P পৃষ্ঠা ৬
- English Word panchromatic Bengali definition [প্যান্ক্রাম্যাটিক্] (adjective) (আলোকচিত্র) সব রঙের প্রতি সমানভাবে স্পর্শকাতর; সমসুবেদী।
- English Word pancreas Bengali definition [প্যাঙ্ক্রিআস্] (noun) [Uncountable noun] পাকস্থলীর নিকটবর্তী পরিপাকরস নিঃসরণকারী গ্ল্যান্ড; অগ্ন্যাশয়। pancreatic [প্যাঙ্ক্রিঅ্যাটিক্] (adjective) উক্ত গ্ল্যান্ডসংক্রান্ত।
- English Word panda Bengali definition [প্যান্ডা] (noun) তিব্বতের ভালুকসদৃশ জন্তু-যার পা কালো ও দেহ সাদাকালো রঙের হয়। Panda car (British/Britain) পুলিশের টহলগাড়ি। Panda crossing (noun) (British/Britain) ফ্ল্যাশলাইট বা থেকে থেকে জ্বলে-ওঠা বাতি দ্বারা নিয়ন্ত্রিত রোডক্রসিং বা পথচারী-পারাপার (খুঁটিতে লাগানো বোতামে পথচারী নিজেই চাপ দিলে নিয়ন্ত্রক ফ্ল্যাশলাইট জ্বলে ওঠে)।
- English Word pandal Bengali definition [প্যান্ডেল্] (noun) কোনো সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য তাঁবু দিয়ে ঢাকা স্থান; প্যান্ডেল।
- English Word pandemic Bengali definition [প্যান্ডেমিক্] (noun), (adjective) সমগ্র দেশ বা মহাদেশ ব্যাপ্ত; (ব্যাধি)।
- English Word pandemonium Bengali definition [প্যান্ডিমোউনিআম্] (noun) [Countable noun, Uncountable noun] হৈচৈপূর্ণ অস্বাভাবিক বিশৃঙ্খলা; এরূপ বিশৃঙ্খলার স্থান।
- English Word pander Bengali definition [প্যানডা(র্)] (verb intransitive) pander (to) (১) (কারো অভিলাষ-অভিরুচিতে) সহায়তা বা উৎসাহ দান করা: a newspaper that panders to one’s interest in scandals. (২) (কারো যৌনলিপ্সা চরিতার্থের জন্য) দূতগিরি করা। এ অর্থে বর্তমানে অধিক প্রচলিত শব্দ procure(৩) দ্রষ্টব্য। □ (noun)=pimp (যে ব্যক্তি পতিতা বা পতিতালয়ের দালালি করে)।
- English Word pane Bengali definition [পেইন্] (noun) জানালার সার্সির কাচ।
- English Word panegyric Bengali definition [প্যানিজিরিক্] (noun) [Countable noun] স্তুতি; প্রশস্তিগাথা।
- English Word panel Bengali definition [প্যান্ল্] (noun) (১) পার্শ্ববর্তী অংশ থেকে উপরে উঠানো বা নিচে নামানো দরজা, দেওয়াল বা সিলিং ইত্যাদির অংশ; প্যানেল। (২) জামাকাপড়ে বসানো বিভিন্ন রঙ বা ভিন্ন উপাদানে তৈরি পটি। (৩) যন্ত্রপাতির বোর্ড: (বিমান বা মোটরগাড়ির) instrument panel; (রেডিও বা টিভির) control panel.৪ জুরির দায়িত্ব পালনে আহূত হতে পারে এমন ব্যক্তিদের নামের তালিকা। (৫) শ্রোতাদের উপস্থিতি ও অংশগ্রহণের মাধ্যমে কোনো আলোচনার জন্য নির্বাচিত বক্তাবৃন্দ: (attributive(ly)) a panel discussion. □ (verb transitive) প্যানেল দ্বারা সজ্জিত করা: a paneled wall. paneling (noun) দেওয়াল প্রভৃতির প্যানেলের সারি।
- English Word pang Bengali definition [প্যাঙ্] (noun) আকস্মিক তীক্ষ্ণ বেদনা, অনুশোচনা ইত্যাদি।
- English Word panga Bengali definition [প্যাঙ্গা] (noun) আফ্রিকার শ্রমিকদের ব্যবহৃত বড় ছুরি।
- English Word panhandle Bengali definition [প্যান্হ্যান্ড্ল্] (noun) (America(n)) সংকীর্ণ ভূভাগ। □ (verb intransitive) (America(n) কথ্য) পথে পথে ভিক্ষা করা।
- English Word panic Bengali definition [প্যানিক্] (noun) [Countable noun, Uncountable noun] (১) দ্রুত ছড়িয়ে পড়ে এমন অবুঝ নিয়ন্ত্রণহীন আতঙ্ক: Rumours of a war caused panic among the people. panic-stricken (adjective) আতঙ্কগ্রস্ত; আতঙ্কিত। (২) (attributive(ly)) অবুঝ: panic fear. □ (verb intransitive) আতঙ্কগ্রস্ত হওয়া: Don’t panic, please! there isn’t any fire. panicky [প্যানিকি] (adjective) (কথ্য) সহজে ডরায় এমন; আতঙ্কিত।
- English Word panjandrum Bengali definition [প্যান্জ্যান্ড্রাম্] (noun) উচ্চাসনের ব্যক্তি বা হামবড়া কোনো কর্মকর্তাকে কৌতুকচ্ছলে দেওয়া নাম।
- English Word pannier Bengali definition [প্যানিআ(র্)] (noun) ঘোড়া বা গাধার পিঠের দুপাশে বসানো ঝুড়ির একটি; (মোটর-) সাইকেলের পিছনের দিকে দুপাশে বসানো ব্যাগের একটি।
- English Word pannikin Bengali definition [প্যানিকিন্] (noun) (British/Britain) ক্ষুদ্র ধাতব পেয়ালা; এই পেয়ালার ভিতরকার বস্তু।
- English Word panoply Bengali definition [প্যানাপ্লি] (noun) পুরা একপ্রস্থ বর্ম; (লাক্ষণিক) জমকালো সজ্জা। panoplied [প্যানাপ্লিড্] (adjective) সম্পূর্ণ বর্মাবৃত; সম্পূর্ণ সাজে সজ্জিত।
- English Word panoptic Bengali definition [প্যান্অপ্টিক্] (adjective) (নকশা, ছবি ইত্যাদিসহ কোনো কিছুর) সম্পূর্ণ চিত্র বা দৃশ্যপট তুলে ধরে এমন।
- English Word panorama Bengali definition [প্যানারা:মা America(n) প্যানার্যামা] (noun) বিস্তৃত অবাধ দৃশ্যপট; ক্রমাগত চলমান দৃশ্য: The panorama of tribal life. panoramic [প্যানার্যামিক্] (adjective)