P পৃষ্ঠা ৫
- English Word palm 2 Bengali definition [পা:ম্] (noun) (১) তালজাতীয় গাছ। palm-oil (noun) [Uncountable noun] পাম তেল। palm wine তালের রস থেকে তৈরি মদবিশেষ; তাড়ি। Palm Sundey Easter- এর আগের রবিবার (এই দিনটিতে যিশুর জেরুজালেমে প্রবেশ উপলক্ষে পথে পথে তালের পাতা বিছিয়ে দেওয়া হয়েছিল)। (২) বিজয়প্রতীক হিসেবে তালের পাতা। bear/carry off the palm বিজয়ী হওয়া। yield the palm (to somebody) (কারো কাছে) পরাজয় স্বীকার করা। palmy (adjective) শাখাপ্রশাখায় বিস্তৃতিশীল; সমৃদ্ধিশীল। palmer (noun) (আগেকার দিনে) পবিত্র জেরুজালেমে তীর্থ করে ফেরার নিদর্শনস্বরূপ তালপাতাবাহী তীর্থযাত্রী।
- English Word palmetto Bengali definition [প্যাল্মেটোউ] (noun) ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে দৃষ্ট হাতপাখার মতো পাতাবিশিষ্ট ক্ষুদ্রাকার তালগাছ।
- English Word palmist Bengali definition [পা:মিস্ট্] (noun) হস্তরেখাবিদ। palmistry [পা:মিস্ট্রি] (noun) হস্তরেখাবিদ্যা।
- English Word palpable Bengali definition [প্যাল্পাব্ল্] (adjective) যা অনুভব বা স্পর্শ করা যায়; স্পষ্টত বোধগম্য: a palpable error. palpably [প্যাল্পাআব্লি] (adverb)
- English Word palpitate Bengali definition [প্যাল্পিটেইট্] (verb intransitive) (হৃৎপিণ্ড) দ্রুত ও অনিয়মিতভাবে স্পন্দিত হওয়া; বুক ধড়ফড় করা; (ব্যক্তি বা তার শরীর) ভয়ে কাঁপা। palpitation [প্যাল্পিটেইশ্ন্] (noun) (রোগ, কঠিন পরিশ্রম ইত্যাদির কারণে) দ্রুত ও অনিয়মিত হৃদস্পন্দন; বুক ধড়ফড়ানি।
- English Word palsy Bengali definition [পোলজি] (noun) [uncountable noun] পক্ষাঘাত। □(verb transitive) পক্ষাঘাতগ্রস্ত করা; অবশ করা।
- English Word palter Bengali definition [পোল্টা(র্)] (verb intransitive) palter with কপটাচার করা; দ্বিমুখী আচরণ করা; হেলাফেলা করা: Don’t palter with the question, হেলাফেলা করো না।
- English Word paltry Bengali definition [পোল্ট্রি] (adjective) তুচ্ছ; অবজ্ঞা করা যায় এমন।
- English Word pampas Bengali definition [প্যামপাস্ America(n) প্যামপআজ্] (noun) (plural) দক্ষিণ আমেরিকার তৃণাচ্ছাদিত বৃক্ষহীন বিস্তীর্ণ প্রান্তর। pampas-grass (noun) [Uncountable noun] এই প্রান্তরে জন্মানো সাদা ফুলওয়ালা অত্যন্ত লম্বা ধারালো ঘাস।
- English Word pamper Bengali definition [প্যাম্পা(র্)] (verb transitive) অধিক প্রশ্রয় দান: a pampered child.
