P পৃষ্ঠা ৯
- English Word parakeet Bengali definition [প্যারাকীট্] (noun) বিভিন্ন জাতের দীর্ঘপুচ্ছ ক্ষুদ্র টিয়াপাখি।
- English Word parallel Bengali definition [প্যারালেল্] (adjective) (রেখা) সমান্তরাল; (অন্য কোনো রেখার সঙ্গে) সমান্তরাল সম্পর্কযুক্ত: a road running parallel to/with the railway. parallel bars শরীরচর্চায় ব্যবহৃত প্যারালেল বার। □ (noun) (১) parallel of latitude মানচিত্রে বিষুবরেখার উত্তরে বা দক্ষিণে সব স্থানে সমান ব্যবধানের সমান্তরাল রেখা; সমাক্ষরেখা। in parallel (বৈদ্যুতিক সার্কিট) প্রতিটি অংশে স্বতন্ত্রভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা (দ্রষ্টব্য series)। (২) [Uncountable noun, Countable noun] সম্পূর্ণ এক রকম ব্যক্তি, বস্তু, ঘটনা ইত্যাদি: an achievement without (a) parallel in recent times. (৩) তুলনা: draw a parallel between.... □ (verb transitive) (১) অনুরূপ বা তুলনীয় কোনো কিছু উদ্ধৃত, উপস্থাপন বা উল্লেখ করা। (২) সমান্তরাল বা অনুরূপ হওয়া: His career parallels mine in many respects. The road parallels the railway. parallelism [প্যারালেল্ইজাম্] (noun) (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) সমান্তরালতা; সমান্তরতা; সাদৃশ্য। parallelogram [প্যারালেলাগ্র্যাম্] (noun) যে চতুর্ভুজ সমতল ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল; সামন্তরিক ক্ষেত্র।
- English Word paralysis Bengali definition [প্যারালাসিস্] (noun) [Uncountable noun] পক্ষাঘাত; (লাক্ষণিক) সম্পূর্ণ অক্ষম অবস্থা। paralytic [প্যারালিটিক্] (noun), (adjective) (১) পক্ষাঘাতগ্রস্ত (ব্যক্তি): Her grandfather was a paralysis in the last days of his life; (লাক্ষণিক) অসহায়: paralysis laughter. (২) অত্যন্ত নেশাগ্রস্ত (ব্যক্তি)। paralyse (America(n)= paralyze) [প্যারালাইজ্] (verb transitive) (১) পক্ষাঘাতগ্রস্ত করা। (২) অসহায় বা বিহ্বল করা: paralysed with fear.
- English Word parameter Bengali definition [পার্যামিটা(র্)] (noun) চারিত্রিক বা চরিত্রনির্ধারক বৈশিষ্ট্য; (গণিত) বিচার্য ক্ষেত্রের ধ্রুবকবিশেষ; স্থিতিমাপ।
- English Word paramilitary Bengali definition [প্যারামিলিটরি America(n) প্যারামিলিটেরি] (adjective) আধা সামরিক: paramilitary forces.
- English Word paramount Bengali definition [প্যারামাউন্ট্] (adjective) (আনুষ্ঠানিক) সর্বোচ্চ; শক্তি বা ক্ষমতায় শ্রেষ্ঠতর: paramount chiefs; অন্যতম প্রধান; প্রধানতম: of paramount importance; শ্রেষ্ঠতর; শ্রেয়তর। paramountcy [প্যারামাউন্ট্সি] (noun)
- English Word paranoia Bengali definition [প্যারানয়আ] (noun) বিশেষত নির্যাতনের বদ্ধমূল ধারণাঘটিত (সাধারণত অনারোগ্য) মানসিক বৈকল্য; নির্যাতনভ্রম। paranoiac [প্যারানয়অ্যাক্], paranoid [প্যারানয়ড্] (noun(s)), (adjective(s)) ভ্রমগ্রস্ত (ব্যক্তি); বিভ্রান্ত: She’s paranoia about what other people think of her.
