P পৃষ্ঠা ৬২
- English Word possum Bengali definition [পসাম্] (noun) opossum (দ্রষ্টব্য)-এর কথ্য সংক্ষেপ। play possum কাউকে ধোঁকা দেওয়ার জন্য ঘুমন্ত বা অনবহিত থাকার ভান করা; মড়ার মতো পড়ে থাকা।
- English Word post 1 Bengali definition [পোস্ট্] (noun) [Countable noun] (১) যে স্থানে প্রহরারত সৈনিক অবস্থান করে; কর্মস্থল; কর্তব্যস্থল। (২) সৈন্যদের দ্বারা অধিকৃত স্থান, বিশেষত সীমান্তদুর্গ; ফাঁড়ি; ঘাঁটি। দ্রষ্টব্যoutpost. (৩) বাণিজ্যঘাঁটি; কুঠি: English and French trading posts in Bengal in the 1৪th century. (৪) পদ; চাকরি; নিয়োগ: get a better post. □ (verb transitive) (১) (প্রহরায়) নিযুক্ত করা: post sentries at the gates. (২) ঘাঁটিতে/ফাঁড়িতে পাঠানো: post an officer to a unit. He is going to be posted to London.
- English Word post 2 Bengali definition [পোস্ট্] (noun) (সামরিক) সূর্যাস্তকালীন তূর্যধ্বনি। (বিশেষত) the first/last post অন্তিম তূর্যধ্বনি (সামরিক অন্ত্যেষ্টিক্রিয়ায়ও ধ্বনিত হয়)।
- English Word post 3 Bengali definition [পোস্ট্] (noun) (১) (ইতিহাস) পত্র ইত্যাদি পর্যায়ক্রমে গন্তব্যস্থল পর্যন্ত বহনের জন্য কিছুদূর অন্তর অন্তর নিযুক্ত অশ্বারোহী বাহক; ডাক; ডাকহরকরা। post-chaise (noun) (ইতিহাস) ভ্রমণের জন্য এক চটি থেকে অন্য চটি পর্যন্ত ভাড়া করা গাড়ি; ডাকগাড়ি। post-horse (noun) (ইতিহাস) ডাক বহনের জন্য কিংবা পর্যটকদের কাছে ভাড়া দেওয়ার জন্য চটিতে রক্ষিত ঘোড়া; ডাকঘোড়া। (২) (British/Britain) ডাক (America(n) mail): miss/catch the post. the Post (Office) ডাকবিভাগ। (৩) the post ডাকবাক্স বা ডাকঘর; take letters to the post. (৪) (যৌগশব্দ) postbag (= mailbag) ডাকের থলে। post-box ডাকবাক্স। post-card (noun) চিঠি লেখার জন্য একপিঠে ছবিওয়ালা কার্ডবিশেষ; ডাককার্ড। postcode (America(n)= zipcode) (কম্পিউটার ব্যবহার করে) চিঠিপত্র সহজেই বাছাই ও বিলি করার জন্য বর্ণ ও সংখ্যার সমষ্টি; ডাকসংকেত। post-free (adjective), (adverb) বিনা মাসুলে কিংবা ডাকমাসুল পূর্বেই পরিশোধিত হয়েছে এমন (ভাবে); (মূল্য) ডাকমাসুলসহ। postman [পোস্ট্মান্] (noun) (plural postmen) ডাকপিয়ন (America(n)= mailman)। postmark (noun) (চিঠিপত্রে) ডাকঘরের ছাপ। □ (verb transitive) ডাকঘরের ছাপ মারা। post master, postmistress (noun(s)) ডাকমুনশি। post-office (noun) ডাকঘর; ডাকখানা। postoffice (সংক্ষেপে PO) box (noun) ব্যক্তি বা কোম্পানির ঠিকানায় প্রেরিত চিঠিপত্রের জন্য ডাকঘরে রক্ষিত সংখ্যাচিহ্নিত বাক্স; ডাকঘর-বাক্স। postpaid (adjective), (adverb) পরিশোধিত মাসুল।
- English Word post 4 Bengali definition [পোস্ট্] (verb transitive), (verb intransitive) (১) (চিঠিপত্র) ডাকে দেওয়া/ফেলা; (America(n)= mail)। (২) (ইতিহাস) চটিতে চটিতে ঘোড়া বদলিয়ে পর্যায়ক্রমে ভ্রমণ করা। দ্রষ্টব্যpost 3 (১). posthaste (adverb) অতিদ্রুতবেগে; বায়ুবেগে। (৩) post (up) (হিসাবরক্ষণ) (খতিয়ানে) লিপিবদ্ধ করা/তোলা: post (up) export sales; post up a ledger. keep somebody posted (লাক্ষণিক) অবহিত রাখা।
- English Word post 5 Bengali definition [পোস্ট্] (noun) খুঁটি; স্তম্ভ: gate posts, তোরণস্তম্ভ; the starting/winning-post, দৌড়ের আরম্ভ ও সমাপ্তিসূচক স্তম্ভ, bed posts, মশারির খুঁটি; lamp-posts, (রাস্তার) বাতিস্তম্ভ। □ (verb transitive) (১) post (up) বিজ্ঞাপন, প্রাচীরপত্র ইত্যাদির সাহায্যে প্রকাশ্য স্থানে প্রদর্শন করা; লাগানো: Bills were posted on the wall of the town hall. (২) post (over) (বিজ্ঞাপন, প্রাচীরপত্র ইত্যাদিতে) ঢেকে ফেলা/পরিলিপ্ত করা: post a wall (over) with placards. (৩) (প্রাচীরপত্রের সাহায্যে) বিজ্ঞাপিত করা: a ship posted as missing.