- English Word pamphlet Bengali definition [প্যাম্ফ্লিট্] (noun) [countable noun] বিশেষত সমসাময়িক সমস্যা নিয়ে লেখা বাঁধাইহীন পুস্তিকা; প্যামফলেট। pamphleteer [প্যাম্ফলাটিআ(র্)] (noun) প্যামফলেট-রচয়িতা।
- English Word pan 1 Bengali definition [প্যান্] (noun) (১) চাটু; তাওয়া। pancake (noun) (ক) ময়দা, ডিম, দুধ ইত্যাদি মিশিয়ে তৈরি এক প্রকার কেক বা পিঠা। Pancake Day=Shrove Tuesday. (খ) pancake landing বিমানের জরুরি অবতরণের পদ্ধতি, যাতে গাছ থেকে ফল পড়ার ভঙ্গিতে বিমান উপর থেকে সরাসরি নিচে নেমে আসে। (গ) চাপ দিয়ে পিঠার আকারে তৈরি করা মুখে দেওয়ার পাউডারের চাক। (২) বিভিন্ন কাজে ব্যবহৃত পাত্র: the pan of a lavatory, মলাধার বা মলপাত্র; a bedpan. (৩) মাটিতে সৃষ্ট (কৃত্রিম বা প্রাকৃতিক) গর্ত: a salt-pan, নোনাপানি শুকিয়ে সৃষ্ট গর্ত। (৪) brain-pan (noun) মাথার খুলির উপরের অংশ। (৫) দাঁড়িপাল্লার যে কোনো একটি পাল্লা। (৬) সোনা বা অন্যধাতুর আকরিক পৃথক করার জন্য নুড়ি, পাথরকুচি ইত্যাদি ধোয়ার খোলা পাত্র। (৭) গাদা বন্দুকের যে ঘরে (অর্থাৎ গর্তের মতো জায়গায়) বারুদ ভরা হয়। a flash in the pan, দ্রষ্টব্যflash 1 (১)। (৮) [uncountable noun] (hard-) pan ভূপৃষ্ঠের ঠিক নিচের কঠিন ভূস্তর; কঠিন অন্তর্ভূমি। (৯) (অপশব্দ) মুখমণ্ডল। □ (verb transitive), (verb intransitive) (১) pan something off/out পাত্রে করে (সোনামিশ্রিত নুড়ি ইত্যাদি) ধোয়া। pan for সোনা পাওয়ার আশায় নুড়ি ইত্যাদি ধোয়া। pan out (ক) সোনা মেলা, অর্থাৎ নুড়ি ধুয়ে সোনা পাওয়া। (খ) (লাক্ষণিক) সফল হওয়া; (কোনো রূপ বা আকার) ধারণ করা; (কোনো) পরিণতি লাভ করা: How did it pan out? শেষটায় কী (পরিণতি) হলো? (২) (কথ্য) অত্যন্ত রূঢ়ভাবে সমালোচনা করা।
- English Word pan 2 Bengali definition [প্যান্] (verb transitive), (verb intransitive) (সিনেমা, টিভি) কোনো চলমান বস্তু বা কোনো বিস্তৃত দৃশ্যপটের ছবি তোলার জন্য ডানে বা বাঁয়ে ক্যামেরা ঘোরানো। দ্রষ্টব্যZoom (২).
- English Word pan 3 Bengali definition [প্যান্] (অপিচ paan [পা:ন্]) (noun) [Countable noun, Uncountable noun] সুপারি, চুন ও নানা ধরনের মসলা দিয়ে চিবিয়ে খাওয়া হয়, এমন এক ধরনের পাতা; পান। panmsala (noun) [Uncountable noun] পান, সুপারি, খয়ের, মৌরি, এলাচ, তামাক প্রভৃতির চূর্ণ মিশিয়ে তৈরি এক ধরনের খাবার; পানমসলা। panshop (noun) পান-সিগারেট বিক্রি করা হয় এমন দোকান; পানদোকান। pan – (prefix) দ্রষ্টব্য পরি. ৩
- English Word pan-pipes Bengali definition [প্যান্ পাইপ্স্] (noun) (plural) একাধিক নল বা পাইপ দিয়ে তৈরি বাদ্যযন্ত্রবিশেষ।
- English Word panacea Bengali definition [প্যানাসিআ] (noun) সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।
- English Word panache Bengali definition [প্যানাশ্ America(n) পানাশ্] (noun) [Uncountable noun] বড়াই তার: She dresses with great panache.
- English Word panama Bengali definition [প্যানামা:] (noun) panama (hat) দক্ষিণ ও মধ্য আমেরিকাজাত এক ধরনের গাছের নরম মিহি খড়জাতীয় পাতা থেকে তৈরি টুপি; পানামা হ্যাট।
- English Word panatella Bengali definition [প্যানাটেলা] (noun) [countable noun] লম্বা সরু চুরুট।
- English Word panchayat Bengali definition [পোন্চায়েত্] (noun) (ক) গ্রামের বিচারসভা; পঞ্চায়েত। (খ) ভারতে সরকারি গ্রামপ্রশাসন; গ্রামপঞ্চায়েত।