- English Word parapet Bengali definition [প্যারাপিট্] (noun) (১) সমান ছাদের কিনারায় বা সেতুর পাশে বা অনুরূপ কোনো স্থানে নিরাপত্তামূলক (নিচু) পাঁচিল। (২) (যুদ্ধে) পরিখা বা ট্রেঞ্চের সামনে মাটি-পাথর ইত্যাদি দিয়ে নির্মিত আত্মরক্ষামূলক বাঁধ।
- English Word paraphernalia Bengali definition [প্যারাফানেইলিআ] (noun) [Uncountable noun] বিশেষত কারো নেশা বা পেশাগত কাজে ব্যবহৃত টুকিটাকি জিনিসপত্র, কলকবজা ইত্যাদি।
- English Word paraphrase Bengali definition [প্যারাফ্রেইজ্] (verb transitive), (noun) কোনো লেখার শব্দান্তরিত প্রকাশ; কোনো লেখাকে শব্দান্তরিত করা বা অন্য কথায় প্রকাশ করা।
- English Word parasite Bengali definition [প্যারাসাইট্] (noun) (১) পরজীবী; পরভুক প্রাণী বা জীবাণু; পরজীবী গাছ, লতাপাতা; পরগাছা। (২) পরাশ্রয়ী ব্যক্তি। parasitic [প্যারাসিটিক্] parasitical [প্যারাসিটিক্ল্] (adjective(s)) পরভুক প্রাণী বা জীবাণুঘটিত;পরজীবীয়; পরভুক; পরজীবী; পরাশ্রয়ী।
- English Word parasol Bengali definition [প্যারাসল্ America(n) প্যারাসোল্] (noun) রোদনিবারক ছাতা।
- English Word paratroops Bengali definition [প্যারাট্রুপ্স্] (noun) (plural) প্যারাসুটের সাহায্যে বিমান থেকে অবতরণে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাদল; ছত্রীবাহিনী। paratrooper [প্যারাট্রুপা(র্)] (noun) ছত্রীসেনা।
- English Word paratyphoid Bengali definition [প্যারাটাইফয়ড্] (noun) [Uncountable noun] অপেক্ষাকৃত মৃদু ও ভিন্ন জীবাণুঘটিত টাইফয়েডজাতীয় জ্বর।
- English Word parboil Bengali definition [পা:বয়ল্] (verb transitive) (খাদ্যদ্রব্য) অর্ধসিদ্ধ করা; (লাক্ষণিক) অস্বস্তিকর মাত্রায় গরম করা।
- English Word parcel Bengali definition [পা:স্ল্] (noun) (১) [Countable noun] সঙ্গে বহনের বা ডাকযোগে প্রেরণের মোড়ক; পারসেল: She entered the room with an armful of parcels. parcelpost (noun) [Uncountable noun] ডাকযোগে পারসেল বহনের পদ্ধতি। (২) part and parcel of (কোনো কিছুর) অপরিহার্য অংশ। a parcel of land এক দাগ জমি (বিশেষত কোনো তালুকের অংশ)। □ (verb transitive) parcel out অংশে অংশে বা খণ্ডে খণ্ডে ভাগ করা। parcel up (বই ইত্যাদির) মোড়ক করা।
- English Word parch Bengali definition [পা:চ্] (verb transitive) (১) (রোদে বা তাপে) পুড়িয়ে শুকিয়ে ফেলা: the parched deserts of N Africa; earth parched by the sun. (২) আগুনে শুকানো বা ভাজা: parched peas.
- English Word parchment Bengali definition [পা:চ্মান্ট্] (noun) (১) [Countable noun, Uncountable noun] লেখার উপযোগী করে তৈরি করা পশুচর্ম; এমন পশুচর্মে লিখিত পাণ্ডুলিপি; পার্চমেন্ট। (২) [Uncountable noun] পার্চমেন্টসদৃশ কাগজ; পার্চমেন্ট কাগজ।
- English Word pardon Bengali definition [পা:ড্ন্] (noun) (১) [Uncountable noun] ক্ষমা; মার্জনা: ask for pardon, ক্ষমা চাওয়া; [Countable noun] ক্ষমার দৃষ্টান্ত। (২) [Uncountable noun] আনুকূল্য; প্রশ্রয়; অব্যাহতি; রেহাই। beg somebody’s pardon কারো সঙ্গে দ্বিমত পোষণের জন্য অব্যাহতি চাওয়া বা কারো কথা বুঝতে বা শুনতে না-পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করা বা ক্ষমা চাওয়া: I beg your pardon! মাফ করবেন (আপনার সঙ্গে একমত হতে পারছি না/আপনার কথা বুঝতে পারলাম না/আপনার কথা শুনতে পাইনি)। দ্রষ্টব্যexcuse 2 (৩), দ্রষ্টব্যsorry (২). (৩) (পুরাতনী) পাপের (জন্যে) শাস্তি থেকে অব্যাহতি। □(verb transitive) pardon somebody for something; pardon somebody something ক্ষমা করা; রেহাই দেওয়া; (দোষত্রুটি ইত্যাদি) উপেক্ষা করা: Pardon me for neglecting my duties. pardon somebody an offence. pardonable [পা:ড্নাব্ল্] (adjective) ক্ষমার যোগ্য; ক্ষমার্হ। pardonably [পা:ড্নআব্লি] (adverb) (আনুষ্ঠানিক) ক্ষমা করা যায় এমনভাবে: He is pardon any proud of his fine collection of old paintings. pardoner (noun) (মধ্যযুগে) যে ব্যক্তিকে পোপের পক্ষ হয়ে অর্থ বা উপঢৌকনের বিনিময়ে পাপের জন্য ক্ষমা ঘোষণা করার কর্তৃত্ব দেওয়া হতো।
- English Word pare Bengali definition [পেআ(র্)] (verb transitive) বাইরের অংশ প্রভৃতি ছাঁটা: pare one’s nails; খোসা ছাড়ানো: pare potatoes; (লাক্ষণিক) ছাঁটাই করা; কমানো: pare down one’s expenses. parings [পেআরিঙ্জ্] (noun) (plural) যা ছেঁটে ফেলা বা ছাড়িয়ে ফেলা হয়েছে: nail-pare.