- English Word Post Exchange Bengali definition [পোস্ট্ ইক্স্চেইন্জ্] (noun) (সংক্ষেপে PX) (America(n)) সামরিক ঘাঁটির ভাণ্ডারবিশেষ, যেখানে বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গ সেবা ও শুল্কমুক্ত পণ্য কিনতে পারেন; সামরিক পণ্যশালা।
- English Word post meridiem Bengali definition [পোউস্ট্ মারিডিআম্] (adverb) (সংক্ষেপে pm) দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত সময়; অপরাহ্ণ: 5. 30 pm. দ্রষ্টব্যante meridiem ভুক্তিতে am. দ্রষ্টব্য পরি. ৪।
- English Word post- Bengali definition [পোস্ট্- ] (prefix) পরে; -উত্তর। দ্রষ্টব্য পরি. ৩
- English Word postage Bengali definition [পোস্টিজ্] (noun) [Uncountable noun] ডাকমাসুল; ডাকখরচা। postagestamp (noun) ডাকটিকিট।
- English Word postal Bengali definition [পোস্ট্ল্] (adjective) ডাক সম্বন্ধীয়; ডাক-: postalrates, ডাকমাসুলের হার; postalworkers, ডাককর্মচারীরা: a postal vote, ডাকযোগে প্রেরিত ভোট; postal union, আন্তর্জাতিক ডাকযোগাযোগ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পৃথিবীর অধিকাংশ সরকারের মধ্যে সম্পাদিত চুক্তি; আন্তর্জাতিক ডাকযোগাযোগ সংঘ। postal order, দ্রষ্টব্যorder 1(৯).
- English Word postdate Bengali definition [পোস্ট্ডেইট্] (verb transitive) (১) (চেক, চিঠি ইত্যাদিতে) লেখার তারিখের পরবর্তী কোনো তারিখ দেওয়া; পশ্চাৎ তারিখযুক্ত করা। (২) (কোনো ঘটনাকে) প্রকৃত তারিখের পরবর্তী কোনো তারিখ দেওয়া।
- English Word poste restante Bengali definition [পোস্ট্রেস্টা:ন্ট্ America(n) পোস্ট্রেস্ট্যান্ট্] (noun) [Uncountable noun] (ফরাসি) ডাকঘরের বিভাগ- এই বিভাগের প্রযত্নে চিঠিপত্র পাঠালে তা না-চাওয়া পর্যন্ত সংরক্ষিত থাকে; প্রযত্ন ডাক।
- English Word poster Bengali definition [পোস্টা(র্)] (noun) (১) প্রাচীরপত্র; বৃহৎ মুদ্রিত চিত্র। (২) (bill poster) poster যে ব্যক্তি প্রাচীরগাত্রে বিজ্ঞাপন, প্রচারপত্র ইত্যাদি যুক্ত করে বা লটকায়।
- English Word posterior Bengali definition [পস্টিআরিআ(র্)] (adjective) (১) posterior (to) পশ্চাৎকালীন; পশ্চাৎকালিক; উত্তরকালিক; পশ্চাদ্বর্তী; পরবর্তী। দ্রষ্টব্যprior 1. (২) পিছনে অবস্থিত; পশ্চাৎ। □ (noun) (হাস্যরসাত্মক) নিতম্ব; পশ্চাদ্দেশ: kick his posterior. posterity (noun) পশ্চাৎকালীনতা; উত্তরকালীনতা; পশ্চাদ্বর্তিতা; পরবর্তিতা।
- English Word posterity Bengali definition [পস্টেরাটি] (noun) [Uncountable noun] (১) বংশধরগণ; অপত্য; সন্তানসন্ততি। (২) ভবিষ্যৎ প্রজন্মপরম্পরা; উত্তরপুরুষ।
- English Word postern Bengali definition [পস্টান্] (noun) পার্শ্বদ্বার; খিড়কি (বিশেষত পূর্বকালে) দুর্গ বা কেল্লার গুপ্ত প্রবেশপথ; প্রচ্ছন্ন দ্বার: (attributive(ly)) postern door/gate.
- English Word postgraduate Bengali definition [পোস্ট্গ্র্যাজুআট্] (adjective) স্নাতকোত্তর। □ (noun) স্নাতকোত্তর শিক্ষার্থী।
- English Word posthumous Bengali definition [পস্টিউমাস্] (adjective) (১) (সন্তান) পিতার মৃত্যুর পর জাত বা জন্ম নেওয়া। (২) মরণোত্তর: the posthumous award of a Victoria Cross; a posthumous novel; posthumous fame. posthumously (adverb) মরণোত্তরকালে: The prize was awarded posthumously.
- English Word postilion Bengali definition (অপিচ postillion) [পস্টিলিআন্] (noun) যে ব্যক্তি শকটবাহী দুই বা ততোধিক ঘোড়ার একটিতে আরোহণ করে গাড়ি চালায়; অশ্বচালক; সারথি।