P পৃষ্ঠা ৭
- English Word pansy Bengali definition [প্যান্জি] (noun) (১) সপুষ্পক গুল্মবিশেষ। (২) (তুচ্ছার্থে) মেয়েলি পুরুষ; সমকামী।
- English Word pant Bengali definition [প্যান্ট্] (verb intransitive), (verb transitive) (১) হাঁপানো: He sat down panting. (২) হাঁপাতে হাঁপাতে বলা: pant out a message. (৩) pant for (প্রাচীন প্রয়োগ) প্রবল ইচ্ছা পোষণ করা; আকুলভাবে আকাঙ্ক্ষা করা। □ (noun) হাঁপানি; হাঁপ। pantingly (adverb)
- English Word pantaloon Bengali definition [প্যান্টালূন্] (noun) (১) (কৌতুক নাটকবিশেষে) অত্যন্ত হাবাগোবা এক চরিত্র; ভাঁড় যাকে বোকা বানায়। (২) (plural) (বর্তমানে রসাত্মক, বা America(n)=pants.
- English Word pantheism Bengali definition [প্যান্থিইজাম্] (noun) [Uncountable noun] ঈশ্বর সবকিছুতে আছেন এবং সবকিছুই ঈশ্বর- এই বিশ্বাস; সর্বেশ্বরবাদ; সর্বদের্তার উপাসনা। pantheist [প্যান্থিইস্ট্] (noun) সর্বেশ্বরবাদী। pantheistic [প্যানথিইস্টিক্] (adjective) সর্বেশ্বরবাদ সংক্রান্ত; সর্বেশ্বরবাদী।
- English Word pantheon Bengali definition [প্যানথিআন্ America(n) প্যানথিঅন্] (noun) সর্বদেবতার মন্দির: The Pantheon in Rome; কোনো জাতির দেবতামণ্ডল: The Greek pantheon, মহান ব্যক্তিদের সমাধিগৃহ বা স্মৃতিভবন।
- English Word panther Bengali definition [প্যান্থা(র্)] (noun) কালো চিতা; (America(n)) বাদামি চিতা; পুমা।
- English Word panties Bengali definition [প্যান্টিজ্] (noun) (plural) (মেয়েদের) আঁটসাঁট খাটো প্যান্টজাতীয় অন্তর্বাস।
- English Word pantile Bengali definition [প্যান্টাইল্] (noun) ছাদ ছাওয়ার বাঁকা টালি: (attributive(ly)) a pantile roof.
- English Word pantisocracy Bengali definition [প্যান্টিস্ক্রাসি] (noun) ইউটোপিয়ান ঘরানার সামাজিক সংগঠন, যেখানে সবাই সমান, পদ ও দায়িত্বও সমান; সমকক্ষ ব্যক্তিদের কল্পিত সমাজ: He had a old dream of pantisocracy. □ (adjective) pantisocratic, pantisocracyal প্যানটিসক্রেসি সমাজ সম্পর্কিত। □ (noun) pantisocratist.
- English Word pantograph Bengali definition [প্যান্টাগ্রা:ফ্ America(n) প্যান্টাগ্র্যাফ্] (noun) (১) ভিন্ন মাপে নকশা ইত্যাদি নকল করার যন্ত্রবিশেষ। (২) মাটির উপরের বৈদ্যুতিক তার থেকে কোনো গাড়িতে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার যন্ত্রবিশেষ।
- English Word pantomime Bengali definition [প্যান্টামাইম্] (noun) (১) [Countable noun, Uncountable noun] রূপকথা বা লোককাহিনি আশ্রিত ও নাচগান- ভাঁড়ামিপূর্ণ এক ধরনের ইংরেজি নাটক। (২) [Uncountable noun] নির্বাক অভিনয়।
- English Word pantry Bengali definition [প্যান্ট্রি] (noun) (১) (বড় বাড়ি, হোটেল, জাহাজ ইত্যাদির) যে কক্ষে বাসনকোসন, টেবিলের কাপড় ইত্যাদি রাখা হয়। pantryman [প্যান্ট্রিমান্] (noun) প্রধান খানসামা বা তার সহকারী। (২) ভাঁড়ারঘর।
- English Word pants Bengali definition [প্যান্ট্স্] (noun) (plural) (British/Britain) (পুরুষ ও ছেলেদের ব্যবহৃত) প্যান্ট্; (America(n)) ফুলপ্যানট; ট্রাউজার। bore/scare/talk, etc. the pants off one কাউকে ভীষণ বিরক্ত করা/ভয় পাইয়ে দেওয়া/বক বক করে মাথা ধরিয়ে দেওয়া। catch somebody with his pants down কাউকে অপ্রস্তুত অবস্থায় দেখতে পাওয়া।
- English Word panty-hose Bengali definition [প্যান্টি হোউজ্] (noun)=tights.
- English Word panzer Bengali definition [প্যান্ট্সা(র্)] (attributive(ly)) (adjective) (জার্মান) বর্মাবৃত; আর্মার্ড: panzer divisions.
- English Word pap 1 Bengali definition [প্যাপ্] (noun) [Uncountable noun] শিশু বা রুগ্ণ ব্যক্তিদের জন্য নরম খাবার; জাউ; (লাক্ষণিক) সহজপাঠ্য হালকা বই।
- English Word pap 2 Bengali definition [প্যাপ্] (noun) স্তনের বোঁটা।
- English Word papa Bengali definition [পাপা: America(n) পা:পা] (noun) (শিশুবুলি) বাবা।
- English Word papacy Bengali definition [পেইপাসি] (noun) পোপের পদ বা কর্তৃত্ব; পোপের শাসন। papal [পেইপ্ল্] (adjective) পোপ বা পোপের শাসন সম্বন্ধীয়।
- English Word papaw, pawpaw Bengali definition [পাপো America(n) পোপো] (noun) (১) পেঁপেগাছ; পেঁপে। (২) উত্তর আমেরিকার ছোট আকারের পেঁপেজাতীয় ফলসংবলিত ছোট চিরসবুজ গাছ।