈরি, অংশত লোহা ও (অংশত) কাঠ দিয়ে তৈরি। partly (adverb) (একই অর্থে)।
- English Word part 2 Bengali definition [পা:ট্] (verb transitive), (verb intransitive) (১) বিভক্ত করা বা বিভক্ত হওয়া; বিচ্ছিন্ন করা বা বিচ্ছিন্ন হওয়া: He parted the two fighters. The crowd parted and let him through. Let us part friends, পরস্পরের থেকে সরে যাই, তবে শত্রুতার মনোভাব নিয়ে নয়। part company (with somebody) (ক) সম্পর্ক ছিন্ন করা। (খ) ছেড়ে যাওয়া; বিচ্ছিন্ন হওয়া। (গ) ভিন্নমত পোষণ করা: On most matter they agreed, but on the issue of free mixing, he parted company with other. (২) part with পরিত্যাগ করা, দান বা বিতরণ করা: She hates to part with her money, কাউকে দিতে চায় না, খরচ করতে চায় না। part one’s hair পাট করে বা মাঝখান দিয়ে সিঁথি করে চুল আঁচড়ানো। parting (noun) (১) [countable noun] সিঁথি। (২) [Countable noun, Uncountable noun] প্রস্থান; বিদায়গ্রহণ: (attributive(ly)) her parting words, বিদায়কালের কথা। at the parting of the ways পথের সংযোগস্থলে; (লাক্ষণিক) যখন একাধিক পথের (কর্মপন্থার) কোনো একটিকে বেছে নিতে হয়। parting shot=Parthian shot, দ্রষ্টব্যParthian.
- English Word partake Bengali definition [পা:টেইক্] (verb intransitive) partake of something (প্রা. আনুষ্ঠানিক) (১) অংশ নেওয়া; অংশীদার হওয়া: They partook of our triumph. I partook of his meal. (২) (কারো/কোনো কিছুর প্রকৃতির বা বৈশিষ্ট্যের) আংশিক অধিকারী হওয়া: His manner partakes of arrogance.
- English Word parterre Bengali definition [পা:টেআ(র্)] (noun) (১) বাগানের যে সমতল অংশে লন তৈরি করা হয় ও ফুলের চাষ করা হয়। (২) (নাট্যশালায়) অর্কেস্ট্রা বা বাদকদলের ঠিক পিছনে দর্শকের স্থান।
- English Word parthenogenesis Bengali definition [পা:থিনোউজেনাসিস্] (noun) যৌনমিলন ছাড়া বংশবিস্তার।
- English Word Parthian Bengali definition [পা:থিআন্] (adjective) Parthian shot/shaft (লাক্ষণিক) বিদায়কালে কোনো প্রশ্নের উত্তর হিসেবে বলা শেষ কথা বা শেষ কাজ; শেষ উত্তর।
- English Word parti-coloured Bengali definition (America(n): parti-colored) [পা:টিকালাড্] (adjective) নানাবর্ণে রঞ্জিত; বহুবর্ণ।
- English Word partial Bengali definition [পা:শ্ল্] (adjective) (১) আংশিক; অসম্পূর্ণ: a partial success. (২) partial (towards) কোনো ব্যক্তি বা পক্ষবিশেষের প্রতি অত্যধিক আনুকূল্য প্রদর্শন করে এমন; পক্ষপাতপূর্ণ: officials who are partial towards people from their own localities. (৩) partial to পছন্দ করে এমন; অনুরক্ত: partial to Chinese food. partially [পা:শালি] (adverb) (১) অংশত; অসম্পূর্ণভাবে: partially done. (২) পক্ষপাতপূর্ণভাবে। partiality [পা:শিঅ্যালাটি] (noun) (১) [Uncountable noun] পক্ষপাত; আনুকূল্য। (২) partiality for [Countable noun] পছন্দ; অনুরাগ: a partiality for French films.