P পৃষ্ঠা ৫৯
- English Word popularize, popularise Bengali definition [পপিউলারাইজ্] (verb transitive) জনপ্রিয়/লোকপ্রিয়/লোকপ্রচলিত করা। popularization, popularisation [পপিউলারাইজেইশ্ন্ America(n) পপিউলারিজেইশ্ন্] (noun) জনপ্রিয়করণ; লোকসিদ্ধকরণ।
- English Word populate Bengali definition [পপিউলেইট্] (verb transitive) জনপূর্ণ করা; অধ্যুষিত করা: thinly populated. বিরলবসতি; densely populated, ঘনবসতিপূর্ণ।
- English Word population Bengali definition [পপিউলেইশ্ন্] (noun) কোনো স্থান বা দেশে বসবাসরত জনসমষ্টি; এরকম জনসমষ্টির বিশেষ অংশ; জনসংখ্যা; লোকসংখ্যা: a fall/rise in the population; population explosion, জনবিস্ফোরণ।
- English Word populism Bengali definition [পপিউলিজাম্] (noun) [Uncountable noun] লোকসাধারণের আবেগ-অনুভূতি বা ভয়ের উপর প্রতিষ্ঠিত সরকার বা রাজনীতি; লোকানুবর্তিতা। populist (adjective) লোকানুবর্তী; লোকরঞ্জনবাদী।
- English Word populous Bengali definition [পপিউলাস্] (adjective) জনবহুল; জনাকীর্ণ; ঘনবসতিপূর্ণ।
- English Word porcelain Bengali definition [পোসালিন্] (noun) [Uncountable noun] চীনামাটি; চীনামাটির বাসনকোসন।
- English Word porch Bengali definition [পোচ্] (noun) (১) ভবনসংলগ্ন ছাদযুক্ত প্রবেশপথ; দেহলি; রোয়াক। (২) (America(n) অপিচ) বারান্দা।
- English Word porcine Bengali definition [পোসাইন্] (adjective) শূকর সম্বন্ধীয় বা শূকরসদৃশ।
- English Word porcupine Bengali definition [পোকিউপাইন্] (noun) শজারু; শল্যক।
- English Word pore 1 Bengali definition [পো(র্)] (noun) অতি ক্ষুদ্র রন্ধ্র যার ভিতর দিয়ে তরলপদার্থ চলাচল করতে পারে; সূক্ষ্মরন্ধ্র; লোমকূপ।
- English Word pore 2 Bengali definition [পো(র্)] (verb intransitive) pore over something অভিনিবেশ সহকারে/নিবিষ্টভাবে/অনন্যচিত্তে পড়া/অধ্যয়ন করা: pore over a book/letter.
- English Word pork Bengali definition [পোক্] (noun) [Uncountable noun] শূকরমাংস; বরাহমাংস। দ্রষ্টব্যbacon, দ্রষ্টব্যham (১). pork-barrel (noun) (America(n) অপশব্দ) রাজনৈতিক কারণে স্থানীয় সুযোগ-সুবিধা দানের জন্য ব্যয়িত রাষ্ট্রীয় অর্থ। pork-butcher যে কসাই খাদ্য হিসেবে বিক্রির জন্য শূকর হত্যা করে এর মাংসের পাই, সসেজ ইত্যাদি তৈরি করে; শূকরের কসাই। pork pie শূকরের কিমা মাংস প্রচুর মসলাযোগে পাই (pie দ্রষ্টব্য) তৈরি করার পাত্রে রান্না করা খাদ্যবিশেষ; শূকরের মাংসের মণ্ড। porker (noun) খাদ্যরূপে ব্যবহার করার জন্য প্রতিপালিত, বিশেষত স্থূলীকৃত শূকর; পুষ্টাঙ্গ শূকর।
- English Word porn Bengali definition [পোন্] (noun) pornography-র কথ্য সংক্ষেপ। pornshop (noun) যে দোকানে অশ্লীল বই পুস্তক ইত্যাদি বিক্রি করা হয়; অশ্লীলতার পসার।
- English Word pornography Bengali definition [পোনগ্রাফি] (noun) [Uncountable noun] রচনা; ছবি ইত্যাদিতে অশ্লীল বিষয়ের অবতারণা ও পরিচর্যা; ঐ জাতীয় রচনা, চিত্র ইত্যাদি; অশ্লীলবৃত্তি; অশ্লীলসামগ্রী। pornographer [পোনগ্রাফা(র্)] (noun) অশ্লীল রচনা, চিত্র ইত্যাদি যে ব্যক্তি তৈরি বা বিক্রি করে; অশ্লীলতার পসারি। pornographic [পোনগ্র্যাফিক্] (adjective) অশ্লীলবৃত্ত।
- English Word porous Bengali definition [পোরাস্] (adjective) (১) সূক্ষ্ণরন্ধ্রযুক্ত; সরন্ধ্র। (২) তরলপদার্থ চলাচল করতে পারে এমন: porous soil. porousness, porosity [পোরসাটি] (noun(s) সরন্ধ্রতা।
- English Word porphyry Bengali definition [পোফিরি] (noun) [Uncountable noun] লাল ও সাদা স্ফটিকখচিত লাল রঙের কঠিন শিলাবিশেষ, যা ঘসে মেজে অলংকাররূপে ব্যবহার করা হয়।
- English Word porpoise Bengali definition [পোপাস্] (noun) ডলফিন বা ছোট তিমিসদৃশ সামুদ্রিক জীববিশেষ।
- English Word porridge Bengali definition [পরিজ্ America(n) পোরিজ্] (noun) [Uncountable noun] পানি-দুধে শস্য (যেমন যব) সিদ্ধ করে প্রস্তুত নরম খাদ্য: a plate of porridge.
- English Word porringer Bengali definition [পরিন্জা(র্) America(n) পোরিন্জা(র্)] (noun) স্যুপ ইত্যাদি খাওয়ার জন্য হাতলযুক্ত ছোট পাত্র; জুসপাত্র।
- English Word port 1 Bengali definition [পোট্] (noun) (১) পোতাশ্রয়: a naval port; rich port. (২) যে শহর বা নগরে পোতাশ্রয় আছে, বিশেষত যেখানে শুল্ক কর্মকর্তারা নিযুক্ত হন; বন্দরনগরী। free port যে বন্দরে যেকোনো দেশের পণ্যসামগ্রী বোঝাই ও খালাস করা হয়; যে বন্দরে আমদানি-রপ্তানির জন্য কোনো শুল্ক দিতে হয় না; অবাধ বন্দর; শুল্কমুক্ত বন্দর। (লাক্ষণিক) আশ্রয়: The desired port. any port in a storm বিপদের সময়ে যেকোনো স্থানে সাহায্য বা আশ্রয় প্রার্থনা।