P পৃষ্ঠা ৬০
- English Word port 2 Bengali definition [পোট্] (noun) (নৌচালনবিদ্যা) প্রবেশের জন্য কিংবা মাল উঠানো-নামানোর জন্য জাহাজের পার্শ্বদ্বার; জাহাজের পার্শ্বমুখ/ঘুলঘুলি। porthole (noun) (ক) আলো ও বাতাস ঢোকার জন্য জাহাজের পার্শ্ববাতায়ন; জাহাজের ঘুলঘুলি; জাহাজ বা উড়োজাহাজের পাশে কাচের ক্ষুদ্র জানালা; পার্শ্বমুখ।
- English Word port 3 Bengali definition [পোট্] (noun) সামনের দিকে মুখ করলে জাহাজ বা বিমানের বাম পার্শ্ব: put the helm to port; (attributive(ly)) বাম: on the port bow/quarter. দ্রষ্টব্যstarboard. □ (verb transitive) (জাহাজ, জাহাজের হাল বা কর্ণ) ঘোরানো।
- English Word port 4 Bengali definition [পোট্] (noun) [Uncountable noun] পর্তুগালের গাঢ় লাল বা সাদা, উগ্র, কড়া মদবিশেষ; পোর্ট।
- English Word port 5 Bengali definition [পোট্] (verb transitive) অফিসারের পরিদর্শনার্থ (রাইফেল বা অন্য অস্ত্র) শরীরসংলগ্ন করে আড়াআড়িভাবে ধারণ করা: Port arm! (উক্ত প্রকারে) অস্ত্র ধারণ করো।
- English Word portable Bengali definition [পোটাব্ল্] (adjective) সুবহ; সুবহনীয়: portable radios/typewriters. portability [পোটাবিলাটি] (noun) [Uncountable noun] সুবহনীয়তা।
- English Word portage Bengali definition [পোটিজ্] (noun) [Countable noun, Uncountable noun] বিশেষত দুটি নাব্য নদীর মধ্যবর্তী অঞ্চলে (যেমন কানাডার অরণ্য অঞ্চলে) নৌকা, পণ্য ইত্যাদি বহন; বহন-ভাড়া; যে স্থানে এ রকম পণ্যবহনের প্রয়োজন হয়; বহনস্থান।
- English Word portal Bengali definition [পোট্ল্] (noun) বিশেষত বৃহৎ ভবনের বিশাল প্রবেশদ্বার; সিংহদ্বার; তোরণ; ফটক।
- English Word portamento Bengali definition [পোটামেন্টোউ] (noun) (সংগীত) এক সুর থেকে অন্য সুরে অনবরত গড়িয়ে চলা; মিড়; গমক।
- English Word portcullis Bengali definition [পোট্কালিস্] (noun) (ইতিহাস) দুর্গের প্রবেশদ্বারে তোলা ও নামানোর উপযোগী লোহার গরাদ; টানা গরাদ।
- English Word portecochѐre Bengali definition [পো:ট্কাশেআ(র্)] (noun) (ফরাসি) বাড়ির অভ্যন্তর প্রাঙ্গণে গাড়ি প্রবেশের দ্বার; গাড়ির ফটক।
- English Word portend Bengali definition [পোটেন্ড্] (verb transitive) (আনুষ্ঠানিক) (ভবিষ্যতের ঘটনা ইত্যাদির) সংকেতসূচক/ইঙ্গিতবহ/আলামতসূচক হওয়া; অশনিসংকেত দেওয়া: This portends difficult time ahead.
- English Word portent Bengali definition [পোটেন্ট্] (noun) পূর্বলক্ষণ; আলামত; দুর্লক্ষণ; উপসর্গ; অশুভলক্ষণ; অবলক্ষণ; অশনিসংকেত। portentous [পোটেন্টাস্] (adjective) (১) অশুভসূচক; পূর্বলক্ষণসূচক। (২) অদ্ভুত; চমৎকারজনক; বিস্ময়কর; অসামান্য। portentously (adverb) পূর্বলক্ষণস্বরূপ।
- English Word porter 1 Bengali definition [পোটা(র্)] (noun) (১) (রেলস্টেশন, বিমানবন্দর, হোটেল ইত্যাদি স্থানে কর্মরত) মুটে; কুলি। (২) যে অঞ্চলে মোটরযান চলে না, সেখানে পিঠে বা মাথায় মাল বহনের জন্য বাহক। (৩) (America(n)) ট্রেনে ঘুমানোর বা সংরক্ষিত কামরার পরিচারক। porterage [পোটারিজ্] (noun) [Uncountable noun] ভারবহন; মুটে ভাড়া।
- English Word porter 2 Bengali definition [পোটা(র্)] (noun) (হোটেল ইত্যাদিতে) দারোয়ান; দ্বাররক্ষক। (America(n)= doorman) porter’s lodge, দ্রষ্টব্যlodge 1 (৩)।
- English Word porter 3 Bengali definition [পোটা(র্)] (noun) [Uncountable noun] গাঢ় বাদামি রঙের তিক্ত স্বাদ বিয়ারবিশেষ; পোর্টার।
- English Word porterhouse Bengali definition [পোটাহাউস্] (noun) porterhouse (steak) (গরুর) বাছাই-করা মাংসখণ্ড। দ্রষ্টব্যbeafsteak.
- English Word portfolio Bengali definition [পোট্ফোউলিওউ] (noun) (plural portfolios [পোট্ফোলিওউজ্]) (১) আলগা কাগজপত্র, দলিল, চিত্র ইত্যাদি রাখার জন্য সমতল আধারবিশেষ (সাধারণত চামড়ার); পত্রাধার; পোর্টফোলিও। (২) মন্ত্রীর পদ ও কার্যভার: a minister without portfolio, নির্দিষ্ট কার্যভারহীন মন্ত্রী। (৩) কোনো ব্যক্তি, ব্যাংক ইত্যাদির মালিকানাধীন লগ্নক (সিকিউরিটিজ), কোম্পানির হিস্যা, বিনিয়োগ ইত্যাদির তালিকা; বিনিয়োগ তালিকা।
- English Word porthole Bengali definition (noun) দ্রষ্টব্য port 2
- English Word portico Bengali definition [পোটিকোউ] (noun) (plural 'porticoes' বা 'porticos' [পোটিকোউজ্]) বিশেষত ভবনসম্মুখে স্তম্ভোপরি ন্যস্ত ছাদবিশেষ; দ্বারমণ্ডপ; দহলিজ।
- English Word portiére Bengali definition [পোটিএআ(র্)] (noun) (ফরাসি) ঘরের দরজা বা প্রবেশপথে ঝোলানো ভারী পরদা।